প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন | Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) in Bengali

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা – Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) হল অসংগঠিত শ্রমিকদের জন্য (Unorganised Workers – UW) কেন্দ্র সরকারের একটি পেনশন প্রকল্প।

অসংগঠিত শ্রমিকদের বৃদ্ধ বয়সে সামাজিক নিরাপত্তা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। রিক্সা চালক, রাস্তার ফেরিওয়ালা, মিড-ডে-মিল কর্মী, মুচী, ধোপা, কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ইত্যাদি পেশার অসংগঠিত শ্রমিকরা এই যোজনার আওতায় আসতে পারে। সমস্ত পেশার তালিকা নিচে দেওয়া আছে।

এটি ১৫-০২-২০১৯ থেকে চালু হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনাতে আসার যোগ্যতা

  • অসংগঠিত শ্রমিক হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়স হতে হবে।
  • পারিবারিক মাসিক আয় ১৫,০০০ টাকা বা তারও কম হতে হবে।
  • আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে।
  • IFSC সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট / জন ধন অ্যাকাউন্ট থাকতে হবে।
  • সংগঠিত সেক্টরের শ্রমিক হওয়া যাবে না। EPF/NPS/ESIC এর সদস্য হওয়া যাবে না।
  • আয়কর (Income Tax) দেন এমন অসংগঠিত শ্রমিকরাও এই স্কিমের যোগ্য নয়।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমের সুবিধা

গ্রাহকের বয়স ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন গ্রাহক পায়।

যদি গ্রাহকের মৃত্যু হয় তবে গ্রাহকের স্ত্রী / স্বামী (Spouse) গ্রাহকের প্রাপ্ত পেনশনের ৫০% (অর্ধেক) পারিবারিক পেনশন (Family Pension) হিসাবে পাবে।

অসংগঠিত শ্রমিককে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমে পেনশন পেতে মাসে কত টাকা দিতে হবে?

এই স্কিমের জন্য গ্রাহকের সেভিংস / জন-ধন অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কেটে পেনশন অ্যাকাউন্টে জমা হয়। যোগদানের দিন থেকে গ্রাহকের বয়স ৬০ বছর হওয়া পর্যন্ত নির্দিষ্ট হারে টাকা কাটা হয়।

তবে গ্রাহকের দেওয়া টাকার সমপরিমাণ টাকা কেন্দ্র সরকার গ্রাহকের পেনশন অ্যাকাউন্টে জমা দেয়। ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের মধ্যে গ্রাহক যে বয়সেই যোগদান করুক না কেন ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিতে হয়।

যোগদানের সময় বয়সগ্রাহকের দেওয়া টাকা কেন্দ্র সরকারের দেওয়া টাকা মোট জমা টাকা
১৮৫৫৫৫১১০
১৯৫৮৫৮১১৬
২০৬১৬১১২২
২১৬৪৬৪১২৮
২২৬৮৬৮১৩৬
২৩৭২৭২১৪৪
২৪৭৬৭৬১৫২
২৫৮০৮০১৬০
২৬৮৫৮৫১৭০
২৭৯০৯০১৮০
২৮৯৫৯৫১৯০
২৯১০০১০০২০০
৩০১০৫১০৫২১০
৩১১১০১১০২২০
৩২১২০১২০২৪০
৩৩১৩০১৩০২৬০
৩৪১৪০১৪০২৮০
৩৫১৫০১৫০৩০০
৩৬১৬০১৬০৩২০
৩৭১৭০১৭০৩৪০
৩৮১৮০১৮০৩৬০
৩৯১৯০১৯০৩৮০
৪০২০০২০০৪০০

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমে যোগদান পদ্ধতি

CSC ও PM-SYM ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপ – এই দুটির মাধ্যমে এই স্কিমে যোগদান করা যায়। স্ব-শংসাপত্রের উপর ভিত্তি করে আধার নম্বর ও সেভিংস / জন-ধন অ্যাকাউন্ট নম্বরের সাহায্যে এই যোজনাতে আবেদন করা যায়।

প্রথমে গ্রাহককে প্রথম মাসের টাকা দিতে হয় এবং পরের মাস থকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটা হয়।

কোন্‌ কোন্‌ পেশার সঙ্গে যুক্ত শ্রমিকেরা PM-SYM  যোজনাতে যোগদান করতে পারবে?

