পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড ২০২১ | Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child 2021 in Bengali
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড ২০২১ (Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child 2021) – আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিষয়ে লেখা হয়েছে।
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ হল স্নাতকোত্তর স্তরে (Post Graduate) শিক্ষা লাভ করার জন্য UGC (University Grants Commission) –এর উদ্দোগে পরিবারের একমাত্র কন্যা সন্তান (Single Girl Child) এরকম ছাত্রীদের আর্থিক সহায়তা দানের জন্য একটি স্কলারশিপ।
স্নাতকোত্তর স্তরে পাঠরতা প্রথম বর্ষের ছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারে।
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ – আবেদনের যোগ্যতা
- ছাত্রীকে পরিবারের একমাত্র কন্যা সন্তান (Single Girl Child) হতে হবে। পরিবারটিতে আর কোনো পুত্র বা কন্যা সন্তান থাকবে না।
- ছাত্রীকে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় বা PG কোর্স পড়ানো হয় এমন কলেজে regular এবং Full-Time স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- দূর-শিক্ষার (Distance Education Mode) মাধ্যমে স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন যোগ্য নয়।
- স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষে ভর্তির সময় ছাত্রীর বয়স ৩০ বছরের বেশি যেন না হয়।
- রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ যেমন – প্রগতি স্কলারশিপ (Pragati Scholarships), সক্ষম স্কলারশিপ (Saksham Scholarship), PMSSS (Prime Minister’s Special Scholarship Scheme) ইত্যাদি পেয়ে থাকলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের প্রকৃতি
- UGC Act এর ২(f) & ১২(B) সেকশনের অন্তর্ভুক্ত সমস্ত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান / কলেজ।
- UGC Act,১৯৫৬ এর ৩ সেকশনের অন্তর্ভুক্ত ডীমড ইউনিভার্সিটি। কেন্দ্র বা রাজ্য সরকারের আর্থিক সাহায্য পায় না এইরকম ইউনিভার্সিটি যোগ্য নয়।
- কেন্দ্র বা রাজ্য সরকারের আর্থিক সাহায্য প্রাপ্ত ইউনিভার্সিটি।
- জাতীয় প্রতিষ্ঠান।
ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের পরিমান
স্কলারশিপ কেবলমাত্র ২ বছর দেওয়া হয়। প্রতি বছর ৩৬,২০০ টাকা ফেলোশিপ দেওয়া হয়।
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ কত জনকে দেওয়া হয়?
প্রতি বছর নতুন ৩,০০০ জন ছাত্রীকে (সিঙ্গেল গার্ল চাইল্ড) পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ দেওয়া হয়।
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ২০২১ আবেদনের শেষ তারিখ
পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ২০২১ এর আবেদন আরম্ভ হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ৩০-১১-২০২১।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য ন্যাশন্যাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদনের সময় কী কী কাগজপত্র আপলোড করতে হবে?
- পূর্ববর্তী মার্কশীট
- ব্যাঙ্ক পাশবুকের প্রথম পৃষ্ঠা
- ছবি
- আধার কার্ড
- জয়েনিং রিপোর্ট (Annexure-I)
- সিঙ্গেল গার্ল চাইল্ড হওয়ার হলফনামা (Affidavit) (Annexure-II)
স্কলারশিপ রিনিউয়াল
- প্রতি বছর National Scholarship Portal এর মাধ্যমে অনলাইনে রিনিউয়াল করতে হয়।
- কোনো ছাত্রছাত্রী পরবর্তী শ্রেণি / স্তরে প্রমোটেড না হলে স্কলারশিপ বন্ধ হয়ে যায়।
- পড়াশোনার কোর্স পরিবর্তন করা যায় না।
একনজরে পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড ২০২১
স্কলারশিপের নাম | পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড |
বর্ষ | ২০২১ |
আবেদন আরম্ভ | আরম্ভ হয়ে গেছে |
আবেদন শেষ | ৩০-১১-২০২১ |
স্কলারশিপের পরিমান | বার্ষিক ৩৬,২০০ টাকা |
আবেদনকারী | স্নাতকোত্তর স্তরে পাঠরতা প্রথম বর্ষের ছাত্রীরা (সিঙ্গেল গার্ল চাইল্ড) |
অফিসিয়াল ওয়েবসাইট | https://scholarships.gov.in/ |
FAQ
“incentive”
না। শুধুমাত্র একজন কন্যা থাকলে আবেদন যোগ্য। কিন্তু যমজ কন্যাসন্তান আবেদন করতে পারবে।
হ্যাঁ, আবেদন করা যাবে।
না, আবেদন করতে গেলে regular এবং Full-Time স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
না। আবেদন প্রথম বর্ষে করতে হয়। স্কলারশিপের জন্য নির্বাচিত হলে দ্বিতীয় বর্ষে রিনিউয়াল করতে হয়।
হ্যাঁ। অন্য সমস্ত স্কলারশিপ নেওয়া যাবে কারণ এটি প্রকৃতপক্ষে Incentive.
আরও পড়ুন –