ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ (NMMSE 2021) ২০-০২-২০২২ তারিখ হবে। এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
NMMSE ২০২১ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ
NMMSE ২০২১ পরীক্ষার অ্যাডমিট কার্ড ০৫-০২-২০২২ থেকে ১৮-০২-২০২২ তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
কিভাবে NMMSE ২০২১ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়?
১) প্রথমে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩) “Download Admit Card” অপশনে ক্লিক করলেই pdf আকারে NMMSE ২০২১ অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী
১) পরীক্ষা আরম্ভ হওয়ার অন্ততপক্ষে ১ ঘন্টা ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। সকাল ৯ টার সময় উপস্থিত হতে হবে। সকাল ১০ টা ৩০ মিনিটে পরীক্ষা আরম্ভ হবে।
২) অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষাতে বসা যাবে না।
৩) বিদ্যালয়ের ID কার্ড নিয়ে যেতে হবে। ID কার্ড না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তাতে পরীক্ষার্থীর ছবি (অ্যাডমিট কার্ডে যে ছবি আছে) দিয়ে HOI এর অ্যাটেস্টেড করা থাকবে।
৪) পরীক্ষার্থীরা শুধুমাত্র নিম্নলিখিত যেগুলি নিয়ে পরীক্ষা-হলে ঢুকতে পারবে –
- অ্যাডমিট কার্ড
- বিদ্যালয়ের ID কার্ড / বিদ্যালয়ের সার্টিফিকেট
- সাধারণ কালো বল পেন (Black Ball Point Pen)
- হাত ধোয়ার স্যানিটাইজার
- জলের বোতল এবং টিফিন
- তিনটি স্তরবিশিষ্ট মাস্ক বা ভাল্ববিহীন N-৯৫ মাস্ক
৫) পরীক্ষার্থীরা যেগুলি নিয়ে যাবে না –
- ক্যালকুলেটর বা অন্য কোনো গনকযন্ত্র
- গণিত বা ভৌতবিজ্ঞানের কোনো সারণি
- মোবাইল ফোন
৬) NMMS পরীক্ষা ২০-০২-২০২২ তারিখে দুটি হাফে হবে।
- Mental Ability Test (MAT) – সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
- Scholastic Aptitude Test (SAT) – দুপুর ১ টা থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত।
৭) OMR উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম লিখতে হবে কিন্তু রোল নম্বর কালো বল পেন দিয়ে এনকোড করতে হবে। চারটি অপশনের মধ্যে সঠিকটিকে বেছে শুধুমাত্র কালো বল পেন দিয়ে নির্দেশ অনুসারে চিহ্নিত করতে হবে।
৮) প্রশ্নপত্রে শুধুমাত্র রোল নম্বর লিখতে হবে, কোনোভাবেই নাম লেখা যাবে না।
কোভিড-১৯ এর জন্য নির্দেশাবলী
৯) একজন পরীক্ষার্থীর সঙ্গে শুধুমাত্র একজন সঙ্গী যেতে পারবে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শুধুমাত্র পরীক্ষার্থী প্রবেশপথে উপস্থিত থাকবে।
১০) ভিড় এড়ানোর জন্য কোন্ রোল নম্বর কোন্ রুমে আছে তার কোনো তালিকা বাইরে দেওয়া থাকবে না।
১১) প্রবেশ করার আগে হাত স্যানিটাইজ করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশের সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। সেন্টারে স্টাফ পরীক্ষার্থীকে রুমে পৌঁছানোর জন্য সাহায্য করবেন।
১২) Attendance Sheet এ স্বাক্ষর করার আগে পরীক্ষার্থীকে অবশ্যই হাত স্যানিটাইজ করতে হবে।
১৩) একটি হাফ শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বাইরে বেরাতে পারবে। তবে ইনভিজিলেটর বেরানোর নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটে বসে থাকতে হবে।
প্রত্যেককে সামাজিক দূরত্বের নিয়মসহ সমস্ত কোভিড-১৯ প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।
আরও পড়ুন
- ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ | National Means-cum-Merit Scholarship Examination 2021 – NMMSE 2021 in Bengali
- ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও