অষ্টম শ্রেণির জাতীয় পারদর্শিতার সমীক্ষা ২০২১ এর ভৌতবিজ্ঞান MCQ Adaptation Package

জাতীয় পারদর্শিতার সমীক্ষা ২০২১ – National Achievement Survey 2021 – NAS 2021

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার শিক্ষা পোর্টালে অষ্টম শ্রেণির জন্য যে MCQ Adaptation Package টি আপলোড করা রয়েছে সেটির শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যাসহ দেওয়া আছে।

ছাত্র-ছাত্রীদের প্রথমে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে তা বোঝার পর উত্তরটি দিতে হবে। উত্তর না পারলে Hint দেখে উত্তর করার চেষ্টা করতে হবে। তাতেও না পারলে শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিতে হবে।

প্রথমে কেউ উত্তর দেখবে না।

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন – পরিচিতি ও অনুশীলন

অষ্টম শ্রেণির ভৌতবিজ্ঞান

১. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো  –

  • (ক) 3 গুণ
  • (খ) 4 গুণ
  • (গ) 9 গুণ
  • (ঘ) 36 গুণ

Hint : মহাকর্ষ সূত্রানুসারে, মহাকর্ষ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। দূরত্ব কমলে মহাকর্ষ বল বর্গাকারে কমবে।

উত্তর: Show

(গ) 9 গুণ

২. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে —

  • (ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
  • (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
  • (গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
  • (ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির

Hint : যেহেতু দুটিই রাবারের বেলুন, তাই দুটি বেলুনেই সমজাতীয় তড়িৎ উৎপন্ন হবে। সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে

উত্তর: Show

(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির

৩. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো

  • (ক) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান
  • (খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
  • (গ) ডুবে-যাওয়া লোহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম।
  • (ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনো উর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি।

Hint : তরলের উপরে ভাসনের শর্ত – ওজন < প্লবতা , তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত – ওজন = প্লবতা , তরলে নিমজ্জনের শর্ত – ওজন > প্লবতা।

উত্তর: Show

(খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি

৪. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?

  • (ক) উপাদানের প্রকৃতির ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
  • (খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
  • (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না 
  • (ঘ) আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্রাম°C

Hint : আপেক্ষিক তাপ – কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1° বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ।

উত্তর: Show

(গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না

৫. নীচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?

  • (ক) চিনি
  • (খ) মোম
  • (গ) সোডিয়াম ক্লোরাইড
  • (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড

Hint : উর্ধ্বপাতন : তরল অবস্থায় প্রবেশ না করেই পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়া। উর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি পদার্থ হল – কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই-অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক অ্যাসিড ইত্যাদি।

উত্তর: Show

(ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড

৬. খোলা হাওয়ায় রাখা জলের উত্মতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে

  • (ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
  • (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
  • (গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
  • (ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ

Hint : প্রাথমিক পাঠ সেলসিয়াস থার্মোমিটারে 30 হলে, ফারেনহাইট থার্মোমিটারে পাঠ হবে 86

উত্তর: Show

(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

৭. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –

  • (ক) 35°
  • (খ) 45°
  • (গ) 55°
  • (ঘ) 65°

Hint : আলোকরশ্মি আয়নার তলের সঙ্গে 35° কোণে আপতিত হলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ অর্থাৎ আপতন কোণ = (90 – 35)° = 55° . প্রতিফলনের সূত্রানুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ।

উত্তর: Show

(গ) 55°

৮. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো  : লোহা 1530°C, গ্যালিয়াম 29.8°C, পারদ -39°C, সোনা 1063°C । এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো  –

  • (ক) লোহা
  • (খ) সোনা
  • (গ) পারদ
  • (ঘ) গ্যালিয়াম

Hint : ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে উষ্ণতা -39°C এর বেশি এবং 29.8°C এর কম হবে। যেহেতু উষ্ণতা -39°C এর বেশি, তাই পারদ তরল অবস্থাতেই থাকবে। তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে।

উত্তর: Show

(গ) পারদ

৯. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H), Cu । তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?

  • (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে
  • (খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে
  • (গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে
  • (ঘ) জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে

Hint : বেশি সক্রিয় ধাতুর মুক্ত অবস্থায় থাকার চেয়ে যৌগ হিসাবে থাকার প্রবণতা বেশি। সক্রিয়তার ক্রম – Ca > Zn > Fe > (H) > Cu

উত্তর: Show

(ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে

১০. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?

  • (ক) একই মৌলের সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন
  • (খ) ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে ভিন্ন
  • (গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরলানুপাতে যুক্ত হয়
  • (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে

Hint : ডালটনের পরমাণুবাদের স্বীকার্যগুলি পড়তে হবে।

উত্তর: Show

(ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে

১১. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলো –

  • (ক) HgCl
  • (খ) Hg2Cl2
  • (গ) HgCl2
  • (ঘ) Hg2Cl

Hint : মারকিউরিক এর যোজ্যতা 2, মারকিউরাস এর যোজ্যতা 1, ক্লোরাইডের যোজ্যতা 1

উত্তর: Show

(খ) Hg2Cl2

১২. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?

  • (ক) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
  • (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
  • (গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়
  • (ঘ) অনুঘটক গুঁড়ো করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়

Hint : অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়া শেষে অনুঘটকের ভর ও রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে। অনুঘটক বিক্রিয়া শুরু করে না।

উত্তর: Show

(খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না

১৩. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –

  • (ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
  • (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
  • (গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
  • (ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

Hint : তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক (-) প্রান্তের সঙ্গে এবং অ্যানোড ব্যাটারির ধনাত্মক (+)  প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। ক্যাথোডে ক্যাটায়ন এসে ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানোডে অ্যানায়ন এসে ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন গ্রহণ → বিজারণ এবং ইলেকট্রন বর্জন → জারণ।

উত্তর: Show

(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

১৪. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?

  • (ক) জোয়ারভাটা
  • (খ) বায়ুপ্রবাহ
  • (গ) কয়লা
  • (ঘ) সূর্য

Hint :

উত্তর: Show

(গ) কয়লা

১৫. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে?

  • (ক) কার্বন ডাইঅক্সাইড
  • (খ) মিথেন
  • (গ) নাইট্রাস অক্সাইড
  • (ঘ) ওজোন

Hint :

উত্তর: Show

(ক) কার্বন ডাইঅক্সাইড

আরও প্রশ্নের জন্য ক্লিক করুন

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *