বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ | Vidyasagar Science Olympiad – 2021

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ (Vidyasagar Science Olympiad – 2021) প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা বিভাগ (School Education Department, Government of West Bengal) এবং কলকাতার জগদীস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search, Kolkata) –এর যৌথ উদ্যোগে সংঘটিত ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা যা আমাদের রাজ্যে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সনাক্ত করতে সহায়ক।

Table of Contents

উদ্দেশ্য

  • পশ্চিমবঙ্গের মেধাবী বিজ্ঞান শিক্ষার্থীদের (নবম শ্রেণি) সনাক্তকরণ।
  • তরুণ মনকে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাসিত করা।
  • বিজ্ঞান কর্মশালা এবং সেমিনারগুলি পরিচালনা করে এবং বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সাথে মতবিনিময় করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
  • শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলির লালন করে বিজ্ঞানের প্রতি সৃজনশীল প্রবণতা উত্সাহিত এবং প্ররোচিত করা।
  • মেধাবী শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে ফিট করার জন্য তাদের সহায়তা করা।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ এর যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria for Vidyasagar Science Olympiad – 2021)

স্কুল বিভাগ (School Category)

নিম্নলিখিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে –

  • পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (West Bengal Board of Secondary Education) আওতাধীন সমস্ত সরকারী বিদ্যালয়।
  • সমস্ত বেসরকারী স্বীকৃত সহায়তা প্রাপ্ত ও স্পনসরড বিদ্যালয় (All Non – Government recognised Aided and Sponsored Schools)
  • পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত ডি এ প্রাপ্ত বিদ্যালয় (All D. A. getting schools under West Bengal Board of Secondary Education)।

শিক্ষার্থীদের জন্য যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria for students)

প্রতিটি বিদ্যালয়ের নবম শ্রেণির (IX) শীর্ষ পাঁচজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা সপ্তম শ্রেণির (VII) পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতে প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত শিক্ষক (T.I.C.) দ্বারা মনোনীত হবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ এর সিলেবাস (Syllabus of Vidyasagar Science Olympiad – 2021)

অষ্টম শ্রেণির বিজ্ঞান (ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত)

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ এর পরীক্ষার বিন্যাস (Examination Pattern of Vidyasagar Science Olympiad – 2021)

  • 1st Layer Examination : Intra Unit Competition
  • 2nd Layer Examination : Intra District Competition
  • 3rd Layer Examination : Intra State Competition

1st Layer Examination : Intra Unit Competition

একটি ইউনিটের অন্তর্গত বিভিন্ন স্কুলগুলির মধ্যে পরিচালিত হবে। বৃহত্তর পৌরসভার জন্য, একাধিক পরীক্ষা কেন্দ্র বরাদ্দ হতে পারে।

মোট ~ ৩৪৮ ইউনিট : ৩৪১ ব্লক এবং পৌরসভা + ৭ পৌর কর্পোরেশন।

  • যোগ্যতার মানদণ্ড : প্রতিটি বিদ্যালয়ের নবম শ্রেণির (IX) শীর্ষ পাঁচজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা সপ্তম শ্রেণির (VII)পরীক্ষার পারফরম্যান্সের ভিত্তিতে প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত শিক্ষক (T.I.C.) দ্বারা মনোনীত।
  • সম্ভাব্য মোট পরীক্ষার্থীদের সংখ্যা : ৮৯৪২ স্কুল। প্রতিটি স্কুল থেকে ৫ জন পরীক্ষার্থী। মোট ৪৪,৭১০ জন। (প্রায় ৪৫,০০০)
  • বিষয় : ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science) এবং গণিত (Mathematics)
  • প্রশ্নের ধরণ : ১০০ টি MCQ। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর বাদ যাবে।
  • সিলেবাস : অষ্টম শ্রেণির বিজ্ঞান
  • পূর্ণমান : ১০০ (ভৌত বিজ্ঞান – ৪০, জীবন বিজ্ঞান – ৩০ এবং গণিত – ৩০ )
  • প্রশ্নপত্রের ভাষা : বাংলা এবং ইংরেজি
  • পরীক্ষার তারিখ এবং সময় : ২৭ জুন, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা (৩ ঘন্টা)।
  • পরীক্ষা কেন্দ্র : প্রতিটি ইউনিটে (ব্লক / মিউনিসিপ্যালিটি) ১ টি।
  • আউটকাম :

প্রতিটি ইউনিটের শীর্ষ তিনজন প্রার্থীকে ১,০০০ / – টাকা বই কেনার গ্রান্ট হিসাবে দেওয়া হবে।

প্রতিটি ইউনিট থেকে শীর্ষ ১০% শিক্ষার্থী দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে এবং অংশগ্রহণের শংসাপত্রের দ্বারা স্বীকৃত হবে।

2nd Layer Examination : Intra District Competition

একটি জেলার সমস্ত ইউনিটের প্রথম স্তর থেকে শীর্ষ ১০% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি জেলা থেকে ২০% শিক্ষার্থী তৃতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে।

  • যোগ্যতার মানদণ্ড : একটি জেলার সমস্ত ইউনিটের প্রথম স্তর থেকে শীর্ষ ১০% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী এই পরীক্ষা দিতে পারবে।
  • সম্ভাব্য মোট পরীক্ষার্থীদের সংখ্যা : ৪৫,০০০ এর ১০% = ৪,৫০০ জন।
  • বিষয় : ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science) এবং গণিত (Mathematics)
  • প্রশ্নের ধরণ : ১০০ টি MCQ। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর বাদ যাবে।
  • সিলেবাস : অষ্টম শ্রেণির বিজ্ঞান
  • পূর্ণমান : ১০০ (ভৌত বিজ্ঞান – ৪০, জীবন বিজ্ঞান – ৩০ এবং গণিত – ৩০ )
  • প্রশ্নপত্রের ভাষা : বাংলা এবং ইংরেজি
  • পরীক্ষার তারিখ এবং সময় : ২৫ জুলাই, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা (৩ ঘন্টা)।
  • পরীক্ষা কেন্দ্র : প্রতিটি জেলায় ১ টি । মোট ২৩ টি।
  • আউটকাম :

