স্কলারশিপ

রায় ও মার্টিন স্কলারশিপ 2023-2024 | Ray & Martin Scholarship in Bengali

রায় ও মার্টিন স্কলারশিপ (Ray & Martin Scholarship) হল রায় ও মার্টিন স্কলারশিপ ফাউন্ডেশন দ্বারা নিয়ন্ত্রিত একটি বেসরকারি স্কলারশিপ। 

‘রায় ও মার্টিন’ ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনিমেষ মণ্ডল সবসময়ই মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভাবতেন। তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাঁর স্মৃতিতে 2018 সালে ‘Ray & Martin’ স্কলারশিপ চালু করা হয়েছে।

এই স্কলারশিপটির উদ্দেশ্যই হল, দারিদ্র্যকে উপেক্ষা করে জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিকে সাফল্য লাভ করা কৃতী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে উৎসাহ প্রদান করা।

রায় ও মার্টিন স্কলারশিপ 2023-2024 পাওয়ার যোগ্যতা

2023 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অত্যন্ত মেধাবী অথচ প্রকৃত দুস্থ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে প্রতি বিদ্যালয় থেকে একজন করে ছাত্র বা ছাত্রীর নাম মনোনীত করা যাবে।

রায় ও মার্টিন স্কলারশিপ -এর পরিমাণ

এই স্কলারশিপে একবারই 10,000/- টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে শতাধিক ছাত্রছাত্রীকে রায় ও মার্টিন স্কলারশিপ দেওয়া হয়।

রায় ও মার্টিন স্কলারশিপ 2023-2024 আবেদনের শেষ তারিখ

2023-2024 শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ 31 আগস্ট 2023

স্কলারশিপ প্রাপক নির্বাচন পদ্ধতি

প্রারম্ভিক পর্যায়ে স্কলারশিপ নোমিনেশন ফর্মগুলি প্রতিনিধিদের মাধ্যমে পশ্চিমবঙ্গের 6000-এরও বেশি বিদ্যালয়ে পাঠানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষবৃন্দ হৃদ্যতার সঙ্গে উদ্যোগটিকে গ্রহণ করেন। 

নির্ধারিত মাপকাঠি অনুযায়ী প্রত্যেক বিদ্যালয় কর্তৃপক্ষকে একজন করে ছাত্র বা ছাত্রীর নাম মনোনীত করার জন্য অনুরোধ করা হয়। এইভাবে 4000-এরও বেশি বিদ্যালয় থেকে মনোনয়নপত্র জমা পড়ে এবং সেখান থেকে 800 জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়। 

এরপর রায় ও মার্টিন টিমের প্রতিনিধিরা তাদের বাড়ির অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে যান এবং ছাত্রছাত্রীদের প্রদেয় তথ্যগুলি (পারিবারিক আয়, অভিভাবকের পেশা, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের চেষ্টা করেন। 

কাজটি সম্পন্ন করার জন্য ফটোগ্রাফ ও ভিডিও-র সাহায্য নেওয়া হয়। এরপর প্রকৃত স্কলারশিপ প্রাপক ছাত্রছাত্রীদের নির্বাচিত করার চূড়ান্ত প্রক্রিয়াটি হল কঠিনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

এইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে শতাধিক ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ (10,000/-) দেওয়ার জন্য মনোনীত করা হয়।

মনোনীত ছাত্রছাত্রীদের সাহায্য ও সম্মানিত করার জন্য রায় ও মার্টিন-এর টিম ওই ছাত্রছাত্রীদের স্কুলগুলিতে যান এবং প্রধান শিক্ষকের মাধ্যমে তাদের হাতে চেক ও স্মারক তুলে দেন।

রায় ও মার্টিন স্কলারশিপ আবেদন পদ্ধতি

এই স্কলারশিপে ছাত্রছাত্রী নিজে আবেদন করতে পারবে না। বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত মেধাবী অথচ প্রকৃত দুস্থ ছাত্র বা ছাত্রীর নাম সুপারিশ করবেন। 

e-Form Fill up এর নিয়মাবলি

1. 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কেবলমাত্র অত্যন্ত মেধাবী অথচ প্রকৃত দুস্থ ছাত্রছাত্রী এই স্কলারশিপের যোগ্য। 

2. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেবলমাত্র একজন ছাত্র বা ছাত্রীর নাম সুপারিশ করা যাবে।

3. প্রার্থীর আর্থিক অবস্থার বিবরণ সঠিকভাবে প্রদান করতে হবে। কারণ – রায় ও মার্টিন-এর প্রতিনিধিদের দ্বারা চাক্ষুষ অনুসন্ধানের ভিত্তিতে প্রার্থীর আর্থিক অবস্থা বিবেচনা করে তবেই স্কলারশিপ অনুমোদন করা হবে।

4. Google Chrome -এ গিয়ে https://forms.gle/jLLSWpMEnuFZTNBn9 Link-টি Type করে e-Form Online-এ যথাযথভাবে Fill up করতে হবে।

অথবা, রায় ও মার্টিন-এর প্রতিনিধির দ্বারা Mobile WhatsApp No-এ পাঠানো Link টি Click করে Online-এ যথাযথভাবে Fill up করতে হবে।

অথবা, – এই QR Code-টি মোবাইলে Scan করেও e-Form Online – Fill up করতে পারেন।

5. e-Form টি Fill up করার পূর্বে প্রার্থীর ছবি, প্রার্থীর মাধ্যমিকের মার্কশীট ও বিদ্যালয়ের HM/In-charge এর স্বাক্ষর সহ Seal সাদা কাগজে দিয়ে ছবি তুলে রাখতে হবে এবং e-Form-এর নির্দিষ্ট জায়গায় গিয়ে ছবিগুলি Upload করতে হবে। 

6. Form-এর শেষের দিকে সঠিকভাবে বিদ্যালয় সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। যেমন – প্রতি শ্রেণিতে ছাত্রছাত্রী সংখ্যা, উচ্চমাধ্যমিক বিভাগে যে যে বিষয় পড়ানো হয় সেগুলি চিহ্নিত করতে হবে। 

7. e-Formটি English-এ সম্পূর্ণভাবে Fill up করে তবেই Submit করবেন। কারণ একবার Submit করার পর পুনরায় Edit করা যাবে না।

8. e-Form Fill up করে Submit করার শেষ তারিখ 31 August 2023.

e-Form Fill up করার সময় কী কী আপলোড করতে হবে?

  • মনোনীত ছাত্র বা ছাত্রীর ফটো
  • মাধ্যমিকের মার্কশীট
  • আর্থিক অবস্থার বর্ণনা সহ ইনকাম সার্টিফিকেট / BPL কার্ড
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা
  • বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর ও সীল
Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 week ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

5 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago