ই-রুপি কী, এর ব্যবহারের সুবিধা | e-RUPI in Bengali

ই-রুপি (e-RUPI) হল ব্যক্তি নির্দিষ্ট (person-specific) এবং উদ্দেশ্য নির্দিষ্ট (purpose-specific) ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এটি ডিজিটাল কারেন্সির দিকে এগানোর প্রথম ধাপ বলা যেতে পারে। ই-রুপি (e-RUPI) হল একটি Cashless এবং Contactless ডিজিটাল পেমেন্ট মাধ্যম।

কীভাবে ই-রুপি (e-RUPI) বেনিফিসারীকে দেওয়া হবে?

ই-রুপি (e-RUPI) একটি ই-ভাউচার যা বেনিফিসারীর মোবাইলে QR Code বা SMS এর আকারে সরবরাহ করা হবে। এই ভাউচার DBT এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করবে।

ই-রুপি ভাউচার (e-RUPI Voucher) কারা ব্যবহার করতে পারবেন?

সমস্ত ভারতবাসী এই ই-রুপি ভাউচার (e-RUPI Voucher) ব্যবহার করতে পারবেন।

ই-রুপি (e-RUPI) ব্যবহার করার সুবিধা

  • যে ব্যক্তির নামে ই-রুপি ভাউচার (e-RUPI Voucher) পাঠানো হয়েছে, শুধুমাত্র সেই ব্যক্তিই একবার ভাউচারটি  ব্যবহার করতে পারবেন।
  • যে উদ্দেশ্যে ভাউচার দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই কাজেই ভাউচারটি ব্যবহার করা যাবে।
  • ভাউচার প্রদানকারী কর্তৃপক্ষ ভাউচারটির ব্যবহার ট্রাক করতে পারবে।
  • ভাউচার রিডিম করার সময় কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।
  • শুধুমাত্র একটি মোবাইল থাকলেই এটি ব্যবহার করা যাবে।
  • ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / মোবাইল অ্যাপ / ইন্টারনেট ব্যাঙ্কি ছাড়াই এটি নির্দিষ্ট সেন্টারে গিয়ে ই-রুপি ভাউচার রিডিম করা যাবে।
  • ভাউচারের কোনো প্রিন্ট আউট নিয়ে যেতে হবে না।
  • যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারাও এর মাধ্যমে সরকারি সুবিধাগুলি পাবেন।

কী কী কাজে ব্যবহার করা হবে?

  • ভারত সরকার জনসাধারণের উদ্দেশ্যে যে সমস্ত কল্যাণমূলক পরিসেবা প্রদান করে তা যাতে Leak-Proof হয় তা নিশ্চিত করবে এই ই-রুপি ভাউচার।
  • মা ও শিশুর কল্যাণ স্কিমে ঔষধ বা নিউট্রিশনাল দেওয়া, আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা, সারের ভর্তুকি ইত্যাদি সরকারি ক্ষেত্রে ব্যবহৃত হবে।
  • কোনো প্রাইভেট সেক্টরও এই ডিজিটাল ই-রুপি ভাউচার এমপ্লয়ীদের জন্য ব্যবহার করতে পারে।

ই-রুপি Vs অনলাইন পেমেন্ট

  • অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এক খাতের টাকা অন্য খাতে খরচ করা যায় কিন্তু ই-রুপি ভাউচার যে কাজের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র সেই কাজেই রিডিম করা যায়।
  • কোনো ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কি ছাড়া অনলাইন পেমেন্ট করা যায় না কিন্তু শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকলেই ই-রুপি ভাউচারের সুবিধা নেওয়া যায়।

ই-রুপি (e-RUPI) প্রস্তুতকারী

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), ডিপার্টমেন্ট অফ ফাইনানশিয়াল সার্ভিসেস (DFS), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (MoHFW), ন্যাশনাল হেলথ অথোরিটি (NHA) এবং পার্টনার ব্যাঙ্ক।

পার্টনার ব্যাঙ্ক

Axis Bank, Bank of Baroda, Canara Bank, HDFC Bank, ICICI Bank, Indusind Bank, Indian Bank, Kotak Bank, Punjab National Bank, State Bank of India, Union Bank of India

কোন কোন দেশে এই ভাউচার চালু রয়েছে?

US, কলম্বিয়া, চিলি, সুইডেন, হং কং ইত্যাদি দেশে শিক্ষাক্ষেত্রে বা বিদ্যালয়ে এই ধরণের ভাউচার ব্যবহৃত হয়।

এক নজরে ই-রুপি প্রকল্প

স্কিমের নামই-রুপি (e-RUPI)
ঘোষণাকারী কর্তৃপক্ষভারত সরকার
সুবিধাভোগীভারতীয় জনসাধারণ
উদ্দেশ্যসরকারি সুযোগ-সুবিধাকে Leak-Proof করা
উদ্বোধনের তারিখ০২-০৮-২০২১
e-RUPI in Bengali

আরও পড়ুন –

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি

Leave a Comment