অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল – প্র্যাকটিস সেট September 11, 2021 by Admin অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল | প্র্যাকটিস সেট বল ও চাপ ( সেট – 1 ) /15 67 অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল – প্র্যাকটিস সেট – 1 মোট প্রশ্নসংখ্যা – 15 সন্তোষজনক স্কোর – 25% নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন 1 / 15 1) দুটি বস্তুর মধ্যে দূরত্ব বাড়লে তাদের মধ্যে মহাকর্ষ বল — a) একই থাকে b) বাড়ে c) প্রথমে বাড়ে পরে কমে d) কমে 2 / 15 2) রকেটকে ন্যূনতম কত বেগে ছোড়া হয়? – a) 10 km/sec b) 11.2 km/sec c) 11.4 km/sec d) 11 km/sec 3 / 15 3) অবাধে পতনশীল দুটি বস্তুর মাটিতে পড়ার সময় – a) দুটি বস্তু একসঙ্গে পড়ে b) ভারী বস্তু আগে পড়ে c) হালকা বস্তু আগে পড়ে d) কোনোটিই নয় 4 / 15 4) ধনাত্মক তড়িদ্গ্রস্ত বস্তুতে – a) ইলেকট্রন থাকে না b) ইলেকট্রন কম থাকে c) ইলেকট্রন বেশি থাকে d) নিউট্রন বেশি থাকে 5 / 15 5) মহাকর্ষ সূত্র প্রয়োগের সময় বস্তুটিকে কিরকম আকৃতির ধরা হয় – a) গোলক b) সুষম c) বিন্দু d) অসম 6 / 15 6) সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ — a) বাড়তে থাকে b) একই থাকে c) কমতে থাকে d) প্রথমে বাড়ে পরে কমে 7 / 15 7) পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি হয় – a) বিকর্ষণ বলের প্রভাবে b) অভিকর্ষ বলের প্রভাবে c) তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে d) মহাকর্ষ বলের প্রভাবে 8 / 15 8) শীতকালে একটি ঝোলানো বেলুনকে সোয়েটারে ঘসে ছেড়ে দিলে সোয়েটারের গায়ে আটকে থাকে কারণ বেলুনে – a) আধানের সৃষ্টি হয়েছে b) প্রোটনের সৃষ্টি হয়েছে c) নিউট্রনের সৃষ্টি হয়েছে d) ইলেকট্রনের সৃষ্টি হয়েছে 9 / 15 9) মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে তৈরি করা হয় — a) সাধারণ তুলাযন্ত্র b) কোনোটাই নয় c) ব্যারোমিটার d) স্প্রিং তুলাযন্ত্র 10 / 15 10) নিউক্লিয়াস থেকে বের করে আনা সম্ভব নয় – a) পজিট্রন b) ইলেকট্রন c) নিউট্রন d) প্রোটন 11 / 15 11) মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন – a) নিউটন b) ফ্যারাডে c) আইনস্টাইন d) কুলম্ব 12 / 15 12) একটি ক্যাম্বিস বলকে ওপর থেকে ছাড়লে তা পৃথিবীর টানে নীচে নেমে আসার কারণ – a) ক্যাম্বিস বলের টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ পৃথিবীর টানে ক্যাম্বিস বলে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি b) পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ বলের টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি c) বলটির টানে পৃথিবীতে কোনো ত্বরণ সৃষ্টি হয় না d) উভয় ত্বরণই সমমানের 13 / 15 13) কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব বহাল থাকে – a) 1 km পর্যন্ত b) অসীম পর্যন্ত c) 1 m পর্যন্ত d) 100 km পর্যন্ত 14 / 15 14) একটি আধানের পরিমাণ দ্বিগুণ এবং অপর আধানের পরিমান তিনগুণ করলে আধান মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের বলের – a) দ্বিগুণ হবে b) চারগুণ হবে c) ছয়গুণ হবে d) আটগুণ হবে 