প্রতিটি ইউনিটের শীর্ষ ১০ জন প্রার্থীকে ২,০০০ / – টাকা বই কেনার গ্রান্ট হিসাবে দেওয়া হবে।

প্রতিটি জেলা থেকে শীর্ষ ২০% শিক্ষার্থী তৃতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে।

3rd Layer Examination : Intra State Competition

আমাদের রাজ্যের সমস্ত জেলার দ্বিতীয় স্তর থেকে শীর্ষ ২০% যোগ্য শিক্ষার্থীর মধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে শীর্ষ ১০০ জন  শিক্ষার্থী বৃত্তি পুরষ্কারের জন্য নির্বাচিত হবে।

  • যোগ্যতার মানদণ্ড : প্রতিটি জেলার দ্বিতীয় স্তর থেকে শীর্ষ ২০% যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী এই পরীক্ষা দিতে পারবে।
  • সম্ভাব্য মোট পরীক্ষার্থীদের সংখ্যা : ৪,৫০০ এর ২০% = ৯০০ জন।
  • বিষয় : ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science) এবং গণিত (Mathematics)
  • প্রশ্নের ধরণ : Short answer type । উল্লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকবে না
  • সিলেবাস : অষ্টম শ্রেণির বিজ্ঞান
  • পূর্ণমান : ৬০ (ভৌত বিজ্ঞান – ২০, জীবন বিজ্ঞান – ২০ এবং গণিত – ২০ )
  • প্রশ্নপত্রের ভাষা : বাংলা এবং ইংরেজি
  • পরীক্ষার তারিখ এবং সময় : ২৯ আগস্ট, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে বিকাল ২ টা (২ ঘন্টা)।
  • পরীক্ষা কেন্দ্র : পশ্চিমবঙ্গের বিভিন্ন জোনে মোট ১০ টি।
  • আউটকাম :

অবশেষে পশ্চিমবঙ্গ থেকে শীর্ষ ১০০ জন শিক্ষার্থী বৃত্তি পুরষ্কার প্রাপক হিসাবে নির্বাচিত হবেন। তাদের নবম ও দশম শ্রেণিতে পড়া চলাকালীন প্রতি মাসে ১,০০০ /- টাকা এবং দুই বছরের জন্য বার্ষিক বই কেনার গ্রান্ট হিসাবে ২,৫০০ /- টাকা এবং শংসাপত্র দেওয়া হবে।

নির্বাচিত প্রতিটি শিক্ষার্থী (১০০ জন) দুটি বিজ্ঞান কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সেখানে পৃথক বিষয় ভিত্তিক জাতীয় অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণ সেশন থাকবে।

আবেদন পদ্ধতি (Application Procedure)

পরীক্ষার জন্য ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হয়।

ওয়েবসাইট – www.jbnsts.ac.in তারপর ‘Vidyasagar Science Olympiad’ মেনু।

অথবা

http://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in/

Direct Application Link : https://jbnsts.ac.in/jbexam/olympiadregistration/schregform.php

Click Here to Apply

বি.দ্র. – শিক্ষার্থীরা নিজে অনলাইনে আবেদন করতে পারবে না। নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত শিক্ষক (T.I.C.) এর সঙ্গে যোগাযোগ করতে হবে। 

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১ এর গুরুত্বপূর্ণ তারিখ ( Important Dates for Vidyasagar Science Olympiad – 2021)

আবেদনের তারিখ

  • আরম্ভ – ১৬ ই এপ্রিল, ২০২১
  • শেষ – ২২ মে, ২০২১ (প্রথমে ১৫ ই মে, ২০২১ ছিল)

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড – ২০২১পরীক্ষার তারিখ (Examination Date Vidyasagar Science Olympiad – 2021)

  • 1st Layer Examination : ২৭ জুন, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা (৩ ঘন্টা)। (স্থগিত, পরে জানানো হবে)
  • 2nd Layer Examination : ২৫ জুলাই, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা (৩ ঘন্টা)
  • 3rd Layer Examination : ২৯ আগস্ট, ২০২১ (রবিবার) – দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা (২ ঘন্টা)।

অ্যাডমিট কার্ড ডাউনলোড

১২ জুন, ২০২১ থেকে ২৭ জুন, ২০২১।

অ্যাডমিট কার্ড (Admit Card Download for Vidyasagar Science Olympiad – 2021)

অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে অনলাইনে ডাউনলোড করতে হবে।

Admit Card Download for Vidyasagar Science Olympiad – 2021

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২১ পরীক্ষার মডেল প্রশ্নপত্র (Download Model Question Paper for Vidyasagar Science Olympiad 2021)

নিচে দেওয়া লিংকগুলি থেকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২১ পরীক্ষার মডেল প্রশ্নপত্র দেখা বা ডাউনলোড করা যাবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২১ পরীক্ষার উত্তরসহ মডেল প্রশ্নপত্র ব্যাখ্যা

Level 1 :

Mathematics : Part-1  |  Part-2  |  Part-3  |  Part-4  |  Part-5  |  Part-6

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২১ mock test Click Here

 

Join Our Facebook Page

  Join Our Telegram Channel 

আরও পড়ুন –

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম | West Bengal Student Credit Card Scheme in Bengali – WBSCCS

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment