লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের দায়িত্ব রয়েছে নারী ও সমাজ কল্যাণ দপ্তরের উপর।
Table of Contents
উদ্দেশ্য
পশ্চিমবঙ্গের গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়াই হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
সুবিধা
- এই প্রকল্পে মহিলাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
- তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) ভুক্ত মহিলারা মাসিক ১,০০০ টাকা করে পাবেন।
- তপশিল্ভুক্ত নন যারা অর্থাৎ OBC ও জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক ৫০০ টাকা করে পাবেন।
কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প –এর সুবিধা পাবেন?
- স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যে বছর ফর্ম জমা নেওয়া হবে সে বছরের ১ লা জানুয়ারীর হিসাবে বয়স গননা করা হবে।
- কেন্দ্র সরকার / রাজ্য সরকারের অধীনস্ত কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী, স্ট্যাটুটারি বডিস / পঞ্চায়েত / মিউনিসিপ্যাল কর্পোরেশন / লোকাল বডিস / সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদিতে কর্মরতা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন
এই প্রকল্পের আবেদন এখনও আরম্ভ হয়নি। ১৬ ই আগষ্ট – ১৫ ই সেপ্টেম্বর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন শুরু হবে।
লক্ষীর ভাণ্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড in pdf
এই প্রকল্পের ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে?
- একটি সাম্প্রতিক রঙীন পাসপোর্ট ছবি।
- স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স।
- আধার কার্ডের জেরক্স।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স বা বাতিল চেক।
- ST / SC সার্টিফিকেটের জেরক্স, যদি থাকে।
- অন্যান্য কাগজ যেমন ভোটার কার্ডের জেরক্স ইত্যাদি।
জেরক্স কপিগুলিতে নিজের স্বাক্ষর (Self-Attested) করতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিবরণ
স্কিমের নাম | লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প |
প্রদানকারী কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের গৃহস্থ মহিলা |
উদ্দেশ্য | মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়া |
সর্বোচ্চ সহায়তা | প্রতি মাসে ১,০০০ টাকা |
সর্বনিম্ন সহায়তা | প্রতি মাসে ৫০০ টাকা |
আবেদনের তারিখ | আরম্ভ হয়নি, ১৬-০৮-২০২১ থেকে আরম্ভ হবে |
অফিসিয়াল ওয়েবসাইট | এখনও পর্যন্ত নেই |
FAQ
১) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পত্র কোথায় পাওয়া যাবে?
উত্তর – দুয়ারে সরকার ক্যাম্পে
২) পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কবে আরম্ভ হবে?
উত্তর – ১৬ ই আগষ্ট, ২০২১।
৩) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে?
উত্তর – ১ লা সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের তারিখ ১ লা সেপ্টেম্বর, ২০২১ এর পরে হলেও ১ লা সেপ্টেম্বর, ২০২১ থেকেই টাকা পাওয়া যাবে।
৪) স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কী?
উত্তর – স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকলেও এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করা যাবে, কিন্তু প্রকল্পের সুবিধা পাবে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড হওয়ার পর।
আরও পড়ুন –
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও