প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি | Pradhan Mantri KIsan SAmman Nidhi

Pradhan Mantri KIsan SAmman Nidhi (PM-KISAN)

প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি (Pradhan Mantri KIsan SAmman Nidhi) বা সংক্ষেপে পি এম–কিষান ( PM-KISAN) হল একটি সেন্ট্রাল সেক্টর স্কীম যা দেশের সকল ভূস্বামী কৃষকদের পরিবারকে কৃষিকাজ ও সম্পর্কিত কার্যক্রমের পাশাপাশি গৃহস্থালির প্রয়োজন সম্পর্কিত বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য তাদের আর্থিক প্রয়োজনের পরিপূরক হিসাবে আয়ের সহায়তা প্রদান করে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • প্রথম আরম্ভ (First Launched) হওয়ার তারিখ : 24-02-2019
  • সংশোধনের (Revised) তারিখ : 01-06-2019
  • কার্যকর (with effect from) হয় হওয়ার তারিখ : 01-12-2018
  • যোগ্যতা নির্ধারণের কাট-অফ তারিখ : 01-02-2019 (পরবর্তী 5 বছরের জন্য, ব্যতীক্রম – জমির মালিকের মৃত্যুজনিত কারণে মালিকানা পরিবর্তন)।

প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা কী কী? What are the benefits of the Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme?

প্রতিটি কৃষক পরিবারকে (Farmer Family*) বছরে 6,000/- টাকা তবে তা তিনটি সমান ইনস্টলমেন্টে দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর 2,000/- টাকা করে।

* কৃষক পরিবার (Farmer Family) – স্বামী, স্ত্রী এবং মাইনর ছেলেমেয়ে যার নামে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভূমি দপ্তরের রেকর্ড অনুসারে চাষযোগ্য জমি আছে।

কারা প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা পাওয়ার যোগ্য?

নিজের নামে চাষ যোগ্য জমি আছে (01-02-2019 তারিখের হিসাবে) এমন সমস্ত কৃষক পরিবার এই স্কীমে সুবিধা পাওয়ার যোগ্য। যদি না ওই কৃষক পরিবারের এক বা একাধিক সদস্য নিম্নলিখিত ক্যাটাগরীর অন্তর্ভুক্ত না হয় –

  • আগে ও বর্তমানে সাংবিধানিক পোষ্ট ধারণ করে
  • প্রাক্তন বা বর্তমান মন্ত্রী / লোকসভা অথবা রাজ্যসভা অথবা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার / মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র / জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন।
  • কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রণালয় / অফিস / ডিপার্টমেন্ট অথবা অধীনস্ত স্ব-শাসিত প্রতিষ্ঠান / লোকাল বডিজের নিয়মিত সমস্ত কর্মরত অথবা অবসরপ্রাপ্ত অফিসার এবং কর্মচারী (মাল্টি টাস্কিং স্টাফ / ক্লাস IV / গ্রুপ D কর্মচারী বাদে)।
  • সমস্ত সুপারঅ্যানুয়েটেড বা অবসরপ্রাপ্ত পেনশনার যাদের মাসিক পেনশন 10,000/- টাকা বা তারও বেশী (মাল্টি টাস্কিং স্টাফ / ক্লাস IV / গ্রুপ D কর্মচারী বাদে)।
  • সমস্ত ব্যাক্তি যারা গত অ্যাসেসমেন্ট ইয়ারে ইনকাম ট্যাক্স দিয়েছেন।
  • রেজিস্টার্ড পেশাদার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট এবং নির্মাণকারী।

কিভাবে প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি স্কীমের জন্য আবেদন করতে হয় ?- How to apply for PM-KISAN Scheme?

প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি এর অফিসিয়াল ওয়েব-পোর্টালের (https://pmkisan.gov.in/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।

PM-KISAN এর কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক

Frequently Asked Questions (FAQs)

প্রশ্ন :  মাইনর ছেলেমেয়ে মেজর হওয়ার ক্ষেত্রে কাট-অফ তারিখ কত?

উত্তর : 01-02-2019

আরও সরকারী প্রকল্পগুলি সম্বন্ধে জানতে ক্লিক করুন https://www.banglaweb.in/

Leave a Comment