২০২১-২০২২ বর্ষের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু হয়েছিল ১৫-০৮-২০২১ তারিখ থেকে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন শুরু হয়েছিল ১৬-১১-২০২১ তারিখ থেকে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতা হিসাবে প্রাপ্ত নম্বর ৭৫% থেকে কমিয়ে ৬০% করা হয়েছে।
এছাড়াও আরো অন্যান্য কিছু নতুন কোর্সও এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আওতায় এসেছে।
কিন্তু ঐক্যশ্রী পোর্টাল এ বহুদিন আগে থেকে (পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করার আগে থেকে) আবেদন শুরু হওয়ায় যাদের প্রাপ্ত নম্বর ৬০% থেকে ৭৫% এর মধ্যে ছিল তারা ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১-২০২২ এর জন্য আবেদন করেছিল। সে ক্ষেত্রে অন্যান্য কোর্সের ক্ষেত্রে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ হয়েছে।
তাদের ক্ষেত্রে ঐক্যশ্রী পোর্টাল (wbmdfcscholarship.org) এ “SWITCH OVER TO SVMCM” অপশনে গিয়ে নিজের পোস্ট-ম্যাট্রিক আইডি দিয়ে আবেদনটিকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন করতে হবে। এই নতুন অপশনটির কাজ ১৮-০১-২০২২ তারিখ থেকে আরম্ভ হবে।
SWITCH OVER TO SVMCM অপশনে যাওয়ার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে?
এক্ষেত্রে অবশ্যই চারটি ডকুমেন্টস আপলোড ( রঙিন jpeg ফরম্যাট এ) করতে হবে –
১. মার্কশীট।
২. ইনকাম সার্টিফিকেট (আধিকারিক/অফিসার এর দ্বারা সাক্ষর করা)।
৩. ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরমেট (ইনস্টিটিউশন প্রধান দ্বারা সাক্ষর করা)।
৪. ব্যাংক পাশবুক -এর প্রথম পৃষ্ঠা ।
তারপর পুনরায় ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করাতে হবে সব হার্ড কপি জমা করে।
আরও পড়ুন
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২১-২০২২
- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ২০২১ | Swami Vivekananda Scholarship Scheme
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও