দুয়ারে সরকার – কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডে ছোটোখাটো ভুলের সংশোধন

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর (Land and Land Reforms and Refugee Relief and Rehabilitation Department) এর অধীনস্থ কৃষি জমির মিউটেশন (Mutation of Agricultural Land) করা হয়।

এছাড়াও জমির রেকর্ডে ছোটোখাটো ছাপার ভুলের সংশোধন করা হয়।

সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। মিউটেশনের শুনানি বা হেয়ারিং এর জন্য ব্লকের ভূমি দপ্তরের অফিসেও যেতে হয় না। খুব তাড়াতাড়ি মিউটেশন হয়ে যায়।

দুয়ারে সরকার ক্যাম্পে জমি সংক্রান্ত কী কী পরিষেবা দেওয়া হয়?

১) রেকর্ডকৃত মালিক / রায়তের (Recorded Owner) কাছ থেকে সরাসরি কেনা কৃষি জমির মিউটেশন বা নামপত্তন।

২) উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরির মালিকানাধীন জমির মিউটেশন এবং

৩) জমির নথিপত্রে ছোটোখাটো ছাপার ভুলের সংশোধন।

কারা এই সুবিধা পাবে?

পশ্চিমবঙ্গের যেকোনো জমির মালিক।

কী কী নথি / তথ্য প্রয়োজন

নথিভুক্ত মালিক / রায়তের কাছ থেকে কেনা কৃষি জমির মিউটেশনের জন্য :

  • ১) রেজিস্টার্ড দলিল-এর কপি।
  • ২) আধার কার্ডের কপি (ঐচ্ছিক)।
  • ৩) মিউটেশনের জন্য ঘোষণাপত্র।
  • ৪) কৃষি জমিটি কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে – এই মর্মে ঘোষণা।
  • ৫) মিউটেশনের জন্য পেশ করা দলিলটি জাল অথবা বিকৃত নয় – এই মর্মে ঘোষণা।

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশনের জন্য :

  • ১) আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি।
  • ২) জমির মৃত মালিক / রায়তের ডেথ সার্টিফিকেটের কপি।
  • ৩) আইনি উত্তরাধিকারীর আধার কার্ডের কপি (ঐচ্ছিক)।

জমির রেকর্ডে ছোটোখাটো ভুল সংশোধনের জন্য :

  • ১) খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি।
  • ২) আধার কার্ড / ভোটার কার্ড।

যোগাযোগ

দুয়ারে সরকার শিবির অথবা সংশ্লিষ্ট বি এল এল আর ও অফিস

কৃষি জমির মিউটেশন এর আবেদন পদ্ধতি

রেকর্ডকৃত মালিক / রায়তের (Recorded Owner) কাছ থেকে সরাসরি কেনা কৃষি জমির মিউটেশন

পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://banglarbhumi.gov.in থেকে অনলাইনে আবেদন করতে হবে। মিউটেশনের আবেদনপত্র এবং ঘোষণা পত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এছাড়াও কিছু ফর্ম দুয়ারে সরকার শিবির থেকে সংগ্রহ করে পূরণ করতে হয়। সমস্ত ফর্ম ও ঘোষণা পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র শিবিরের ভূমি দপ্তরের টেবিলে জমা দিতে হবে।

উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরির মালিকানাধীন জমির মিউটেশন

এর জন্য অনলাইনে আবেদন করার দরকার হয় না। দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হয়। সমস্ত ফর্ম ও ঘোষণা পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র শিবিরের ভূমি দপ্তরের টেবিলে জমা দিতে হবে।

FAQ

দুয়ারে সরকার শিবিরে মাধ্যমে কোন্‌ ধরণের জমির মিউটেশন হয়?

রেকর্ডকৃত মালিক / রায়তের (Recorded Owner) কাছ থেকে সরাসরি কেনা শুধুমাত্র কৃষি জমির মিউটেশন হয়। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেকোনো ধরণের জমির মিউটেশনের জন্য আবেদন করা যায়।

দুয়ারে সরকার শিবিরে মাধ্যমে মিউটেশন করলে অফিসে কি যেতে হয়?

না।

আরও পড়ুন

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment