ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কীম – National Talent Search Scheme – NTS Scheme

ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কীম – National Talent Search Scheme – NTS Scheme  হল শিক্ষার্থীদের মেধা অন্বেষনের ভারত সরকারের (Government of India) একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পটি 1963 সাল থেকে শুরু হয়েছে। এই স্কীমের আওতায় প্রতি বছর NCERT দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা (National Talent Search Examination – NTSE) সংঘটিত করে।

এটি দুই পর্যায় বিশিষ্ট সিলেকশন পদ্ধতি।

প্রথম পর্যায়ঃ প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষাটি রাজ্য সংঘটিত করে যা স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা (State Level National Talent Search Examination) নামে পরিচিত।

দ্বিতীয় পর্যায়ঃ দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষাটি NCERT সংঘটিত করে। প্রতিটি রাজ্যের প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রাজ্যের কোটা অনুসারে মেরিট লিস্ট করা হয়। মেরিট লিস্টেড শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটিতে অংশগ্রহন করে।

Stage-I : State Level National Talent Search Examination :

1) State Level NTS পরীক্ষার  জন্য যোগ্যতার  মানদণ্ড (Eligibility Criteria for State Level NTSE) :→

  • শিক্ষার্থীদের স্বীকৃত সরকারী বিদ্যালয় / মাদ্রাসা / সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় / সরকারী স্পনসর্‌ড বিদ্যালয় যা W.B.B.S.E. / W.B.B.M.E. / I.C.S.E. / C.B.S.E এর অন্তর্ভুক্ত এবং West Bengal Council of Rabindra Open Schooling / NIOS এর অধীনস্থ Open Distance Learning Study Centre গুলিতে অধ্যয়নরত থাকতে হবে।
  • দশম শ্রেণির শিক্ষার্থীরা যারা নবম শ্রেণির অথবা pre-10th standard এর চূড়ান্ত পরীক্ষায় 50% বা তার বেশি [General এবং Economically Weaker Section (EWS) এর ক্ষেত্রে] নম্বর পেয়েছে (SC, ST, OBC Non-Creamy Layer, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 40%) তারা NTS পরীক্ষায় অংশ নিতে পারবে।
  • Open Distance Learning Study Centre গুলিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স 18 বছরের কম (1st July এর হিসাবে, যেমন NTS-2020 এর ক্ষেত্রে 1st July 2019 এর হিসাবে) হতে হবে, এমপ্লয়েড হতে হবে এবং মাধ্যমিক বা 10th standard এর পরীক্ষা যেন প্রথম বারের জন্য দেয়।

2) State Level NTS পরীক্ষার  জন্য কিভাবে আবেদন করা হয় (How to apply State Level NTSE) :→

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের স্কলারশিপ পোর্টালের (Scholarships Portal – School Education Department) অফিসিয়াল ওয়েবসাইট  https://scholarships.wbsed.gov.in/  মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।

3) State Level NTS পরীক্ষার  মাধ্যম (Medium of State Level NTSE) :→

পরীক্ষার মাধ্যম প্রতিটি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমগুলি হল – বাংলা

4) State Level NTS পরীক্ষার  ফী (Fee State Level NTS Examination):→

প্রতিটি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল আবেদনের জন্য ফী নিতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষার জন্য বিনামূল্যে আবেদন করা যায়।

5) State Level NTS পরীক্ষার ধরণ ও সময় (Types and Duration of State Level NTS Examination) :→

রাজ্য স্তরের লিখিত পরীক্ষা একই দিনে দুটি সেশনে (NTS-2020 থেকে) হয়। পরীক্ষার সেশনগুলি হল –

(i) Mental Ability Test (MAT)

(ii) Scholastic Aptitude Test (SAT)

টেস্টের নাম

ধরণ পূর্ণমান প্রশ্ন সংখ্যা সময় (মিনিট)
Mental Ability Test (MAT) Objective / MCQ 100 100

120

Scholastic Aptitude Test (SAT)

Objective / MCQ 100 100 120

6) State Level NTS পরীক্ষার সিলেবাস (Syllabus of State Level NTS Examination) :→

State Level NTS পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। পরীক্ষার স্ট্যান্ডার্ড নবম ও দশম শ্রেণির স্ট্যান্ডার্ড।

  • Mental Ability Test (MAT) :

Verbal and Non-Verbal Meta-Cognitive Abilities like Reasoning and Critical Thinking, Analogy, Classification, Numerical Series, Pattern Perception, Hidden Figures etc.

  • Scholastic Aptitude Test (SAT) :

Subject :  1) Mathematics, 2) Physics, 3) Chemistry, 4) Biology, 5) History, 6) Geography, 7) Political science, 8) Economics.