ক্রমিক নম্বর পেশা
1ধুপবাতি তৈরি
2কৃষিকাজ
3Agriculture machinery handling
4অঙ্গণওয়াড়ী কর্মী
5পশুপালন
6Arrack and Liquor production and vending
7আশা কর্মী
8Audio and visual workers
9Automobile work
10Bakery work
11Band playing
12Bangle manufacturing
13Beads making/ piercing
14Beautician
15Beedi manufacture
16Bicycle repair
17Bindi work
18Blacksmithy
19Boat/Ferry occupation
20Book binding
21Brick Kiln work
22Brush making
23Breweries Distilleries
24Building and Road maintenance
25Bulb manufacture
26Bullock/Camel-cart operation
27Butchery
28Cable TV operation
29Cane/Reed work
30Carpentary
31Carpet weaving
32Cashew processing
33Catering
34Chikan work
35Cine Service
36Cloth printing
37Clubs and canteen service
38Coaching service
39Coir processing/manufacture
40Confectionery
41Construction work
42Construction of tents and pedals supply of utensils and decoration for function
43Courier service
44Dairying and allied activities
45Data entry operation
46Distribution of petroleum products
47Domestic work
48Dyeing
49Electronic electrical goods repairs
50Electroplating
51Embroidery work
52Envelop making
53Fire work cracker production
54Fishery production
55Fish processing
56Flora work and garland making
57Flour mills operations
58Footwear production
59Foresty operation
60Foundry
61Gardening and parks maintenance
62Garment manufacture
63Gem cutting
64Ginning
65Glassware manufacturing
66Goldsmithy
67Hair dressing
68Handloom weaving
69Hawking and vending
70Headload work
71স্বাস্থ্যকর্মী
72মধু সংগ্রহ
73Horticulture and Floriculture
74Hotel and Restaurant service
75Lock making
76Manual operation on unspecified jobs
77Masala making
78Matches manufacture
79Mid-Day Meal Worker
80Minor forest produce gathering
81Minor mineral and mines work
82খবরকাগজ বিক্রেতা
83NGO service
84Oil extraction
85Packing and Packaging
86Panwalla service
87Pappad making
88Petrol bunk/pump and allied service
89Pickle making
90Plantation (Other than those covered under Plantation Labour Act, 1951 (Act No. 69 of 195 1)
91Plastic manufacture
92Pottery
93Powerloom weaving
94Printing press work
95Quary work
96Rag picking
97Rice milling
98Rickshaw pulling
99Salt pan work
100Sand mining
101Sawmill work
102Scavenging
103Security service
104Sericulture (Silk rearing)
105Service station work
106Shepherding
107Shoe shining work
108Shop and establishment service
109Small scale industries
110সাবান তৈরি
111খেলার সরঞ্জাম তৈরি
112Steel vessels and utensils manufacture
113Stone crushing
114ঝাড়ুদার
115Tanning (including hides and skin production) leather goods manufacture
116টেলিফোন বুথ সার্ভিস
117Temple leaves collection
118Tendu leaves collection
119Timber Industry (Furniture manufacturing etc)
120Tobacco processing
121Toddy tapping
122খেলনা তৈরি
123পরিবহন সেবা যেমন চালক, কন্ডাক্টার, পরিস্কার করা
124লন্ড্রি কর্মী
125Wayside Mechanics and workshop service
126ঝালাই
127একইরকম অন্যান্য পেশা

সহায়তা কেন্দ্র

রাজ্য ও কেন্দ্র সরকারের শ্রম দপ্তরের অফিস, LIC অফিস, ESIC/EPFO অফিস PM-SYM এর সহায়তা কেন্দ্র হিসাবে আছে। এই সেন্টারগুলি থেকে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার সমস্ত তথ্য শ্রমিকরা জানতে পারবে।

এছাড়াও ১৮০০ ২৬৭৬ ৮৮৮ নম্বরে কল করে তথ্য জানা ও কোনো অভিযোগ করা যায়।

FAQ

যদি কোনো গ্রাহক নিয়মিতভাবে টাকা না দেয় তবে কী হবে?

সরকারের স্থির করা পেনাল্টি চার্জসহ সমস্ত বাকি টাকা দিতে হবে।

গ্রাহকের বয়স ৬০ বছর হওয়ার আগে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনাতে টাকা দেওয়া বন্ধ করলে কী হবে?

১০ বছরের কম টাকা দিলে সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদসহ গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে।
১০ বছরের বেশি টাকা দিলে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।

নিয়মিত টাকা দিতে দিতে ৬০ বছরের মধ্যে গ্রাহক মারা গেলে কী হবে?

গ্রাহকের স্ত্রী / স্বামী নিয়মিত টাকা দিয়ে স্কিমটি চালাতে পারে অথবা স্কিম থেকে বেরিয়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।

নিয়মিত টাকা দিতে দিতে ৬০ বছরের মধ্যে গ্রাহক স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে টাকা দিতে না পারলে কী হবে?

গ্রাহকের স্ত্রী / স্বামী নিয়মিত টাকা দিয়ে স্কিমটি চালাতে পারে অথবা স্কিম থেকে বেরিয়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।

আরও পড়ুনঃ

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

1 thought on “প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন | Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) in Bengali”

Leave a Comment