15 / 15 15) m1 = 1 kg, m2 = 1 kg, d = 1 m হলে, মহাকর্ষ সূত্রানুযায়ী হবে – a) F < G b) F > G c) F = G d) F ≠ G Your score is 0% বল ও চাপ ( সেট – 2 ) /15 45 অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল – প্র্যাকটিস সেট – 2 মোট প্রশ্নসংখ্যা – 15 সন্তোষজনক স্কোর – 25% নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন 1 / 15 1) পরমাণুর মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণাটি হল – a) পজিট্রন b) ইলেকট্রন c) প্রোটন d) নিউট্রন 2 / 15 2) বস্তু যে বলের প্রভাবে ওপর থেকে নীচে পড়লে ত্বরণ হয় তা হল – a) নিউক্লীয় বল b) চৌম্বক বল c) তড়িৎ বল d) অভিকর্ষ বল 3 / 15 3) সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর কর্তৃক অতিক্রান্ত দুরত্ব — a) বাড়তে থাকে b) কমতে থাকে c) একই থাকে d) প্রথমে বাড়ে পরে কমে 4 / 15 4) গোলক আকৃতির বস্তুর কেন্দ্রবিন্দুতে কী জমা থাকে বলে ধরা হয়? – a) ঘনত্ব b) সমস্ত আয়তন c) সমস্ত ভর d) সমস্ত ভার 5 / 15 5) কাচকে, সিল্ক দিয়ে ঘষলে কাচে তড়িতের সৃষ্টি হয় – a) ধনাত্মক b) ঋণাত্মক c) কোনো তড়িতের সৃষ্টি হয় না d) উভয় প্রকার 6 / 15 6) একটি ছোটো বস্তুকে ওপর থেকে ফেলে দিলে যদি বস্তুটি নীচের দিকে পড়ে, তাহলে – a) বস্তু পৃথিবীকে বেশি বলে আকর্ষণ করে b) পৃথিবী বস্তুকে বেশি বলে আকর্ষণ করবে c) কোনোটিই নয় d) বস্তু ও পৃথিবী উভয়েই সমান বলে আকর্ষণ করবে 7 / 15 7) S.I. পদ্ধতিতে আধান মাপার একক — a) ভোল্ট b) কুলম্ব c) ই. এস. ইউ d) স্ট্যাট কুলম্ব 8 / 15 8) গাছ থেকে 1 কেজি ভরের একটি আম পড়তে দেখা গেল, পড়ন্ত অবস্থায় আমটির ওজন – a) শূন্য b) 1 কেজির বেশি c) 1 কেজির কম d) 1 কেজি 9 / 15 9) বস্তুকে কত বেগ দিলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যায় ? – a) 11.2 ফুট/সেকেন্ড b) 11.2 মিটার/সেকেন্ড c) 11.2 কিমি/সেকেন্ড d) 11.2 সেমি/সেকেন্ড 10 / 15 10) দূরত্ব স্থির রেখে দুটি বস্তুকণার ভরই তিনগুণ করা হলে মহাকর্ষীয় আকর্ষণ বল বাড়ে – a) 12 গুণ b) 3 গুণ c) 9 গুণ d) 6 গুণ 11 / 15 11) বস্তু দুটির ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল পূর্বের বলের কতগুণ হবে? – a) দ্বিগুণ b) চারগুণ c) পাঁচগুণ d) তিনগুণ 12 / 15 12) সূর্যকে ঘিরে গ্রহগুলি ঘুরতে থাকে – a) তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে b) মহাকর্ষ বলের প্রভাবে c) নিউক্লীয় বলের প্রভাবে d) চৌম্বক বলের প্রভাবে 13 / 15 13) পরমাণু থেকে সহজেই বের করে আনা যায় – a) নিউক্লিয়াস b) ইলেকট্রন c) প্রোটন d) নিউট্রন 14 / 15 14) দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের নাম – a) কুলম্বীয় বল b) মহাকর্ষ বল c) চৌম্বক বল d) অভিকর্ষ বল 15 / 15 15) দুটি ফোলানো বেলুন সোয়েটারে ভালোভাবে ঘর্ষণ করে সুতোর সাহায্যে পাশাপাশি ঝুলিয়ে রাখলে বেলুন দুটির মধ্যে – a) আকর্ষণ দেখা যায় b) কোনোটিই নয় c) বিকর্ষণ দেখা যায় d) আকর্ষণ বা বিকর্ষণ কিছুই দেখা যায় না Your score is 0% Join Our Facebook Page Join Our Telegram Channel আরও কিছু প্র্যাকটিস সেট – অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট