দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা

দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা যায় (New Bank Account Opening) বা তার জন্য কী কী কাগজপত্র দরকার সেই বিষয়ে লেখা।

উদ্দেশ্য

দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের (লক্ষীর ভাণ্ডার, কৃষকবন্ধু ইত্যাদির) সুবিধা দেওয়া হয় তার সুবিধা গ্রহণ করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অনেক সাধারণ মানুষ আসেন। প্রায় প্রতিটি প্রকল্পের জন্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।

সেই সব মানুষের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কী কী নথি প্রয়োজন

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কে ওয়াই সি (KYC) ভেরিফিকেশনের জন্য :

১) তিন (৩) কপি পাসপোর্ট মাপের ছবি লাগবে।

২) পরিচয় সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যেকোনো একটি থাকা প্রয়োজন :

  • ক) আধার কার্ড।
  • খ) ভোটার কার্ড।
  • গ) প্যান কার্ড।
  • ঘ) ড্রাইভিং লাইসেন্স।

৩) ঠিকানা সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যেকোনো একটি থাকা প্রয়োজন :

  • ক) পাসপোর্ট।
  • খ) ভোটার কার্ড।
  • গ) ড্রাইভিং লাইসেন্স।
  • ঘ) বিদ্যুতের বিল / মোবাইল ফোন / ল্যান্ডলাইন টেলিফোন বিল (বিল ৬ মাসের বেশি পুরোনো হলে চলবে না)।
  • ঙ) কনজিউমার গ্যাস কানেকশন কার্ড অথবা বিল।
  • চ) সরকারি আধিকারিক / স্বীকৃত সরকারি কর্তৃপক্ষের দেওয়া চিঠি।
  • ছ) বাড়ি কেনার দলিলের কপি।
  • জ) গত ৩ মাসের ভাড়ার রসিদ সহ লিজ-চুক্তির কপি।
  • ঝ) বসবাসের প্রমাণ হিসাবে নিয়োগকর্তার দেওয়া সার্টিফিকেট।

উপরোক্ত নথি-প্রমাণ সহ ব্যাঙ্ক কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।

আরও পড়ুন

Leave a Comment