সক্ষম স্কলারশিপ ২০২২ | Saksham Scholarship 2022 in Bengali
সক্ষম স্কলারশিপ ২০২২ (Saksham Scholarship 2022) – আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিষয়ে লেখা হয়েছে।
সক্ষম স্কলারশিপ হল প্রযুক্তিগত শিক্ষা (Technical Education) লাভ করার জন্য AICTE (All India Council for Technical Education) –এর উদ্দোগে প্রতিবন্ধী (specially-abled) ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দানের জন্য একটি স্কলারশিপ।
প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে ডিপ্লোমা এবং ডিগ্রি – এই দুটি স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারে।
সক্ষম স্কলারশিপ – আবেদনের যোগ্যতা
- বিশেষভাবে সক্ষম (specially-abled) হতে হবে এবং প্রতিবন্ধকতার পরিমান অন্ততপক্ষে ৪০% বা আরও বেশি হতে হবে।
- ছাত্রছাত্রীকে AICTE অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে প্রযুক্তিগত শিক্ষার ডিপ্লোমা / ডিগ্রি স্তরের প্রথম বর্ষে বা ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে।
- সর্বোচ্চ আয় – সমস্ত উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার বেশি যেন না হয়।
- কোয়ালিফায়িং পরীক্ষা পাশ করার ২ বছরের মধ্যে ডিপ্লোমা / ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে।
- রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ যেমন – প্রগতি স্কলারশিপ (Pragati Scholarships), PMSSS (Prime Minister’s Special Scholarship Scheme) ইত্যাদি পেয়ে থাকলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
সক্ষম স্কলারশিপের পরিমান
কোর্স | পরিমান (প্রতি বছর) | সর্বোচ্চ স্থায়ীত্ব |
টেকনিক্যাল ডিপ্লোমা | ৫০,০০০ টাকা | প্রথম বর্ষের জন্য ৩ বছর দ্বিতীয় বর্ষের জন্য ২ বছর |
টেকনিক্যাল ডিগ্রি | ৫০,০০০ টাকা | প্রথম বর্ষের জন্য ৪ বছর দ্বিতীয় বর্ষের জন্য ৩ বছর |
সক্ষম স্কলারশিপ কত জনকে দেওয়া হয়?
সমস্ত যোগ্য ছাত্রছাত্রী (বিশেষভাবে সক্ষম) যারা AICTE অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে প্রযুক্তিগত শিক্ষার ডিপ্লোমা / ডিগ্রি স্তরের প্রথম বর্ষে বা ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে তাদের প্রত্যেককেই এই স্কলারশিপ দেওয়া হয়।
সংরক্ষণ
যেহেতু সমস্ত যোগ্য আবেদনকারী ছাত্রছাত্রী এই স্কলারশিপ পায় তাই সংরক্ষণের কোনো ব্যাপার নেই।
স্কলারশিপ নির্বাচনের পদ্ধতি
সমস্ত যোগ্য আবেদনকারী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়।
সক্ষম স্কলারশিপ ২০২২ আবেদনের শেষ তারিখ
সক্ষম স্কলারশিপ ২০২২ এর আবেদন আরম্ভ হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ৩১-১০-২০২২।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য ন্যাশন্যাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদনের সময় কী কী কাগজপত্র আপলোড করতে হবে?
- মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট।
- উচ্চ-মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট (ডিগ্রি স্তরের জন্য)।
- ITI সার্টিফিকেট (ডিপ্লোমা স্তরে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে)।
- ডিপ্লোমা সার্টিফিকেট (ডিগ্রি স্তরে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে)।
- ছাত্রছাত্রীর ব্যাঙ্ক পাশবুকের প্রথম পৃষ্ঠা।
- প্রতিবন্ধী সার্টিফিকেট
- আধার কার্ড।
- স্টাডি সার্টিফিকেট (Appendix-I)।
- পারিবারিক ইনকাম সার্টিফিকেট (Appendix-II)।
- ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম (Appendix-III)।
স্কলারশিপ রিনিউয়াল
প্রতি বছর National Scholarship Portal এর মাধ্যমে অনলাইনে রিনিউয়াল করতে হয়। রিনিউয়ালের সময় মার্কশীট এবং প্রতিষ্ঠানের প্রধানের চিঠি আপলোড করতে হয়।
কোনো ছাত্রছাত্রী পরবর্তী শ্রেণি / স্তরে প্রমোটেড না হলে স্কলারশিপ বন্ধ হয়ে যায়।
একনজরে সক্ষম স্কলারশিপ ২০২২
স্কলারশিপের নাম | সক্ষম স্কলারশিপ |
বর্ষ | ২০২২ |
আবেদন আরম্ভ | আরম্ভ হয়ে গেছে |
আবেদন শেষ | ৩১-১০-২০২২ |
স্কলারশিপের পরিমান | বার্ষিক ৫০,০০০ টাকা |
আবেদনকারী | টেকনিক্যাল ডিপ্লোমা এবং ডিগ্রি স্তরের পাঠরত বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী |
অফিসিয়াল ওয়েবসাইট | https://scholarships.gov.in/ |
আরও পড়ুন –
JBNSTS সিনিয়র স্কলারশিপ ২০২২ | JBNSTS Senior Scholarship 2022