বিঃদ্রঃ – সাধারণত প্রতিটি প্রশ্ন 1 নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকে না। 

7) State Level NTS পরীক্ষার কোয়ালিফাইং মার্ক (Qualifying Marks of State Level NTS Examination):→

জেনারেল / OBC(Non-Creamy Layer) / EWS ক্যাটাগরির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্ক 40% । সংরক্ষিত বিভাগের (SC, ST, Physically Disabled) জন্য কোয়ালিফাইং মার্ক 32% । MAT এবং SAT প্রতিটিতে আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে।

Stage-II : National Level National Talent Search Examination :

1) National Level NTS পরীক্ষার  জন্য যোগ্যতার  মানদণ্ড (Eligibility Criteria for National Level NTS Examination) :→

ভারতে বা বিদেশে পাঠরত দশম শ্রেণির ভারতীয় শিক্ষার্থীরা  National Level NTS পরীক্ষা দেওয়ার যোগ্য।

·         ভারতে পাঠরত শিক্ষার্থীঃ প্রতিটি রাজ্যের প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রাজ্যের কোটা অনুসারে মেরিট লিস্ট করা হয়। মেরিট লিস্টেড শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটিতে অংশগ্রহন করে।  NCERT  www.ncert.nic.in পোর্টালের মাধ্যমে পরীক্ষার রোল নম্বর, সেন্টার, তারিখ ও সময় জানিয়ে দেয়।

·         বিদেশে পাঠরত শিক্ষার্থীঃ প্রথম পর্যায়ের পরীক্ষা দিতে হয় না। সরাসরি National Level NTS পরীক্ষাতে বসার সুযোগ পায় তবে শিক্ষার্থীকে পূর্বের চূড়ান্ত পরীক্ষায় 60% নম্বর পেতে হবে। যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে প্রতিষ্ঠানের প্রধান মারফত নবম শ্রেণির মার্কশীট সহ The Head, Department of Educational Survey Division, NCERT, New Delhi-110016 –এর কছে আবেদন করতে হবে। আবেদনটি উদ্দিষ্ট বছরের 31 শে ডিসেম্বরের মধ্যে করতে হবে।

2) National Level NTS পরীক্ষার  মাধ্যম (Medium of National Level NTS Examination) :→

পরীক্ষার মাধ্যমগুলি হল – Asamiya, Bangla, English, Gujarati, Hindi, Kannada, Marathi, Malayalam, Odia, Punjabi, Tamil, Telugu এবং Urdu । পরীক্ষার্থী কোন্‌ ভাষাতে পরীক্ষা দিতে চায় তা পরীক্ষার আবেদনের সময়ই নির্বাচন করতে হয়। একবার নির্বাচন করার পর তা দ্বিতীয়বার পরিবর্তন করা যায় না।

3) National Level NTS পরীক্ষার  ফী (Fee National Level NTS Examination):→

পরীক্ষা বিনামূল্যে দেওয়া যায়।

4) State Level NTS পরীক্ষার ধরণ ও সময় (Types and Duration of State Level NTS Examination) :→

লিখিত পরীক্ষা একই দিনে দুটি সেশনে (NTS-2020 থেকে) হয়। পরীক্ষার সেশনগুলি হল –

(i) Mental Ability Test (MAT)

(ii) Scholastic Aptitude Test (SAT)

টেস্টের নাম

ধরণ পূর্ণমান প্রশ্ন সংখ্যা সময় (মিনিট)
Mental Ability Test  (MAT) Objective / MCQ 100 100

120

Scholastic Aptitude Test (SAT)

Objective / MCQ 100 100

120

5) National Level NTS পরীক্ষার সিলেবাস (Syllabus of National Level NTS Examination) :→

National Level NTS পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। পরীক্ষার স্ট্যান্ডার্ড নবম ও দশম শ্রেণির স্ট্যান্ডার্ড।

  • Mental Ability Test (MAT) :

Verbal and Non-Verbal Meta-Cognitive Abilities like Reasoning and Critical Thinking, Analogy, Classification, Numerical Series, Pattern Perception, Hidden Figures etc.

  • Scholastic Aptitude Test (SAT) :

                                Science – 40, Social Science – 40, Mathematics – 20

বিঃদ্রঃ – সাধারণত প্রতিটি প্রশ্ন 1 নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকে না।

6) National Level NTS পরীক্ষার কোয়ালিফাইং মার্ক (Qualifying Marks of National Level NTS Examination):→

জেনারেল / OBC(Non-Creamy Layer) / EWS ক্যাটাগরির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্ক 40% । সংরক্ষিত বিভাগের (SC, ST, Physically Disabled) জন্য কোয়ালিফাইং মার্ক 32% । MAT এবং SAT প্রতিটিতে আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে

স্কলারশিপ (Scholarship):→

Stage-II NTS পরীক্ষার ভিত্তিতে সারা ভারতে 2,000 জনকে স্কলারশিপ দেওয়া হয়।

  • XI-XII : 1250/- per month
  • Undergraduate & Post Graduates.  : 2000/- per month
  • Ph. D : UGC এর নিয়ম অনুসারে

Stage-II NTS পরীক্ষায় রাজ্যের কোটা :→

276+ tie-up cases (with last cut off marks)

সংরক্ষন (Reservation in NTS):→

State Level এবং National Level উভয়ক্ষেত্রে নিম্নরূপে সংরক্ষন হয়।

SC

15%
ST

7.5%

OBC (Non-Creamy Layer)

27%

Economically Weaker Section (EWS)

10%

Physically Challenged (40% and above)

4%

 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

2 thoughts on “ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কীম – National Talent Search Scheme – NTS Scheme”

Leave a Comment