JBNSTS জুনিয়র স্কলারশিপ ২০২২, JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২২, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন, পরীক্ষার ফি, স্কলারশিপের পরিমান (JBNSTS Junior Scholarship 2022, JBNSTS Junior Talent Search Examination 2022)
JBNSTS জুনিয়র ২০২২ কোন্ শিক্ষার্থী পাবে তা নির্ধারিত হয় জুনিয়র প্রতিভা অনুসন্ধান (Junior Talent Search) পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০১৫ সাল থেকে Junior Talent Search পরীক্ষা শুরু হয়েছিল।
Table of Contents
Jagadis Bose National Science Talent Search – JBNSTS
JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২২ এর আবেদন যোগ্যতা (Eligibility for JBNSTS Junior Talent Search Examination 2022)
- শিক্ষার্থীকে ২০২২ সালে দশম শ্রেণির স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অথবা সমতুল্য পরীক্ষায় ৭৫% নম্বর বা সমতুল্য CGPA সহ উত্তীর্ণ হতে হবে।
- যে বছর আবেদন করছে শিক্ষার্থীকে সেই বছর অর্থাৎ ২০২২ সালেই পশ্চিমবঙ্গের যেকোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে (XI) বিজ্ঞান বিভাগে (Science Stream) ভর্তি হতে হবে। পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), গনিত (Mathematics), জীববিদ্যা (Biology), স্ট্যাটিস্টিক্স (Statistics), ইলেকট্রনিক্স (Electronics) এবং কম্পিউটার সাইন্স (Computer Science) – এর মধ্যে যেন অন্তত ৩ টি বিষয় থাকে।
- ২০২২ সালের আগে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষার আবেদনের জন্য যোগ্য নয়।
JBNSTS জুনিয়র স্কলারশিপ ২০২২ – টাকার পরিমাণ
স্কলারশিপ দুই বছরের জন্য অর্থাৎ একাদশ (XI) এবং দ্বাদশ (XII) শ্রেণির জন্য দেওয়া হয়।
- প্রতি মাসে ১,২৫০ টাকা।
- বার্ষিক বই কেনার গ্রান্ট ২,৫০০ টাকা।
JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২২ এর তারিখ
আবেদন আরম্ভ | ০১-০৬-২০২২ |
আবেদন শেষ | ৩১-০৭-২০২২ |
পরীক্ষার তারিখ | ২১-০৮-২০২২ |
JBNSTS জুনিয়র স্কলারশিপ ২০২২ পরীক্ষার আবেদন পদ্ধতি
১০ ম স্ট্যান্ডার্ড বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর আবেদনের তারিখ এবং পরীক্ষার বিস্তারিত বিবরণসহ সংবাদপত্র এবং JBNSTS এর ওয়েবসাইটে (https://jbnsts.ac.in/) বিজ্ঞাপন দেওয়া হয়। ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে JBNSTS এর অফিসে কোনো কাগজপত্র পাঠানোর দরকার হয় না।
অ্যাডমিট কার্ড JBNSTS এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে ।
JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষার বিন্যাস (Examination Pattern of JBNSTS Junior Talent Search Examination)
- লিখিত পরীক্ষা (Written Examination)
- ইন্টারভিউ (Interview)
লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। শেষ পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উভয়ের উপর নির্ভর করে স্কলারশিপ ঘোষণা করা হয়।
JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ লিখিত পরীক্ষার বিন্যাস (Examination Pattern of JBNSTS Junior Talent Search Written Examination)
- পূর্ণমান – ৬০
- সময় – ৬০ মিনিট
- প্রতিটি প্রশ্ন MCQ Type
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
ভৌত বিজ্ঞান (Physical Science) | ৮ টি | ২.৫×৮=২০ |
জীবন বিজ্ঞান (Life Science) | ৮ টি | ২.৫×৮=২০ |
গণিত (Mathematics) | ৮ টি | ২.৫×৮=২০ |
প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ২.৫ নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে।
প্রতিটি সঠিক উত্তর | ২.৫ নম্বর |
প্রতিটি ভুল উত্তর | -১ নম্বর |
না উত্তর দিলে | ০ নম্বর |
JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষার সিলেবাস (Syllabus of JBNSTS Junior Talent Search Examination )
পরীক্ষার স্ট্যান্ডার্ড দশম শ্রেণির স্ট্যান্ডার্ড।
বিষয় (Subject) : ১) ভৌত বিজ্ঞান (Physical Science), ২) জীবন বিজ্ঞান (Life Science), ৩) গণিত (Mathematics)
JBNSTS Junior Talent Search পরীক্ষার ফী (Fee of JBNSTS Junior Talent Search Examination)
JBNSTS Junior Talent Search পরীক্ষার ফী ১০০ টাকা + Transaction Charge (Online Payment এর ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়)। Online Payment নিম্নলিখিতভাবে করা যায়
- Net Banking
- Debit Card
- Credit Card
- Wallet
- UPI
ফী দিয়ে দেওয়ার পর ফেরৎ দেওয়া হয় না।
একনজরে JBNSTS জুনিয়র স্কলারশিপ ২০২২
স্কলারশিপের নাম | JBNSTS জুনিয়র স্কলারশিপ |
বর্ষ | ২০২২ |
আবেদন আরম্ভ | ০১-০৬-২০২২ |
আবেদন শেষ | ৩১-০৭-২০২২ |
পরীক্ষার তারিখ | ২১-০৮-২০২২ |
ফলাফল | ** |
স্কলারশিপের পরিমান | প্রতি মাসে ১,২৫০ টাকা। বার্ষিক বই কেনার গ্রান্ট ২,৫০০ টাকা |
আবেদনকারী | একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী |
অফিসিয়াল ওয়েবসাইট | https://jbnsts.ac.in/ |
আরও পড়ুন –
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও