ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা (National Means-cum-Merit Scholarship Examination – NMMSE) বা NMMS পরীক্ষা হল ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পাওয়ার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।
অষ্টম শ্রেণির যোগ্য ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষার মাধ্যমে প্রতি বছর নির্বাচিত এক লক্ষ নবম শ্রেণির ছাত্র-ছাত্রীকে বার্ষিক12,000 টাকা বৃত্তি প্রদান করা হয়।
পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা দপ্তর (Directorate of School Education) এই পরীক্ষার ব্যবস্থাপনা করে।
Table of Contents
NMMS পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria for NMMSE)
1) শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নেই এমন মাদ্রাসা সহ স্বীকৃত সরকারী বিদ্যালয় / সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় / স্থানীয় সংস্থা এবং সরকারী স্পনসর্ড বিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।
2) কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নভোদয় বিদ্যালয় এবং রাজ্য সরকারের আবাসিক স্কুল বা কোনো বেসরকারী স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য যোগ্য নয়।
3) অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় 55% বা তার বেশি নম্বর পেয়েছে (SC, ST, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 5% ছাড়) তারা NMMS পরীক্ষায় অংশ নিতে পারবে।
4) সমস্ত উৎস থেকে পিতামাতার বার্ষিক আয় 3,50,000/- টাকার কম হতে হবে। বার্ষিক আয়ের প্রমাণ হিসাবে বেতনভোগী ব্যক্তির জন্য আগের অর্থবর্ষের {2023-2024 অর্থাৎ 01-04-2023 থেকে 31-03-2024} ‘Employer Certificate’ এবং বাকিদের জন্য কোনো গেজেটেড অফিসারের ( অন্ততপক্ষে Jt. B.D.O / Executive Officer (কর্পোরেশন এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে)) কাছ থেকে প্রাপ্ত ‘Income Certificate’ ।
NMMSE 2024 এর তারিখ
ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা 2024 বা NMMSE 2023 এর তারিখ 15-12-2024
NMMSE 2024 এর আবেদনের তারিখ Last date to apply in West Bengal
আবেদন আরম্ভ | 15-07-2024 |
আবেদন শেষ | 14-08-2024 |
NMMS পরীক্ষার ধরণ (Examination Pattern of NMMSE)
প্রতিটি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMS স্কলারশিপ) পাওয়ার যোগ্য শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য নিজস্ব পরীক্ষা করবে। রাজ্য স্তরের পরীক্ষা গঠিত হতে পারে নিম্নলিখিত দুটি পরীক্ষা নিয়ে –
- Mental Ability Test (MAT)
- Scholastic Aptitude Test (SAT)
সমস্ত প্রশ্নই MCQ ধরণের। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
টেস্টের নাম | ধরণ | নম্বর | প্রশ্ন সংখ্যা (টি) | স্থায়িত্ব (মিনিট) |
Mental Ability Test (MAT) | MCQ | 90 | 90 | 90 |
Scholastic Aptitude Test (SAT) | MCQ | 90 | 90 | 90 |
NMMSE এর সিলেবাস (Syllabus of NMMSE)
NMMSE এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে পরীক্ষার প্রশ্ন সপ্তম শ্রেণি (VII) এবং অষ্টম শ্রেণির (VIII) মানের।
টেস্টের নাম | বিষয় |
Mental Ability Test (MAT) | Verbal and Non-Verbal Meta-Cognitive Abilities like Reasoning and Critical Thinking, Analogy, Classification, Numerical Series, Pattern Perception, Hidden Figures etc. |
Scholastic Aptitude Test (SAT) | Mathematics , Science (Physical Science & Life Science), Social Studies (History & Geography) |
NMMSE এর আবেদন পদ্ধতি
এই পরীক্ষার জন্য আবেদন অনলাইনে করতে হয়। আবেদন 17-07-2024 তারিখ থেকে আরম্ভ হবে।
NMMSE 2024 আবেদনের জন্য ক্লিক করুন।
NMMSE 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড
ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা 2024 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ ঘোষণা হয়নি।
NMMS পরীক্ষার ফলাফল ঘোষনা (Declaration of Results of NMMS Examination)
শিক্ষার্থীদের কমপক্ষে 40% নম্বর সহ দুটি পরীক্ষা অর্থাৎ (MAT এবং SAT) পাস করতে হবে। সংরক্ষিত বিভাগের জন্য এই কাট অফটি হবে 32% নম্বর।
FAQ on NMMSE 2024 West Bengal
পশ্চিমবঙ্গে NMMS পরীক্ষা 2023 কবে হবে?
15-12-2024
NMMSE 2024 কারা দিতে পারবে?
পশ্চিমবঙ্গের 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রী
ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা 2024 এর জন্য কবে থেকে আবেদন করা যাবে?
15-07-2024
NMMSE 2024 আবেদনের শেষ তারিখ কবে?
14-08-2024
একনজরে ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা 2024 – NMMSE 2024
পরীক্ষার নাম | ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা |
আয়োজনকারী সংস্থা | বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল ওয়েবসাইট | scholarships.wbsed.gov.in |
পরীক্ষার্থী | পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রী |
সুবিধা | ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপের জন্য নির্বাচিত হবে |
পরীক্ষায় আবেদনের তারিখ | 15-07-2024 থেকে 14-08-2024 |
অ্যাডমিট কার্ড ডাউনলোড | ** |
পরীক্ষার তারিখ | 15-12-2024 |
ফলাফল ঘোষণার তারিখ | ** |
আরও পড়ুন
- ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ ২০২২ | National Means-cum-Merit Scholarship 2022
- কীভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়? পরবর্তী সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের নাম কী হবে?
- অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – মক টেস্ট
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও