পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ ২০২২-২০২৩ (Scholarship for Poor & Meritorious SC/ST Students) – আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, কতজনকে স্কলারশিপ দেওয়া হবে তা নিয়ে লেখা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে ২০২২ সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত SC ও ST সম্প্রদায়ের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হবে।
এই স্কলারশিপকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে –
- ১) পঞ্চম থেকে দশম শ্রেণির SC ও ST ছাত্রীদের জন্য স্কলারশিপ
- ২) নবম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ
Table of Contents
১) পঞ্চম থেকে দশম শ্রেণির SC ও ST ছাত্রীদের জন্য স্কলারশিপ
আবেদন করার যোগ্যতা
- কাস্ট – এটি শুধুমাত্র SC ও ST ছাত্রীরা আবেদন যোগ্য।
- বার্ষিক আয় – পিতামাতার বার্ষিক আয় ৬০,৯২০ টাকা বা এর কম হতে হবে।
- বিদ্যালয়ে উপস্থিতি – অন্ততপক্ষে ৭৫% হতে হবে।
- নম্বর – পূর্ববর্তী শ্রেণিতে পাশ নম্বর / কোয়ালিফাইং মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কতজনকে স্কলারশিপ দেওয়া হবে ?
জাতি | সংখ্যা |
SC | ৬৬ |
ST | ৯৪ |
স্কলার নির্বাচন পদ্ধতি
পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে স্কলার নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র ১৭-১১-২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
কী কী জমা দিতে হবে?
- পূরণ করা আবেদনপত্র।
- পূর্ববর্তী শ্রেণির মার্কশীটের জেরক্স কপি।
- ব্যাঙ্ক পাশবুকের জেরক্স কপি (যেন অ্যাকাউন্ট নম্বর ও IFSC থাকে)।
- ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B)।
২) নবম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ
আবেদন করার যোগ্যতা
- কাস্ট – এটি শুধুমাত্র নবম ও একাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীরা আবেদন যোগ্য।
- বার্ষিক আয় – পিতামাতার বার্ষিক আয় ৩৬,০০০ টাকা বা এর কম হতে হবে।
- বিদ্যালয়ে উপস্থিতি – অন্ততপক্ষে ৭৫% হতে হবে।
- নম্বর – SC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্ততপক্ষে ৬০% এবং ST ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্ততপক্ষে ৪০% নম্বরসহ পূর্ববর্তী শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
কতজনকে স্কলারশিপ দেওয়া হবে ?
জাতি | সংখ্যা |
SC | ২৬ |
ST | ৪২ |
স্কলার নির্বাচন পদ্ধতি
পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে স্কলার নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র ১৭-১১-২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
কী কী জমা দিতে হবে?
- পূরণ করা আবেদনপত্র।
- পূর্ববর্তী শ্রেণির মার্কশীটের জেরক্স কপি।
- ব্যাঙ্ক পাশবুকের জেরক্স কপি (যেন অ্যাকাউন্ট নম্বর ও IFSC থাকে)।
- ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B)।
FAQ
আবেদনের শেষ তারিখ কবে?
১৭-১১-২০২২
ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B) কে দেবেন ?
Form A – MP / MLA / পৌরসভার কমিশনার / পঞ্চায়েত সমিতির সভাপতি / জেলা পরিষদের সদস্য / রাজ্য বা কেন্দ্র সরকারের Group A গ্যাজেটেট অফিসার
Form B – Employer / DDO
কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?
পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীরা।
Read More :
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও