Table of Contents
কর্ম সাথী প্রকল্প কী ?
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের গ্রামীণ এবং শহুরে উভয় এলাকার তরুণ এবং উৎসাহী উদ্যোক্তাদের সহায়তা করা প্রয়োজনীয় বলে মনে করে। প্রতিশ্রুতিবদ্ধ যুবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে এবং তাদের স্বাবলম্বী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্ম সাথী প্রকল্পের (West Bengal Karma Sathi Prakalpa 2020) মাধ্যমে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে।
কর্ম সাথী প্রকল্পের উদ্দেশ্য (Objectives Karma Sathi Prakalpa)
- তরুণ এবং উৎসাহী উদ্যোক্তাদের নতুন উৎপাদন উদ্যোগ এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা।
- রাজ্যের গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
কর্ম সাথী প্রকল্পের আরম্ভ এবং সময়কাল (Commencement and duration of the scheme)
প্রকল্পটি গেজেট বিজ্ঞপ্তির (Gazette Notification) তারিখ অর্থাৎ 9 ই সেপ্টেম্বর, 2020 থেকে শুরু হয়েছে এবং এর পরে তিন বছরের জন্য কার্যকর থাকবে।
Gazette Notification No. 1825/MSMET-18011(11)/4/2020 Dated 9th September, 2020
কর্ম সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility to Apply for Karma Sathi)
নীচের শর্তগুলি পূরণকারী কোনও উদ্দিষ্ট বা সম্ভাব্য উদ্যোক্তা আবেদন করতে পারবেন। পরিবার থেকে কেবলমাত্র একজন সদস্য এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন যেখানে “পরিবার” কথাটির অর্থ বাবা-মা এবং স্ত্রী।
- বয়স( Age) : 18 – 50 বছর ( নোটিফিকেশনের তারিখ থেকে – 9 সেপ্টেম্বর, 2020) ।
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ।
কর্মসংস্থান ব্যাংকের (Employment Bank) নিবন্ধিত ইচ্ছুক উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্ম সাথী প্রকল্পে সহায়তার ধরণ (Type of assistance in Karma Sathi Prakalpa)
কর্ম সাথী প্রকল্পের অধীনে উৎপাদন, পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো নতুন লাভজনক প্রকল্প গ্রহণের জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লোন এবং সর্বোচ্চ 25,000 টাকা ভর্তুকি সরবরাহ করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় ব্যাংক (Cooperative Bank) এই লোন প্রদান করবে।
কর্ম সাথী প্রকল্পে সরকারী ভর্তুকি (Government Subsidy)
এই প্রকল্পের অধীনে দুই রকম সরকারী সাবসিডি বা ভর্তুকি পাওয়া যাবে
- প্রোজেক্ট সাবসিডি (Project Subsidy) : প্রকল্প মূল্যের 15% (সর্বোচ্চ 25,000 টাকা)
- ইন্টারেস্ট সাবসিডি (Interest subsidy) : সমবায় ব্যাংকে বার্ষিক যত সুদ শোধ করবেন তার 50%(যদি সময়মত পরিশোধের ক্ষেত্রে) অথবা 40%(অন্য সমস্ত ক্ষেত্রে)। প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বছর।
নিজ অর্থ (Own Contribution)
যে সমস্ত আবেদনকারীর প্রোজেক্ট শেষ পর্যন্ত অনুমোদিত হবে তাদেরকে নিম্নলিখিত নিয়মানুসারে ব্যাংকে নিজ অর্থ জমা দিতে হবে
প্রকল্প মূল্য | নিজ অর্থ | ক্যাটাগরি |
---|---|---|
50,000 টাকা বা তার কম | প্রকল্প মূল্যের 5% | সমস্ত (জেনারেল, এস সি, এস টি, ও বি সি, মহিলা, পুরুষ, মাইনরিটি, বিশেষভাবে সক্ষম) |
50,000 টাকার বেশি | প্রকল্প মূল্যের 5% | এস সি, এস টি, মহিলা, মাইনরিটি, বিশেষভাবে সক্ষম |
প্রকল্প মূল্যের 5% | জেনারেল |
কর্ম সাথী প্রকল্পে যোগ্য স্কীম (Eligible Scheme for Karma Sathi Prakalpa)
উৎপাদন, পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে স্ব-কর্মসংস্থানে সহায়ক যেকোনো নতুন লাভজনক প্রকল্প কর্ম সাথী প্রকল্পে সহায়তা পাওয়ার যোগ্য।
কর্ম সাথী প্রকল্পের আবেদনের পাদ্ধতি (Method of Application for Karma Sathi Prakalpa)
নতুন উৎসাহী উদ্যোক্তারা অনলাইনে কর্ম সাথী পোর্টালে রেজিস্ট্রেশন এবং অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম (Annexure-I) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম বিনামূল্যে নিম্নলিখিত অফিসে পাওয়া যাবে।
- গ্রামীন এলাকার ক্ষেত্রে আবেদনকারীর ব্লকের বি ডি ও অফিস।
- মিউনিসিপাল বা কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বহির্ভুত এলাকার ক্ষেত্রে আবেদনকারীর এস ডি ও অফিস।
- কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।
- জেলার District Industries Centre (DIC)এর MSME Facilitation Centre (MFC) ।
কর্ম সাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র
সঠিকভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রের জেরক্স কপিতে আবেদনকারীর স্বাক্ষরসহ জমা দিতে হবে।
- সচিত্র পরিচয়পত্র (Proof of photo Identity)
- বাসস্থানের প্রমানপত্র (Proof of Residence)
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (Proof of Educational Qualification)
- বয়সের প্রমানপত্র (Proof of Age)
- এস সি (SC)/ এস টি (ST) / মাইনরিটি (Minority) / বিশেষভাবে সক্ষম (Differently Abled) হওয়ার প্রমানপত্র
- প্রোজেক্ট রিপোর্ট (Project Report)
অফলাইনে আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা দিতে হবে?
- গ্রামীন এলাকার ক্ষেত্রে আবেদনকারীর ব্লকের বি ডি ও অফিস।
- মিউনিসিপাল বা কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বহির্ভুত এলাকার ক্ষেত্রে আবেদনকারীর এস ডি ও অফিস।
- কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।
- আবেদনকারীর জেলার District Industries Centre (DIC) এর MSME Facilitation Centre (MFC) এ ।
কর্ম সাথী সহায়তা ডেস্ক (Karma Sathi Assistance Desk (KSAD))
কর্ম সাথী প্রকল্প সম্বন্ধে জানা থেকে শুরু করে আবেদনপত্র জমা দেওয়া পর্যন্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য প্রতিটি অফিসে (বি ডি ও / এস ডি ও / কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন) কর্ম সাথী সহায়তা ডেস্ক বা KSAD আছে।
আবেদনপত্রের স্ক্রুটিনির (Scrutiny of Applications)
জমা পড়া সমস্ত আবেদনপত্র স্ক্রুটিনির দায়িত্বে আছেন বি ডি ও / এস ডি ও / কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার।
কর্ম সাথী প্রকল্পে আবেদন প্রসেসিং (Processing of Applications)
- বি ডি ও / এস ডি ও / কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার জমা পড়া সমস্ত আবেদনকে জমা পড়ার তিন দিনের মধ্যে জেলার MFC তে পাঠাবেন।
- অফলাইনে জমা পড়া সমস্ত আবেদনকে MFC এর স্টাফরা কর্ম সাথী পোর্টালে আপলোড করবেন এবং তা আবেদনপত্রে উল্লিখিত জেলার সমবায় ব্যাংকে কর্ম সাথী পোর্টালের মাধ্যমে পাঠাবেন। আবেদনকারীকে SMS এর মাধ্যমে জানানো হবে।
- সমবায় ব্যাংক জেলার MFC কে কর্ম সাথী পোর্টালের মাধ্যমে জানিয়ে যোগ্য আবেদনকারীকে ব্যাংকের নিয়ম অনুসারে লোনের ব্যবস্থা করে দেবেন এবং তা পোর্টালে আপডেট করবেন ও আবেদনকারীকে SMS মাধ্যমে জানাবেন। সমবায় ব্যাংক 15 দিনের মধ্যে আবেদন মঞ্জুর বা বাতিল করার প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদন বাতিল করলে বাতিল করার কারণ সমবায় ব্যাংক জানাবেন এবং তা কর্ম সাথী পোর্টালে আপডেট করবেন।
- যে সমস্ত আবেদনকারীর প্রোজেক্ট মঞ্জুর হবে তাদেরকে আবেদনপত্রে উল্লিখিত সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং নিজ অর্থ (প্রকল্প মূল্যের 5% বা 10% যেমন প্রযোজ্য) জমা দিতে হবে।
- সমবায় ব্যাংক লোনের টাকার 95% বা 90% দুটি ইনস্টলমেন্টে ভাগ করে আবেদনকারীর অ্যাকাউন্টে প্রদান করবেন। প্রথম ইনস্টলমেন্টে লোনের টাকার 50% প্রদান করবেন। দ্বিতীয় ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্টের টাকার খরচের শংসাপত্র (Utilization Certificate) পাওয়ার পর একই পদ্ধতিতে আবেদনকারীর অ্যাকাউন্টে জমা করবেন।
সমবায় ব্যাংক দ্বারা সাবসিডির দাবী (Claim of Subsidy by Cooperative Banks)
- সমবায় ব্যাংক তিনমাস অন্তর প্রোজেক্ট সাবসিডির দাবী জানাবেন। জেলার MFC সাবসিডির রিকুইজিশন পাঠাবেন MSME দপ্তরকে এবং দপ্তর West Bengal State Cooperative Bank Limited কে সাবসিডির টাকা দেবেন।
- পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (The Chief Executive Officer of West Bengal State Cooperative Bank) ছয় মাস অন্তর সুদের সাবসিডির রিকুইজিশন পাঠাবেন এবং তা আবেদনকারীর অ্যাকাউন্টে জমা করবেন।
- সমস্ত সাবসিডি IFMS.পোর্টালের মাধ্যমে দেওয়া হবে।
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও