পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ হল OBC / SC / ST ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরবর্তী (Post-Secondary / Post-Matriculation) ধাপে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ স্কিম।
এটিকে অনেকসময় OASIS স্কলারশিপ বলা হয়। এটি শুধুমাত্র ভারতে পাঠরত ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য।
ছাত্র-ছাত্রীদের জাতিগত ক্যাটাগরি ভিত্তিতে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ তিন ধরণের হয় –
- OBC ছাত্র-ছাত্রীদের পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Post-Matric Scholarship to OBC students)
- SC / ST ছাত্র-ছাত্রীদের পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Post-Matric Scholarship to SC / ST students)
Table of Contents
কোন্ কোন্ কোর্সে ভর্তি হলে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ পাওয়া যায়?
Group | Course |
---|---|
Group A | > ডিগ্রি ও পোস্ট-গ্রাজুয়েট কোর্স – মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, প্ল্যানিং, আর্কিটেকচার, ডিজাইন, ফ্যাশন টেকনোলজি, B.Sc. (এগ্রিকালচার), ভেটেনারি & অ্যালাইড সাইন্স, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিসট্রেশন, কম্পিউটার সাইন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। > কমার্সিয়াল পাইলট লাইসেন্স (CPL) কোর্স। > ম্যানেজমেন্ট ও মেডিসিন শাখার পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স। > C.A./I.C.W.A./C.S./I.C.F.A. > M. Phil., Ph.D., D. Litt., D.Sc. > মেডিসিন বিভাগে পোস্ট-ডক্টরাল রিসার্চ > L.L.M. |
Group B | > গ্রাজুয়েট / পোস্ট-গ্রাজুয়েট কোর্স – B Pharm, B Nursing, LLB, BFS, প্যারামেডিক্যাল ( rehabilitation, diagnostics ইত্যাদি), মাস কমিউনিকেশন, হোটেল ম্যানেজমেন্ট & ক্যাটারিং, ট্রাভেল/টুরিজম/হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডেকোরেশন, নিউট্রিশন & ডাইটেটিক্স, কমার্সিয়াল আর্ট, ফিনানসিয়াল সার্ভিস (ব্যাংকিং, ইনসুরেন্স, ট্যাক্সেশন ইত্যাদি) > MA / M.Sc / M.Com / M.Ed. / M.Pharma / B.Ed |
Group C | Group A ও Group B বাদে অন্যান্য গ্রাজুয়েট ডিগ্রি কোর্স। যেমন - B.A. / B.Sc. / B.Com. ইত্যাদি। |
Group D | যে সমস্ত কোর্সের ভর্তির জন্য দশম শ্রেণি (X) উত্তীর্ণ হতে হয়। যেমন – একাদশ (XI) ও দ্বাদশ (XII) (জেনারেল ও ভোকেশনাল ), ITI, পলিটেকনিকের ৩ বছরের ডিপ্লোমা কোর্স ইত্যাদি। |
OBC পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ (Post-Matric Scholarship 2023 to OBC students)
স্কলারশিপের পরিমান
মেইন্ট্যানেন্স চার্জ, বাধ্যতামূলক ফেরতযোগ্য নয় এমন ফি, রিডার চার্জ (কেবলমাত্র অন্ধদের ক্ষেত্রে), স্টাডি টুর চার্জ, থিসিস টাইপ ও প্রিন্ট করার চার্জ, বই কেনার ভাতা ইত্যাদি।
মাসিক মেইন্ট্যানেন্স চার্জ (Maintenance Charge per Month)
- এটি প্রতি বছর ১০ মাসের হিসাবে দেওয়া হয়।
Group Hostellers Day Scholars Group A ৭৫০ ৩৫০ Group B ৫১০ ৩৩৫ Group C ৪০০ ২১০ Group D ২৬০ ১৬০ - হোস্টেলে থাকে অথচ কোনো টাকা দিতে হয় না এরকম ক্ষেত্রে Hostellers Rate এর ১/৩ অংশ দেওয়া হয়।
ফি
বাধ্যতামূলক ফেরতযোগ্য নয় এমন ফি যেমন – ভর্তি / রেজিস্ট্রেশন, টিউশন, খেলাধুলা, লাইব্রেরি, ম্যাগাজিন ইত্যাদি ফি দেওয়া হয়। কিন্তু ফেরতযোগ্য জমা দেওয়া টাকা যেমন – কশান মানি, সিকিউরিটি ডিপোজিট ইত্যাদি স্কলারশিপের অন্তর্ভুক্ত নয়।
মাসিক রিডার চার্জ (কেবলমাত্র অন্ধদের ক্ষেত্রে)
Group | টাকা |
---|---|
Group A | ১৭৫ |
Group B | ১৭৫ |
Group C | ১৩০ |
Group D | ৯০ |
স্টাডি টুর চার্জ
বছরে সর্বোচ্চ ৯০০ টাকা। এটি টেকনিকেল ও প্রফেশনাল কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট প্রয়োজন।
থিসিস টাইপ ও প্রিন্ট করার চার্জ
বছরে সর্বোচ্চ ১,০০০ টাকা। এটি প্রতিষ্ঠানের প্রধানের রেকোমেন্ডেশনের উপর ভিত্তি করে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে প্রযোজ্য।
বই কেনার ভাতা
বছরে সর্বোচ্চ ৯০০ টাকা। এটি Distance Mode এ পড়া ছাত্র-ছাত্রীদেরকে দেওয়া হয়।
যোগ্যতা
- ছাত্র-ছাত্রীদের OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ১,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে উপরে উল্লিখিত যেকোনো কোর্সে ভর্তি হতে হবে।
- একই গ্রুপের অন্তর্ভুক্ত একটি কোর্সে উত্তীর্ণ হওয়ার পর অন্য একটি কোর্সে ভর্তি হলে (যেমন – B.Com এর পরে B.A., একটি বিষয়ে M.A. করার পর অন্য বিষয়ে M.A. ইত্যাদি) এই স্কলারশিপের যোগ্য হবে না।
- একই পিতা-মাতার সর্বোচ্চ ২ জন ছেলে এই স্কলারশিপের আবেদনযোগ্য, মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো বিধিনিষেধ নেই।
- অন্য কোনো স্কলারশিপ / ভাতা নেওয়া যাবে না।
স্কলারশিপের রিনিউয়াল
- প্রতি বছর রিনিউয়াল করতে হয়। পূর্বে আবেদন করা শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর রিনিউয়াল এর জন্য আবেদন করা যায়।
- Group A এর অন্তর্গত কোর্সে পড়াশোনার ক্ষেত্রে প্রথমবার পরীক্ষায় ফেল হলেও রিনিউয়াল করা যায়। কিন্তু পরে ফেল হলে পরের ক্লাসে প্রমোশান না হওয়া পর্যন্ত রিনিউয়াল করা যায় না।
- কোনো স্কলার নিজের অসুস্থতার জন্য বার্ষিক পরীক্ষা দিতে না পারলে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে রিনিউয়াল করা যায় তবে সেক্ষেত্রে পরীক্ষায় বসলে উত্তীর্ণ হত এই মর্মে প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট প্রয়োজন।
SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ (Post-Matric Scholarship 2023 to SC / ST students)
স্কলারশিপের পরিমান
মেইন্ট্যানেন্স চার্জ, বাধ্যতামূলক ফেরতযোগ্য নয় এমন ফি ইত্যাদি।
মাসিক মেইন্ট্যানেন্স চার্জ (Maintenance Charge per Month)
এটি প্রতি বছর ১২ মাসের হিসাবে দেওয়া হয়।
Group | Hostellers | Day Scholars |
---|---|---|
Group A | ১,২০০ | ৫৫০ |
Group B | ৮২০ | ৫৩০ |
Group C | ৭৫০ | ৩০০ |
Group D | ৭৫০ | ২৩০ |
ফি
বাধ্যতামূলক ফেরতযোগ্য নয় এমন ফি যেমন – ভর্তি / রেজিস্ট্রেশন, টিউশন, খেলাধুলা, লাইব্রেরি, ম্যাগাজিন ইত্যাদি ফি দেওয়া হয়। কিন্তু ফেরতযোগ্য জমা দেওয়া টাকা যেমন – কশান মানি, সিকিউরিটি ডিপোজিট ইত্যাদি স্কলারশিপের অন্তর্ভুক্ত নয়।
যোগ্যতা
- ছাত্র-ছাত্রীদের SC / ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
- কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে উপরে উল্লিখিত যেকোনো কোর্সে ভর্তি হতে হবে।
- একই গ্রুপের অন্তর্ভুক্ত একটি কোর্সে উত্তীর্ণ হওয়ার পর অন্য একটি কোর্সে ভর্তি হলে (যেমন – B.Com এর পরে B.A., একটি বিষয়ে M.A. করার পর অন্য বিষয়ে M.A. ইত্যাদি) এই স্কলারশিপের যোগ্য হবে না।
- অন্য কোনো স্কলারশিপ / ভাতা নেওয়া যাবে না।
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ আবেদনের তারিখ
OBC / SC / ST ছাত্র-ছাত্রীদের পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩-২৪ এর আবেদন শুরু হয়ে গেছে। প্রায় সারা বছর ধরে আবেদন করা যায়। আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ার আগে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ এর অনলাইন পোর্টাল (OASIS) এ জানিয়ে দেওয়া হয়।
OASIS স্কলারশিপ ২০২৩-২০২৪ (প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩-২০২৪) এর জন্য আবেদন ২০-০৮-২০২৩ থেকে আরম্ভ হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১-১০-২০২৩।
নির্বাচন পদ্ধতি
সমস্ত যোগ্য OBC শিক্ষার্থীরা এই স্কিমে আবেদন করতে পারবে এবং প্রত্যেকেই এই স্কলারশিপ পায়। এক রাজ্যে বসবাস করে কিন্তু অন্য রাজ্যে পড়াশোনা করে এরকম ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের রাজ্যে আবেদন করতে হবে। নিজের রাজ্যে পড়াশোনা করলে যা স্কলারশিপ পাওয়ার কথা সেটাই দেওয়া হয়।
OASIS স্কলারশিপ ২০২৩-২০২৪ বা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩-২০২৪ আবেদন পদ্ধতি
OASIS স্কলারশিপ ২০২৩-২৪ এর আবেদন অনলাইনে করতে হয়। আবেদন করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ ও পুরণ করা আবেদনপত্র ডাউনলোড করতে হয়। অ্যাকনলেজমেন্ট স্লিপটি (ID ও পাসোয়ার্ড থাকে) পরের বছর রিনিউয়াল করার সময় লাগবে।
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২৩ এর রিনিউয়াল
প্রতি বছর রিনিউয়াল করতে হয়। পূর্বে আবেদন করা শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর রিনিউয়াল এর জন্য অনলাইনে আবেদন করা যায়।
আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে?
- একটি সদ্য তোলা রঙিন পাসপোর্ট ছবি যা আবেদনপত্রে লাগাতে হয়।
- জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি।
- শেষ পরীক্ষার মার্কশীটের জেরক্স কপি।
- ব্যাংঙ্ক পাসবুকের জেরক্স কপি।
- আধার কার্ডের জেরক্স কপি।
- হোস্টেল সার্টিফিকেট (হোস্টেলে ভর্তির তারিখ ও কত টাকা খরচ তা উল্লেখ যেন থাকে), যদি প্রযোজ্য হয়।
- ভর্তির রসিদ, স্কুলের ক্ষেত্রে স্কুল সার্টিফিকেট।
- ইনকাম সার্টিফিকেট
- খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি।
কোন্ কোন্ ক্ষেত্রে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ বাতিল হতে পারে?
- প্রতিষ্ঠানের প্রধান যদি স্কলার সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়া (যেমন – অ-সন্তোষজনক উন্নতি, অনিয়মিত উপস্থিতি, অসদাচরণ ইত্যাদি ) স্কলারশিপ অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে জানায়।
- মিথ্যা / ভুল / বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্কলারশিপ দাবী করলে। এক্ষেত্রে যা টাকা দেওয়া হয়েছে তা ফেরত নেওয়া এবং অন্য সমস্ত স্কলারশিপ যাতে না পেতে পারে তার জন্য ব্লাকলিস্টেড করা হতে পারে।
Join Our Facebook Page | Join Our Telegram Channel
আরও পড়ুন – OBC শিক্ষার্থীদের SHREYAS স্কলারশিপ ২০২১ | উচ্চ-শিক্ষার জন্য ইয়ং অ্যাচিভার স্কিম ২০২১
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও