পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক চালান | New Account No. of WBBSE, Bank Challan
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক চালান, WBBSE নতুন অ্যাকাউন্ট নম্বর, WBBSE নতুন ব্যাঙ্ক চালান ডাউনলোড (New Account No. of WBBSE, Bank Challan)
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ১৯-০৮-২০২১ তারিখ পর্ষদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত বিদ্যালয়ে দশম শ্রেণি পড়ানো হয় সেই সমস্ত বিদ্যালয়ের প্রধানকে জানানো হয়েছে বোর্ডের সমস্ত রকম ফি এই নতুন অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
ব্যাঙ্কের নাম | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
অ্যাকাউন্টের নাম | West Bengal Board of Secondary Education – General Fund |
অ্যাকাউন্ট নম্বর | 40334068836 |
IFSC | SBIN0012361 |
নোডাল ব্রাঞ্চ | Salt Lake, Sector-II (12361), Kolkata-91 |
এর পর থকে বোর্ডের সঙ্গে সমস্ত transaction পুরানো অ্যাকাউন্টের পরিবর্তে নতুন অ্যাকাউন্টে হবে।
WBBSE নতুন ব্যাঙ্ক চালান ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন –
একাদশ শ্রেণি ২০২১ এর মূল্যায়ন পদ্ধতি | Evaluation Procedure for Class-XI 2021
উচ্চ-মাধ্যমিক সিলেবাস ২০২২ : সমস্ত বিষয়ের কোন কোন অংশ বাদ | HS Syllabus 2022
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২২ : বিষয়ভিত্তিক বাদ যাওয়া অংশ