দশম শ্রেণির জাতীয় পারদর্শিতার সমীক্ষা ২০২১ এর ভৌতবিজ্ঞান MCQ Adaptation Package

জাতীয় পারদর্শিতার সমীক্ষা ২০২১ – National Achievement Survey 2021 – NAS 2021

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার শিক্ষা পোর্টালে দশম শ্রেণির জন্য যে MCQ Adaptation Package টি আপলোড করা রয়েছে সেটির শুধুমাত্র ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যাসহ দেওয়া আছে।

ছাত্র-ছাত্রীদের প্রথমে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে তা বোঝার পর উত্তরটি দিতে হবে। উত্তর না পারলে Hint দেখে উত্তর করার চেষ্টা করতে হবে। তাতেও না পারলে শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিতে হবে।

প্রথমে কেউ উত্তর দেখবে না।

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন – পরিচিতি ও অনুশীলন

দশম শ্রেণির ভৌতবিজ্ঞান

১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ? –

  • (ক) নাইট্রোজেন
  • (খ) অক্সিজেন
  • (গ) নাইট্রাস অক্সাইড
  • (ঘ) হাইড্রোজেন

Hint: গ্রিনহাউস গ্যাসের নাম ও প্রভাব

গ্রিনহাউস গ্যাসের নাম প্রভাব
কার্বন ডাই অক্সাইড (CO2) 50%
মিথেন (CH4)19%
ক্লোরোফ্লুরোকার্বন (CFCl3, CF2Cl2, …)16%
ওজোন (O3)8%
নাইট্রাস অক্সাইড (N2O)5%
জলীয় বাষ্প (H2O)2%

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) নাইট্রাস অক্সাইড [/expand]

২. যে গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –

  • (ক) 3 g/mol
  • (খ) 6 g/mol
  • (গ) 32 g/mol
  • (ঘ) 48 g/mol

Hint :  দ্বিতীয় গ্যাসের সাপেক্ষে প্রথম গ্যাসের বাষ্পঘনত্ব = প্রথম গ্যাসের আণবিক গুরুত্ব / দ্বিতীয় গ্যাসের আণবিক গুরুত্ব

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) 48 g/mol [/expand]

৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে –

  • (ক) সদ্ ও অবশীর্ষ
  • (খ) অসদ্ ও অবশীর্ষ
  • (গ) সদ্ ও সমশীর্ষ
  • (ঘ) অসদ্ ও সমশীর্ষ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) অসদ্ ও সমশীর্ষ [/expand]

৪. কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে –

  • (ক) f cm
  • (খ) 2f cm
  • (গ) f/2 cm
  • (ঘ) f/4 cm

Hint :  বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুন অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ = 2 × ফোকাস দৈর্ঘ্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) 2f cm [/expand]

৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো –

  • (ক) লাল
  • (খ) নীল
  • (গ) হলুদ
  • (ঘ) বেগুনি

Hint :

যেখানে A ও B ধ্রুবক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমলে প্রতিসরাঙ্ক বাড়ে। বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম : বেগুনি < নীল < আকাশি < সবুজ < হলুদ < কমলা < লাল

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) বেগুনি [/expand]

৬. A, B ও C তিনটি জলীয় দ্রবণের pH যথাক্রমে 3, 9 ও 6. এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো –

  • (ক) A < B < C
  • (খ) B < C < A
  • (গ) C < B < A
  • (ঘ) A < C < B

Hint : আম্লিকতা বাড়লে pH কমে এবং আম্লিকতা কমলে pH বাড়ে।

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) B < C < A [/expand]

৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –

  • (ক) Wm-1
  • (খ) WmK-1 
  • (গ) Wm-1K-1 
  • (ঘ) WmK

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) Wm-1K-1[/expand]

৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –

  • (ক) তিনগুণ হবে
  • (খ) নয়গুণ হবে
  • (গ) ছয়গুণ হবে
  • (ঘ) বারোগুণ হবে

Hint : তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র : H ∝ I2Rt, H – পরিবাহীতে উৎপন্ন তাপ, I – প্রবাহমাত্রা, R – পরিবাহীর রোধ, t – তটিৎ প্রবাহের সময়।  

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) নয়গুণ হবে [/expand]

৯. 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো –

  • (ক) 16 ওহম
  • (খ) ৪ ওহম
  • (গ) 3 ওহম
  • (ঘ) 2 ওহম

Hint : শ্রেণি সমবায়ের তুল্য রোধ – R = R1 + R2 + ….,  সমান্তরাল সমবায়ের তুল্য রোধ –

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) 3 ওহম [/expand]

১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে –

  • (ক) ইলেকট্রন
  • (খ) শুধু ক্যাটায়ন
  • (গ) শুধু অ্যানায়ন
  • (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই [/expand]

১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই? –

  • (ক) NaCl
  • (খ) NaH
  • (গ) LiH
  • (ঘ) LiCl

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) LiH [/expand]

১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো –

  • (ক) J mol K
  • (খ) J mol-1
  • (গ) J mol K-1 
  • (ঘ) J mol-1 K-1

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) J mol-1 K-1[/expand]

১৩. উয়তা বাড়লে কোনো অর্ধপরিবাহীর রোধাঙ্ক –

  • (ক) বেড়ে যায়
  • (খ) কমে যায়
  • (গ) অপরিবর্তিত থাকে
  • (ঘ) প্রথমে বাড়ে তারপরে কমে যায়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) কমে যায় [/expand]

১৪. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে –

  • (ক) তর্জনী প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
  • (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
  • (গ) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
  • (ঘ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায় [/expand]

১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো –

  • (ক) কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক
  • (খ) কোনো পর্যায়ে নোেবল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক
  • (গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক
  • (ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক [/expand]

১৬. 24 g কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP- তে তার আয়তন হবে –

  • (ক) 2.24 L
  • (খ) 22.4L
  • (গ) 33.6 L
  • (ঘ) 44.8 L

Hint : C + O2 = CO2, 12 g কার্বনের …… CO2 এর আয়তন – 22.4 L

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ঘ) 44.8 L [/expand]

১৭. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হলো –

  • (ক) প্রোপান-1-অল  
  • (খ) প্রোপান-2-অল  
  • (গ) প্রোপানোন  
  • (ঘ) প্রোপানোয়িক অ্যাসিড  

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (খ) প্রোপান-2-অল [/expand]

১৮. যে যৌগটি ব্রোমিন–কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো –

  • (ক) C2H6 
  • (খ) C2H4 
  • (গ) C2H2 
  • (ঘ) C3H6 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] (ক) C2H6 [/expand]

Leave a Comment