উচ্চ মাধ্যমিক ২০২৩ : বদলে যাচ্ছে প্রশ্নপত্রের ধরণ

উচ্চ মাধ্যমিক ২০২৩ : বদলে যাচ্ছে প্রশ্নপত্রের ধরণ

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সম্পর্কে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) ০৬-০৯-২০২২ তারিখে বিজ্ঞপ্তি (নং – L/SECY/68/2022) জারি করেছে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী –

১) ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক Part-A এবং Part-B (Question Cum Answer Booklet) এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে Part-A ও Part-B দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর প্রয়োজন থাকছে না।

২) প্রশ্নের (একটি মাত্র প্রশ্নপত্র) উত্তর লেখার জন্য XI এর বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটি মাত্র উত্তরপত্র থাকছে। যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লেখা যাবেনা।

উচ্চ-মাধ্যমিক সিলেবাস, প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2023 | HS Syllabus, Question Pattern & Mark Division 2023

Leave a Comment