মেধাশ্রী (OBC প্রি-ম্যাট্রিক) স্কলারশিপ ২০২৩-২০২৪ | Medhasree Scholarship in Bengali

মেধাশ্রী প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (Medhashree Pre-Matric Scholarship) ২০২৩-২০২৪ হল পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (V-VIII) OBC ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন স্কলারশিপ স্কিম।

এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি / সরকারি স্পনসর / সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পঞ্চম থেকে অষ্টম শ্রেণির OBC ছাত্র-ছাত্রীদের জন্য।

এই স্কলারশিপ (Medhashree Scholarship) ২০২৩-২০২৪ আর্থিক বছর থেকে আরম্ভ হয়। এই স্কলারশিপের সমস্ত টাকা রাজ্যের বাজেট থেকে দেওয়া হবে।

মেধাশ্রী স্কলারশিপ -এর যোগ্যতা

  • ছাত্র-ছাত্রীদের OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  • পশ্চিমবঙ্গের সরকারি / সরকারি স্পনসর / সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে হবে।
  • রাজ্যের শিক্ষা বোর্ড / সংসদ অথবা কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে regular fulltime মোডে পড়াশোনা করতে হবে।
  • শুধুমাত্র ডে স্কলাররাই আবেদন করতে পারবে অর্থাৎ হোস্টেলে থাকলে আবেদন যোগ্য নয়।
  • core banking এর সুবিধা আছে এমন ব্যাঙ্কে ছাত্র-ছাত্রীদের নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে।
  • যেকোনো একটি শ্রেণিতে পড়াকালীন বছরে একবারই স্কলারশিপ পাবে। যদি কোনো কারণে অনুত্তীর্ণ হয় তবে ওই একই শ্রেণিতে পড়ার জন্য স্কলারশিপ পাবে না। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে আবার স্কলারশিপ চালু হবে।
  • পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে এমন ছাত্র-ছাত্রীরা মেধাশ্রী স্কলারশিপের জন্য যোগ্য নয়।  
  • অন্য কোনো স্কলারশিপ / ভাতা নেওয়া যাবে না।

মেধাশ্রী স্কলারশিপ ২০২৩-২০২৪ এর পরিমান

২০২৩-২০২৪ অর্থবর্ষে মেধাশ্রী স্কলারশিপের পরিমান বছরে ৮০০ টাকা।

নির্বাচন পদ্ধতি

সমস্ত যোগ্য OBC শিক্ষার্থীরা এই স্কিমে আবেদন করতে পারবে এবং প্রত্যেকেই এই স্কলারশিপ পায়। এক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ (যেমন SDO) প্রদত্ত জাতিগত শংসাপত্র থাকতে হবে।

মেধাশ্রী স্কলারশিপ ২০২৩-২০২৪ আবেদনের তারিখ

OBC ছাত্র-ছাত্রীদের প্রি-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩-২০২৪ এর আবেদন শুরু হয়ে গেছে।

মেধাশ্রী প্রি-ম্যাট্রিক স্কলারশিপ আবেদন পদ্ধতি

মেধাশ্রী স্কলারশিপ ২০২৩-২০২৪ এর আবেদন অনলাইনে করতে হয়। ছাত্র-ছাত্রীরা নিজে থেকে আবেদন করতে পারবে না, আবেদন স্কুল করবে।

শিক্ষাশ্রী (Shikashree) স্কলারশিপের Uploader Log In ID এবং Password দিয়ে Portal এ Log In করে আবেদনের প্রক্রিয়াটি বিদ্যালয়কে সম্পন্ন করতে হবে।

শিক্ষাশ্রী (Shikashree) স্কলারশিপের Approver Log In ID এবং Password দিয়ে Portal এ Log In করে আবেদনগুলিকে Approve করতে হবে।

OBC / SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Oasis Scholarship) ২০২৩-২০২৪

Leave a Comment