জয় বাংলা প্রকল্প (Jai Bangla Scheme) হল পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পকে এক ছাতার তলায় (one Umbrella Scheme) আনার একটি উদ্যোগ।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে যে সমস্ত সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্প আছে সেগুলিকে ভালোভাবে পরিচালনা করার জন্যই জয় বাংলা প্রকল্প হয়েছে। পুরানো প্রকল্পের সঙ্গে সঙ্গে তপশীলি বন্ধু (Taposili Bandhu) ও জয় জোহার (Jai Johar) নামে আরও নতুন দুটি প্রকল্প চালু হয়েছে।
জয় বাংলা প্রকল্প ০১-০৪-২০২০ থেকে কার্যকর হয়েছে।
Table of Contents
জয় বাংলা প্রকল্পের অন্তর্গত পেনশন প্রকল্প
- তপশীলি বন্ধু (Taposili Bandhu)
- জয় জোহার (Jai Johar)
- মানবিক পেনশন (Manabik)
- লোক প্রসার প্রকল্প (Lok Prasar Prakalpa, I&CA)
- নারী ও শিশু বিকাশ দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা (Old Age and Widow Pension, W&CD)
- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তর, নগরোন্নয়ণ দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা (Old Age and Widow Pension, P&RD, UD&MA)
- কৃষকদের বার্ধক্য ভাতা (Farmers’ Old Age Pension)
- মৎস্যজীবিদের বার্ধক্য ভাতা (Old Age Pension for Fishermen)
- শিল্পী ও তাঁতীদের বার্ধক্য ভাতা (Old Age Pension for Artisans and Handloom Weavers, MSME&T)
জয় বাংলা প্রকল্পের মাসিক পেনশন
প্রকল্পের নাম | মাসিক পেনশন |
তপশীলি বন্ধু | ১,০০০ টাকা |
জয় জোহার | ১,০০০ টাকা |
মানবিক পেনশন | ১,০০০ টাকা |
লোক প্রসার প্রকল্প | ১,০০০ টাকা |
বার্ধক্য ও বিধবা ভাতা | ১,০০০ টাকা |
কৃষকদের বার্ধক্য ভাতা | ১,০০০ টাকা |
মৎস্যজীবিদের বার্ধক্য ভাতা | ১,০০০ টাকা |
শিল্পী ও তাঁতীদের বার্ধক্য ভাতা | ১,০০০ টাকা |
জয় বাংলা পোর্টাল
এই স্কিমের অন্তর্গত সমস্ত পেনশনগুলি পরিচালনা করার জন্য রাজ্যের পোর্টালটি হল – www.jaibangla.wb.gov.in . এই পোর্টালের মাধ্যমেই সমস্ত প্রকল্পগুলি খুব কার্যকরভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়িত হয়।
জয় বাংলা প্রকল্পে আবেদন পদ্ধতি
সংক্ষিপ্ত পদ্ধতি
এই পেনশন প্রকল্পে আবেদন সাধারণত অফলাইনে হয়। এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্রটি যথাযথভাবে পুরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ জমা দিতে হয়।
এছাড়াও ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যায়।
আবেদনপত্র কোথায় পাওয়া যায়?
গ্রামাঞ্চলের ক্ষেত্রে | সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস (B.D.O.) |
মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে | S.D.O অফিস |
কোলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে | কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিস |
আবেদনপত্র কোথায় জমা দিতে হয়?
গ্রামাঞ্চলের ক্ষেত্রে | সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস (B.D.O.) |
মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে | S.D.O অফিস |
কোলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে | কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিস |
কী কী জমা দিতে হয়?
- পাশপোর্ট ছবি
- জাতিগত শংসাপত্রের (Caste Certificate) জেরক্স
- ডিজিটাল রেশন কার্ডের (Ration Card) জেরক্স
- আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স, যদি থাকে
- ভোটার কার্ডের (EPIC) জেরক্স
- স্থায়ী বাসিন্দার শংসাপত্র (Residential Certificate)
- ইনকাম সার্টিফিকেট (Income Certificate)
- ব্যাঙ্ক পাসবুকের (Bank Passbook) প্রথম পাতার জেরক্স
প্রতিটি জেরক্সে আবেদনকারীকে স্বাক্ষর (Self Attested) করতে হবে।
আরও পড়ুনঃ
- ই-শ্রম পোর্টাল (e-Shram Portal) এর মাধ্যমে ২ লক্ষ টাকা বীমা | ই-শ্রম কার্ড
- ডিজিটাল হেলথ আইডি কার্ড | আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (Ayushman Bharat Digital Mission)
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও
Joy bangla prokalper monthly taka somoy moto deposit hoy na