পরিবর্তিত হল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসের সময়

গত ২৯-১০-২০২১ তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ১৬ ই নভেম্বর, ২০২১ মঙ্গলবার থেকে নবম (IX), দশম (X), একাদশ (XI) এবং দ্বাদশ (XII) শ্রেণির পঠনপাঠন চালু হবে।

ক্লাসের সময় এবং ক্লাস কিভাবে হবে তার জন্য কিছু গাইডলাইন প্রকাশ করেছিল। সেই গাইডলাইন অনুসারে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত ৬ দিনই হত। বিদ্যালয়ে পঠনপাঠনের সময় ছিল সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত।

আজ ২১-১১-২০২১ তারিখ পুনরায় বিজ্ঞপ্তি (নং – ৫৯/Pres/২১) দিয়ে ক্লাসের সময়সীমা পরিবর্তন করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এতে বলা হয়েছে     

> দশম (X) এবং দ্বাদশ (XII) শ্রেণির পঠনপাঠন হবে সোমবার, বুধবার এবং শুক্রবার।

> নবম (IX) এবং একাদশ (XI) শ্রেণির পঠনপাঠন হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার।

> সোমবার থেকে শুক্রবার প্রতিদিন প্রতিটি শ্রেণির জন্য বিদ্যালয়ে পঠনপাঠনের সময় হবে ১০.৫০ a.m. থেকে ৪.৩০ p.m. পর্যন্ত। দার্জিলিং ও কালিমপং জেলার পার্বত্য সাব-ডিভিশনের জন্য এই সময় হবে ৯.৩০ a.m. থেকে ৩.০০ p.m. পর্যন্ত।

> প্রতি শনিবার ছাত্রছাত্রীদের জন্য কোনো ক্লাস হবে না। প্রতি শনিবার অভিভাবকদের নিয়ে ফিডব্যাক সেশন এবং সচেতনতামুলক আলোচনা হবে।

বিদ্যালয়ের ক্লাসের সময় পরিবর্তন সংক্রান্ত নোটিফিকেশন ডাউনলোড

আরও পড়ুন :

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment