নবান্ন স্কলারশিপ ২০২৩ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ | Nabanna Scholarship 2023 or Uttarkanya Scholarship 2023 in Bengali
নবান্ন স্কলারশিপ ২০২৩ (Nabanna Scholarship 2023) বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ (Uttarkanya Scholarship 2023) – আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিষয়ে লেখা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক বা তার পরবর্তী স্তরে পড়াশোনা করার ক্ষেত্রে দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপ উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটি তিনটি স্তরে বিভক্ত –
- উচ্চ-মাধ্যমিক স্তর (H.S. Level)
- স্নাতক স্তর (U.G. Level)
- স্নাতকোত্তর স্তর (P.G. Level)
নবান্ন স্কলারশিপ ২০২৩ – আবেদনের যোগ্যতা
- ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্যের শিক্ষা বোর্ড বা সংসদ বা সাহায্যপ্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যথাক্রমে উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
- ন্যূনতম নম্বর
স্তর | ন্যূনতম নম্বর |
উচ্চ-মাধ্যমিক স্তর | মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম |
স্নাতক স্তর | উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম |
স্নাতকোত্তর স্তর | স্নাতক স্তরে (H) কমপক্ষে ৫০% কিন্তু ৫৩% এর কম |
- সর্বোচ্চ আয় – পারিবারিক আয় ১,২০,০০০ টাকার বেশি যেন না হয়।
- রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ বা ভাতা পেলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে না।
নবান্ন স্কলারশিপের পরিমান
প্রতি বছর ১০,০০০ টাকা। তবে তা কোর্সের উপর নির্ভরশীল।
নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের শেষ তারিখ
নবান্ন স্কলারশিপ ২০২৩ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ এর আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। কোর্সে ভর্তির পরেই সাধারণত আবেদন করতে হয়। তবে ৩১ শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন পত্র পাঠানো উচিত।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হয়। এর জন্য সাধারণ A4 সাইজের পেপারে একটি আবেদন লিখতে হয় এবং আবেদন পত্র সহ কাগজ পত্রগুলি পোষ্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদন পত্র।
- শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশীটের জেরক্স কপি।
- পারিবারিক ইনকাম সার্টিফিকেট (DM / SDO / BDO / Joint B.D.O. এর নীচে র্যাঙ্ক নয় এমন Group-A সরকারী অফিসার / পৌরসভার ক্ষেত্রে Executive Officer / কর্পোরেশনের ডেপুটি কমিশনার দ্বারা প্রদত্ত)।
- MP/MLA এর রেকোমেন্ডেশন লেটার (ছাত্রছাত্রীর পারিবারিক আয় লেখা থাকবে)।
- ছাত্রছাত্রীর স্ব-ঘোষণাপত্র (বর্তমানে ভর্তি হওয়া কোর্সের বিবরণ, সরকারী বা প্রাইভেট কোনো স্কলারশিপ পেয়েছে কিনা উল্লেখ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকবে)।
- ছাত্রছাত্রীর ব্যাঙ্ক পাশবুকের প্রথম পাতার জেরক্স কপি।
- ভর্তি ফি বা টুইশন ফি এর রসিদের জেরক্স কপি।
বি.দ্র. – জেরক্স কপিগুলি Group-A সরকারী অফিসার দ্বারা অ্যাটেস্টেড থাকতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা
নবান্ন স্কলারশিপ
Department of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’325, Sarat Chatterjee Road, Howrah – 711 102
উত্তরকন্যা স্কলারশিপ
Department of CMRF Scholarship, Office of the Chief Minister’s Mini Secretariat, ‘UTTARKANYA’, New Satellite Township, Fulbari , Near NJP Station , Jalpaiguri
এক নজরে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
স্কলারশিপের নাম | নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ |
প্রদানকারী কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী |
উদ্দেশ্য | ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া |
স্কলারশিপের পরিমান | প্রতি বছর ১০,০০০ টাকা |
আবেদনের শেষ তারিখ | কোনো শেষ তারিখ নেই |
আরও পড়ুন –
Kothai জমা দিতে হবে
আবেদনপত্র পাঠানোর ঠিকানাতে
আমি প্রথম বর্ষে উত্তরকন্যার টাকা পেয়েছি কিন্তু আমি এখন দ্বিতীয় বর্ষের ছাত্র, তবে আমি কি আবার এপ্লাই করতে পারব?