জাতীয় পারদর্শিতার সমীক্ষা ২০২১ – National Achievement Survey 2021 – NAS 2021
পশ্চিমবঙ্গ সরকারের বাংলার শিক্ষা পোর্টালে অষ্টম শ্রেণির জন্য যে MCQ Adaptation Package টি আপলোড করা রয়েছে সেটির শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যাসহ দেওয়া আছে।
ছাত্র-ছাত্রীদের প্রথমে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে তা বোঝার পর উত্তরটি দিতে হবে। উত্তর না পারলে Hint দেখে উত্তর করার চেষ্টা করতে হবে। তাতেও না পারলে শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিতে হবে।
প্রথমে কেউ উত্তর দেখবে না।
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন – পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণির ভৌতবিজ্ঞান
১. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো –
- (ক) 3 গুণ
- (খ) 4 গুণ
- (গ) 9 গুণ
- (ঘ) 36 গুণ
Hint : মহাকর্ষ সূত্রানুসারে, মহাকর্ষ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। দূরত্ব কমলে মহাকর্ষ বল বর্গাকারে কমবে।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) 9 গুণ [/expand]
২. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে —
- (ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
- (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির
- (গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
- (ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
Hint : যেহেতু দুটিই রাবারের বেলুন, তাই দুটি বেলুনেই সমজাতীয় তড়িৎ উৎপন্ন হবে। সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির [/expand]
৩. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো –
- (ক) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান
- (খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
- (গ) ডুবে-যাওয়া লোহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম।
- (ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনো উর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি।
Hint : তরলের উপরে ভাসনের শর্ত – ওজন < প্লবতা , তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত – ওজন = প্লবতা , তরলে নিমজ্জনের শর্ত – ওজন > প্লবতা।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি [/expand]
৪. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?
- (ক) উপাদানের প্রকৃতির ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
- (খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
- (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
- (ঘ) আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্রাম°C
Hint : আপেক্ষিক তাপ – কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1° বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না [/expand]
৫. নীচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়?
- (ক) চিনি
- (খ) মোম
- (গ) সোডিয়াম ক্লোরাইড
- (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
Hint : উর্ধ্বপাতন : তরল অবস্থায় প্রবেশ না করেই পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়া। উর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি পদার্থ হল – কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই-অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক অ্যাসিড ইত্যাদি।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড [/expand]
৬. খোলা হাওয়ায় রাখা জলের উত্মতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে –
- (ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
- (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
- (গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
- (ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ
Hint : প্রাথমিক পাঠ সেলসিয়াস থার্মোমিটারে 30 হলে, ফারেনহাইট থার্মোমিটারে পাঠ হবে 86
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ [/expand]
৭. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে –
- (ক) 35°
- (খ) 45°
- (গ) 55°
- (ঘ) 65°
Hint : আলোকরশ্মি আয়নার তলের সঙ্গে 35° কোণে আপতিত হলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ অর্থাৎ আপতন কোণ = (90 – 35)° = 55° . প্রতিফলনের সূত্রানুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) 55° [/expand]
৮. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো : লোহা 1530°C, গ্যালিয়াম 29.8°C, পারদ -39°C, সোনা 1063°C । এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো –
- (ক) লোহা
- (খ) সোনা
- (গ) পারদ
- (ঘ) গ্যালিয়াম
Hint : ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে উষ্ণতা -39°C এর বেশি এবং 29.8°C এর কম হবে। যেহেতু উষ্ণতা -39°C এর বেশি, তাই পারদ তরল অবস্থাতেই থাকবে। তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) পারদ [/expand]
৯. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H), Cu । তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে?
- (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে
- (খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহা যোগ করলে
- (গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে
- (ঘ) জিঙ্ক সালফেট দ্রবণে লোহা যোগ করলে
Hint : বেশি সক্রিয় ধাতুর মুক্ত অবস্থায় থাকার চেয়ে যৌগ হিসাবে থাকার প্রবণতা বেশি। সক্রিয়তার ক্রম – Ca > Zn > Fe > (H) > Cu
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে [/expand]
১০. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয়?
- (ক) একই মৌলের সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন
- (খ) ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে ভিন্ন
- (গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরলানুপাতে যুক্ত হয়
- (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে
Hint : ডালটনের পরমাণুবাদের স্বীকার্যগুলি পড়তে হবে।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে [/expand]
১১. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলো –
- (ক) HgCl
- (খ) Hg2Cl2
- (গ) HgCl2
- (ঘ) Hg2Cl
Hint : মারকিউরিক এর যোজ্যতা 2, মারকিউরাস এর যোজ্যতা 1, ক্লোরাইডের যোজ্যতা 1
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) Hg2Cl2 [/expand]
১২. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?
- (ক) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
- (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
- (গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়
- (ঘ) অনুঘটক গুঁড়ো করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়
Hint : অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়া শেষে অনুঘটকের ভর ও রাসায়নিক সংযুতি অপরিবর্তিত থাকে। অনুঘটক বিক্রিয়া শুরু করে না।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না [/expand]
১৩. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –
- (ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
- (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
- (গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
- (ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
Hint : তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক (-) প্রান্তের সঙ্গে এবং অ্যানোড ব্যাটারির ধনাত্মক (+) প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। ক্যাথোডে ক্যাটায়ন এসে ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানোডে অ্যানায়ন এসে ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন গ্রহণ → বিজারণ এবং ইলেকট্রন বর্জন → জারণ।
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে [/expand]
১৪. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?
- (ক) জোয়ারভাটা
- (খ) বায়ুপ্রবাহ
- (গ) কয়লা
- (ঘ) সূর্য
Hint :
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) কয়লা [/expand]
১৫. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে?
- (ক) কার্বন ডাইঅক্সাইড
- (খ) মিথেন
- (গ) নাইট্রাস অক্সাইড
- (ঘ) ওজোন
Hint :
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) কার্বন ডাইঅক্সাইড [/expand]
আরও পড়ুনঃ
- ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১
- ডিজিটাল হেলথ আইডি কার্ড | আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (Ayushman Bharat Digital Mission)
- ই-শ্রম পোর্টাল (e-Shram Portal) এর মাধ্যমে ২ লক্ষ টাকা বীমা | ই-শ্রম কার্ড
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প | Lakshmir Bhandar Scheme in Bengali
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও