মেধাবী জাতীয় স্কলারশিপ ২০২১ – সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১, আবেদনের তারিখ, যোগ্যতা, টাকার পরিমান ( Medhavi Scholarship 2021 – SAMADHAN-III Scholarship Examination 2021)
মেধাবী জাতীয় স্কলারশিপ স্কিম (Medhavi National Scholarship Scheme) হল হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট মিশন (HRMD) এর অধীনে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ (SAMADHAN, SWABHIMAN, SAKSHAM, SWAWLAMBAN & newGEN) প্রদানকারী স্কিম। এই স্কিমে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই মেধার ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়।
এই মেধাবী জাতীয় স্কলারশিপ এর উদ্দেশ্য হল সমাজের সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে আর্থিক সহায়তা দান করা।
Table of Contents
সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর যোগ্যতা
১) শিক্ষাগত যোগ্যতা
কেন্দ্র সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখে বা শেষ তারিখের আগেই পাশ সার্টিফিকেট পেতে হবে।
এছাড়াও উচ্চ-মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর বা মাধ্যমিকের থেকে বেশি অন্য কোনো ডিগ্রি / ডিপ্লোমা পাশ ছাত্রছাত্রীরা সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর জন্য আবেদন করতে পারবে।
২) বয়স
- সর্বনিম্ন বয়স – ১৬ বছর
- সর্বোচ্চ বয়স – ৪০ বছর
বিভিন্ন ক্যাটাগরির জন্য বয়সের কোনো ছাড় নেই।
৩) বাসিন্দা
ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতের নাগরিক / নেপালের প্রজা / ভুটানের প্রজা / তিব্বতীয় শরণার্থী (ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য ০১-০১-১৯৬২ এর আগে আসা) / পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা , কেনিয়া, উগান্ডা, ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া, যামবিয়া, মালাবী, যাইরে, ইথিওপিয়া এবং ভিয়েতনাম থেকে আগত ভারতীয় বংশোদ্ভূত যে কোন ব্যক্তি যিনি ভারতে স্থায়ীভাবে বসবাস করেছেন এমন হতে হবে।
ভারতের নাগরিক ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে ভারত সরকারের সার্টিফিকেট প্রয়োজন।
স্কলারশিপের ধরণ
ধরণ | নম্বর |
Type A | ৬০% এবং তারও বেশি নম্বর |
Type B | ৫০% বা তারও বেশি এবং ৬০% এর কম নম্বর |
Type C | ৪০% বা তারও বেশি এবং ৫০% এর কম নম্বর |
মেধাবী স্কলারশিপ ২০২১ – সংখ্যা
ধরণ | কত জন পাবে |
Type A | ১৪৫৭ |
Type B | ৯৯৭ |
Type C | ১০৯৫ |
যদি Type A স্কলারশিপের জন্য কোয়ালিফায়েড ছাত্রছাত্রীর সংখ্যা ১৪৫৭ জনের বেশি হয় তবে পরবর্তী কোয়ালিফায়েড ছাত্রছাত্রী Type B স্কলারশিপের জন্য নির্বাচিত হবে এবং Type B স্কলারশিপের জন্য কোয়ালিফায়েড ছাত্রছাত্রীর সংখ্যা ৯৯৭ জনের বেশি হয় তবে পরবর্তী কোয়ালিফায়েড ছাত্রছাত্রী Type C স্কলারশিপের জন্য নির্বাচিত হবে।
অর্থাৎ মোট ৩৫৪৯ সংখ্যক টপ স্কোরারকে স্কলারশিপ দেওয়া হয়।
স্কলারশিপের টাকার পরিমান
ধরণ | টাকা |
Type A | ১০০০ টাকা |
Type B | ৫০০ টাকা |
Type C | ৩০০ টাকা |
স্কলারশিপের টাকা একবারই দেওয়া (single payment) হয়।
স্কলারশিপ নির্বাচন পদ্ধতি
সমাধান-৩ স্কলারশিপ নির্বাচনের জন্য অনলাইনে অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে পরীক্ষা হয়। এই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে স্কলারশিপের জন্য নির্বাচিত হয়।
সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর ধরণ
- চারটি সেকশন, মোট প্রশ্নসংখ্যা ২০ টি, পূর্ণমান ২০ এবং সময় ১০ মিনিট।
টেস্ট | প্রশ্নসংখ্যা | সর্বোচ্চ নম্বর |
রিজনিং | ৬ | ৬ |
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড | ৬ | ৬ |
সাধারণ জ্ঞান | ৪ | ৪ |
ইংরেজি | ৪ | ৪ |
- প্রশ্নপত্রে ইংরেজি সেকশন ছাড়া ইংরেজি ও হিন্দি ভাষাতে প্রশ্ন থাকে।
- পরীক্ষাটি অনলাইনে অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে হয়।
- প্রতিটি প্রশ্নই Multiple Choice Questions (MCQ)
- নেগেটিভ মার্কিং – প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয়, তবে ওই প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন আরম্ভ | ০৭-০৮-২০২১ |
আবেদন শেষ | ১৯-০৯-২০২১ |
পরীক্ষার তারিখ | ০৩-১০-২০২১ |
উত্তর দেওয়া ও অভিযোগ | ০৪-১০-২০২১ |
ফলাফল | ০৬-১০-২০২১ |
কাগজপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা | ০৬-১০-২০২১ থেকে ০৯-১০-২০২১ |
ভেরিফিকেশন ও স্কলারশিপ বিতরণ | ০৯-১০-২০২১ থেকে ১১-১০-২০২১ |
সমগ্র প্রক্রিয়া শেষ | ১৫-১০-২০২১ |
সমাধান-৩ স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর সিলেবাস
GENERAL STUDIES : Indian History, World History, Indian Polity, Important Dates and Events, Science & Technology, Countries and capitals, Science and innovations, World organizations, Famous Places in India, Books And Authors, Current Events of National and International Importance, History of India in respect of Indian National Movement, Economy, Geography of India & World.
GENERAL APTITUDE : Comprehension Reasoning, Venn Diagrams, Number Series, Coding and decoding, Problem Solving Techniques, Statement & Conclusion type questions, Arithmetic reasoning, Arithmetical number series, Non‐verbal series, Syllogistic reasoning, Seating Arrangements, Blood relations, Ranking, Distance & Direction, Mathematical Inequalities.
QUANTITATIVE APTITUDE : Number Systems, Computation of Whole Numbers, Decimals and Fractions and relationship between Numbers, Fundamental arithmetical operations, Percentages, Ratio and Proportion, Averages, Interest, Profit and Loss, Discount, Mensuration, Time and Distance, Ratio and Time, Time and Work.
ENGLISH: Spotting errors, Fill in the blank Cloze Test, Idioms & Phrases, Synonyms and antonyms, Reconstruction of sentence & passage, one word substitution, Phrase substitution, Jumbled up sentences, Double blanks in a sentence, commonly misspelled words, Comprehension passages, correction of sentences, synthesis of sentences.
পরীক্ষার ফি
কোনো ফি পেমেন্ট করতে হবে না।
কিভাবে মেধাবী স্কলারশিপের টাকা দেওয়া হয়?
ছাত্রছাত্রীদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ফলাফল ঘোষণা করার পর সফল ছাত্রছাত্রীকে ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স সাবমিট করতে হবে। মেধাবী স্কলারশিপের টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে।
মেরিট লিস্ট তৈরি
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হয়।
মেরিট লিস্ট তৈরির সময় টাই হলে কর্তৃপক্ষ নিম্নিলিখিত ক্ষেত্রগুলির মধ্যে যেকোনো একটি বা একাধিক পদ্ধতির মাধ্যমে লিস্ট তৈরি করবেন –
- ‘সাধারণ জ্ঞান’ বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
- ‘ইংরেজি’ বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
- ‘কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড’ বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
- ‘রিজনিং’ বিভাগে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
- পরীক্ষা শেষ হতে কত সময় লেগেছে তার ভিত্তিতে।
- ছাত্র-ছাত্রীর ‘পারিবারিক আয়ের’ ভিত্তিতে। কম আয় আগে স্থান পাবে।
- ‘লাকি ড্র’ এর ভিত্তিতে।
একনজরে মেধাবী স্কলারশিপ ২০২১
স্কলারশিপের নাম | মেধাবী স্কলারশিপ |
বর্ষ | ২০২১ |
আবেদন আরম্ভ | ০৭-০৮-২০২১ |
আবেদন শেষ | ১৯-০৯-২০২১ |
পরীক্ষার তারিখ | ০৩-১০-২০২১ |
ফলাফল | ০৬-১০-২০২১ |
স্কলারশিপের পরিমান | সর্বোচ্চ ১০০০ টাকা সর্বনিম্ন ৩০০ টাকা |
যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.medhavionline.org |
আরও পড়ুন –
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও