প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা – Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) হল অসংগঠিত শ্রমিকদের জন্য (Unorganised Workers – UW) কেন্দ্র সরকারের একটি পেনশন প্রকল্প।
অসংগঠিত শ্রমিকদের বৃদ্ধ বয়সে সামাজিক নিরাপত্তা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। রিক্সা চালক, রাস্তার ফেরিওয়ালা, মিড-ডে-মিল কর্মী, মুচী, ধোপা, কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ইত্যাদি পেশার অসংগঠিত শ্রমিকরা এই যোজনার আওতায় আসতে পারে। সমস্ত পেশার তালিকা নিচে দেওয়া আছে।
এটি ১৫-০২-২০১৯ থেকে চালু হয়েছে।
Table of Contents
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনাতে আসার যোগ্যতা
- অসংগঠিত শ্রমিক হতে হবে।
- বয়স ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়স হতে হবে।
- পারিবারিক মাসিক আয় ১৫,০০০ টাকা বা তারও কম হতে হবে।
- আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে।
- IFSC সহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট / জন ধন অ্যাকাউন্ট থাকতে হবে।
- সংগঠিত সেক্টরের শ্রমিক হওয়া যাবে না। EPF/NPS/ESIC এর সদস্য হওয়া যাবে না।
- আয়কর (Income Tax) দেন এমন অসংগঠিত শ্রমিকরাও এই স্কিমের যোগ্য নয়।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমের সুবিধা
গ্রাহকের বয়স ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন গ্রাহক পায়।
যদি গ্রাহকের মৃত্যু হয় তবে গ্রাহকের স্ত্রী / স্বামী (Spouse) গ্রাহকের প্রাপ্ত পেনশনের ৫০% (অর্ধেক) পারিবারিক পেনশন (Family Pension) হিসাবে পাবে।
অসংগঠিত শ্রমিককে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমে পেনশন পেতে মাসে কত টাকা দিতে হবে?
এই স্কিমের জন্য গ্রাহকের সেভিংস / জন-ধন অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কেটে পেনশন অ্যাকাউন্টে জমা হয়। যোগদানের দিন থেকে গ্রাহকের বয়স ৬০ বছর হওয়া পর্যন্ত নির্দিষ্ট হারে টাকা কাটা হয়।
তবে গ্রাহকের দেওয়া টাকার সমপরিমাণ টাকা কেন্দ্র সরকার গ্রাহকের পেনশন অ্যাকাউন্টে জমা দেয়। ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের মধ্যে গ্রাহক যে বয়সেই যোগদান করুক না কেন ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিতে হয়।
যোগদানের সময় বয়স | গ্রাহকের দেওয়া টাকা | কেন্দ্র সরকারের দেওয়া টাকা | মোট জমা টাকা |
১৮ | ৫৫ | ৫৫ | ১১০ |
১৯ | ৫৮ | ৫৮ | ১১৬ |
২০ | ৬১ | ৬১ | ১২২ |
২১ | ৬৪ | ৬৪ | ১২৮ |
২২ | ৬৮ | ৬৮ | ১৩৬ |
২৩ | ৭২ | ৭২ | ১৪৪ |
২৪ | ৭৬ | ৭৬ | ১৫২ |
২৫ | ৮০ | ৮০ | ১৬০ |
২৬ | ৮৫ | ৮৫ | ১৭০ |
২৭ | ৯০ | ৯০ | ১৮০ |
২৮ | ৯৫ | ৯৫ | ১৯০ |
২৯ | ১০০ | ১০০ | ২০০ |
৩০ | ১০৫ | ১০৫ | ২১০ |
৩১ | ১১০ | ১১০ | ২২০ |
৩২ | ১২০ | ১২০ | ২৪০ |
৩৩ | ১৩০ | ১৩০ | ২৬০ |
৩৪ | ১৪০ | ১৪০ | ২৮০ |
৩৫ | ১৫০ | ১৫০ | ৩০০ |
৩৬ | ১৬০ | ১৬০ | ৩২০ |
৩৭ | ১৭০ | ১৭০ | ৩৪০ |
৩৮ | ১৮০ | ১৮০ | ৩৬০ |
৩৯ | ১৯০ | ১৯০ | ৩৮০ |
৪০ | ২০০ | ২০০ | ৪০০ |
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন স্কিমে যোগদান পদ্ধতি
CSC ও PM-SYM ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপ – এই দুটির মাধ্যমে এই স্কিমে যোগদান করা যায়। স্ব-শংসাপত্রের উপর ভিত্তি করে আধার নম্বর ও সেভিংস / জন-ধন অ্যাকাউন্ট নম্বরের সাহায্যে এই যোজনাতে আবেদন করা যায়।
প্রথমে গ্রাহককে প্রথম মাসের টাকা দিতে হয় এবং পরের মাস থকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটা হয়।
কোন্ কোন্ পেশার সঙ্গে যুক্ত শ্রমিকেরা PM-SYM যোজনাতে যোগদান করতে পারবে?
ক্রমিক নম্বর | পেশা |
1 | ধুপবাতি তৈরি |
2 | কৃষিকাজ |
3 | Agriculture machinery handling |
4 | অঙ্গণওয়াড়ী কর্মী |
5 | পশুপালন |
6 | Arrack and Liquor production and vending |
7 | আশা কর্মী |
8 | Audio and visual workers |
9 | Automobile work |
10 | Bakery work |
11 | Band playing |
12 | Bangle manufacturing |
13 | Beads making/ piercing |
14 | Beautician |
15 | Beedi manufacture |
16 | Bicycle repair |
17 | Bindi work |
18 | Blacksmithy |
19 | Boat/Ferry occupation |
20 | Book binding |
21 | Brick Kiln work |
22 | Brush making |
23 | Breweries Distilleries |
24 | Building and Road maintenance |
25 | Bulb manufacture |
26 | Bullock/Camel-cart operation |
27 | Butchery |
28 | Cable TV operation |
29 | Cane/Reed work |
30 | Carpentary |
31 | Carpet weaving |
32 | Cashew processing |
33 | Catering |
34 | Chikan work |
35 | Cine Service |
36 | Cloth printing |
37 | Clubs and canteen service |
38 | Coaching service |
39 | Coir processing/manufacture |
40 | Confectionery |
41 | Construction work |
42 | Construction of tents and pedals supply of utensils and decoration for function |
43 | Courier service |
44 | Dairying and allied activities |
45 | Data entry operation |
46 | Distribution of petroleum products |
47 | Domestic work |
48 | Dyeing |
49 | Electronic electrical goods repairs |
50 | Electroplating |
51 | Embroidery work |
52 | Envelop making |
53 | Fire work cracker production |
54 | Fishery production |
55 | Fish processing |
56 | Flora work and garland making |
57 | Flour mills operations |
58 | Footwear production |
59 | Foresty operation |
60 | Foundry |
61 | Gardening and parks maintenance |
62 | Garment manufacture |
63 | Gem cutting |
64 | Ginning |
65 | Glassware manufacturing |
66 | Goldsmithy |
67 | Hair dressing |
68 | Handloom weaving |
69 | Hawking and vending |
70 | Headload work |
71 | স্বাস্থ্যকর্মী |
72 | মধু সংগ্রহ |
73 | Horticulture and Floriculture |
74 | Hotel and Restaurant service |
75 | Lock making |
76 | Manual operation on unspecified jobs |
77 | Masala making |
78 | Matches manufacture |
79 | Mid-Day Meal Worker |
80 | Minor forest produce gathering |
81 | Minor mineral and mines work |
82 | খবরকাগজ বিক্রেতা |
83 | NGO service |
84 | Oil extraction |
85 | Packing and Packaging |
86 | Panwalla service |
87 | Pappad making |
88 | Petrol bunk/pump and allied service |
89 | Pickle making |
90 | Plantation (Other than those covered under Plantation Labour Act, 1951 (Act No. 69 of 195 1) |
91 | Plastic manufacture |
92 | Pottery |
93 | Powerloom weaving |
94 | Printing press work |
95 | Quary work |
96 | Rag picking |
97 | Rice milling |
98 | Rickshaw pulling |
99 | Salt pan work |
100 | Sand mining |
101 | Sawmill work |
102 | Scavenging |
103 | Security service |
104 | Sericulture (Silk rearing) |
105 | Service station work |
106 | Shepherding |
107 | Shoe shining work |
108 | Shop and establishment service |
109 | Small scale industries |
110 | সাবান তৈরি |
111 | খেলার সরঞ্জাম তৈরি |
112 | Steel vessels and utensils manufacture |
113 | Stone crushing |
114 | ঝাড়ুদার |
115 | Tanning (including hides and skin production) leather goods manufacture |
116 | টেলিফোন বুথ সার্ভিস |
117 | Temple leaves collection |
118 | Tendu leaves collection |
119 | Timber Industry (Furniture manufacturing etc) |
120 | Tobacco processing |
121 | Toddy tapping |
122 | খেলনা তৈরি |
123 | পরিবহন সেবা যেমন চালক, কন্ডাক্টার, পরিস্কার করা |
124 | লন্ড্রি কর্মী |
125 | Wayside Mechanics and workshop service |
126 | ঝালাই |
127 | একইরকম অন্যান্য পেশা |
সহায়তা কেন্দ্র
রাজ্য ও কেন্দ্র সরকারের শ্রম দপ্তরের অফিস, LIC অফিস, ESIC/EPFO অফিস PM-SYM এর সহায়তা কেন্দ্র হিসাবে আছে। এই সেন্টারগুলি থেকে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার সমস্ত তথ্য শ্রমিকরা জানতে পারবে।
এছাড়াও ১৮০০ ২৬৭৬ ৮৮৮ নম্বরে কল করে তথ্য জানা ও কোনো অভিযোগ করা যায়।
FAQ
যদি কোনো গ্রাহক নিয়মিতভাবে টাকা না দেয় তবে কী হবে?
সরকারের স্থির করা পেনাল্টি চার্জসহ সমস্ত বাকি টাকা দিতে হবে।
গ্রাহকের বয়স ৬০ বছর হওয়ার আগে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনাতে টাকা দেওয়া বন্ধ করলে কী হবে?
১০ বছরের কম টাকা দিলে সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদসহ গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে।
১০ বছরের বেশি টাকা দিলে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।
নিয়মিত টাকা দিতে দিতে ৬০ বছরের মধ্যে গ্রাহক মারা গেলে কী হবে?
গ্রাহকের স্ত্রী / স্বামী নিয়মিত টাকা দিয়ে স্কিমটি চালাতে পারে অথবা স্কিম থেকে বেরিয়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।
নিয়মিত টাকা দিতে দিতে ৬০ বছরের মধ্যে গ্রাহক স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে টাকা দিতে না পারলে কী হবে?
গ্রাহকের স্ত্রী / স্বামী নিয়মিত টাকা দিয়ে স্কিমটি চালাতে পারে অথবা স্কিম থেকে বেরিয়ে আসতে পারে। তবে সেক্ষেত্রে গ্রাহকের দেওয়া টাকা ফেরত পাবে। এর সঙ্গে গ্রাহকের দেওয়া টাকা থেকে অর্জিত সুদ এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে হওয়া সুদ – এর মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা ফেরত পাবে।
আরও পড়ুনঃ
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও
Thank you for writing this post. I like the subject too.