মাধ্যমিক ২০২৩ – গণিত প্রশ্নে বিভ্রান্তি

মাধ্যমিক ২০২৩ এর গণিত পরীক্ষার প্রশ্নপত্র গ্রাফ পেপার নিয়ে সমস্যা।

মাধ্যমিক ২০২৩ – গণিত প্রশ্নে বিভ্রান্তি

মাধ্যমিক ২০২৩ এর গণিত পরীক্ষার প্রশ্নে নির্দেশ দেওয়া রয়েছে “দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে”। সেই অনুসারে প্রশ্নপত্রের ১৫ (ii) দাগে দেওয়া আছে “ছক কাগজে ওজাইভ অঙ্কন করো”

প্রশ্নটির মান ছিল – ৪ ।

নির্দেশ দেখে ছাত্রছাত্রীরা গ্রাফ পেপার (ছক কাগজ) চেয়ে বসে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার সরবরাহ করেনি। তাই পরীক্ষার্থীরা গ্রাফ পেপার পায়নি।

পরীক্ষা আরম্ভ হওয়ার মুহূর্তে সমস্ত পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ এবং বিদ্যালয়ের জেলা পরিদর্শকদের (DI) মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় হিসাব এবং অঙ্কন পরীক্ষার্থীদের নিজেদের উত্তরপত্রে করতে হবে।

আরও জানানো হয় গ্রাফ পেপার না থাকার প্রভাব স্কোর মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রেশ নোট দিয়েও এ বিষয়ে জানানো হয়। তাতে বলা হয়েছে Question Paper Setter এবং Moderator উভয়ের মধ্যে কেউই তাদের নোটে গ্রাফ পেপারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ না করায় মাধ্যমিক ২০২৩ এর গণিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার পাঠানো হয়নি।

০৪-০৩-২০২৩ তারিখের মধ্যে ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা) -কে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment