উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেমিস্টার পদ্ধতি চালু করতে চলেছে। 2024-2025 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির (XI) জন্য এবং 2025-2026  শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির (XII) জন্য সেমিস্টার পদ্ধতি চালু হবে।

2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসবে। 

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি

✅ সেমিস্টার কাঠামো

এই সেমিস্টার সিস্টেমের কাঠামো হল – 

উচ্চ মাধ্যমিক (Higher Secondary / Senior Secondary) অথবা (10+2) স্তরটি চারটি সেমিস্টারে বিভক্ত – 

  • সেমিস্টার I
  • সেমিস্টার II
  • সেমিস্টার III
  • সেমিস্টার IV

একাদশ শ্রেণি সেমিস্টার I ও সেমিস্টার II এবং দ্বাদশ শ্রেণি সেমিস্টার III ও সেমিস্টার IV -এ ভাগ হয়েছে। 

✅ বিষয় নির্বাচন 

একাদশ শ্রেণিতে ভর্তির সময় তিন ধরণের বিষয় নির্বাচন করতে হবে। প্রতিটি সেমিস্টারেই নির্বাচিত সকল বিষয় পড়তে হবে।  

1) Language Group : দুটি Language Subject নির্বাচন করতে হবে যার মধ্যে একটি থাকবে প্রথম ভাষা থেকে ও অন্যটি থাকবে দ্বিতীয় ভাষা থেকে। 

2) Compulsory Elective : তিনটি সেটের মধ্য থেকে যেকোনো একটি সেট থেকে তিনটি বিষয় নিতে হবে।  

3) Optional Elective : এটি নিয়ে কোনো বাধ্যকতা নেই, ছাত্রছাত্রীরা চাইলে একটি ঐচ্ছিক বিষয় রাখতে পারে। যে সেট থেকে তিনটি Compulsory Elective বিষয় নির্বাচন করেছে সেই সেট থেকেই অন্য একটি বিষয়কে অথবা শিক্ষা সংসদ অনুমোদিত কোনো একটি বৃত্তিমূলক বিষয়কে (Vocational Subject) ঐচ্ছিক বিষয় হিসাবে নিতে পারবে।   

Language Group

First LanguageSecond Language
Bengali-A (BNGA) or Hindi-A (HINA) or Nepali-A (NEPA) or Urdu (URDU) or Santhali (SANT) or Odia (ODIA) or Telugu (TELG) or Punjabi (PNJB)English-B (ENGB)
English-A (ENGA)Bengali-B (BNGB) or Hindi-B (HINB) or Alternative English (ALTE) or Nepali-B (NEPB)

Elective Subject

Set-1 Physics (PHYS) or Nutrition (NUTN)
Chemistry (CHEM) or Geography (GEGR)
Economics (ECON) or Anthropology (ANTH) or Science of Well Being (SOWB)
Mathematics (MATH) or Agriculture (AGRI)
Biological Science (BIOS)
Statistics (STAT) or Psychology (PSYC)
Computer Science (COMS) or Environment Studies (ENVS) or Health & Physical Education (HPED) or Visual Arts (VISA) or Music (MUSC) or Modern Computer Application or (COMA)
Cyber Security (CBST) or Artificial Intelligence (ARTI) or Data Science (DTSC)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only
Set-II Accountancy (ACCT)
Business Studies (BSTD)
Commercial Law and Preliminaries of Auditing (CLPA) or Statistics (STAT)
Costing and Taxation (CSTX)
Economics (ECON) or Science of Well Being (SOWB) or Applied Artificial Intelligence (APAI)
Modern Computer Application (COMA) or Environment Studies (ENVS) or Health & Physical Education (HPED) or Visual Arts (VISA) or Music (MUSC)
Mathematics (MATH)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only
Set-III Political Science (POLS) or Biological Science (BIOS)
Education (EDCN) or Nutrition (NUTN)
Journalism & Mass Communication (JMCN) or Sanskrit (SNSK) or Persian (PRSN) or Arabic (ARBC) or Mathematics (MATH) or Agriculture (AGRI)
Economics (ECON) or Anthropology (ANTH) or Science of Well Being (SOWB) or Applied Artificial Intelligence (ΑΡΑΙ)
Philosophy (PHIL)
Sociology (SOCG)
History (HIST) or Psychology (PSYC) or Statistics (STAT)
Geography(GEGR) or Human Development & Resource Management (HDRM)
Music (MUSC) or Visual Arts (VISA) or Health & Physical Education (HPED) or Environment Studies (ENVS) or Modern Computer Application (COMA)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only

Vocational Subjects

(1) IT & ITES (ITEV) (2) Organised Retailing (ORTV) (3) Health Care (HLCV) (4) Tourism & Hospitality (THLV) (5) Construction (CNSV) (6) Beauty & Wellness (BWLV) (7) Power (POWV) (8) Automobile (ATMV) (9) Security (SEUV) (10) Electronics (ELTV) (11) Plumbing (PLBV) (12) Apparel (APLV) (13) Agriculture (AGLV) (14) Banking, Financial Service & Insurance (BSIV) (15) Food Processing (FDPV) (16) Telecom (TELV).

কোনো ছাত্রছাত্রী নিম্নলিখিত বিষয়গুলি একসঙ্গে নিতে পারবে না। 

  • Any vocational subjects, Music (MUSC) & Visual Arts (VISA).
  • Agriculture (AGRI) and Agriculture (AGLV) of Vocational Subject

✅ বিভিন্ন বিষয়ের জন্য সর্বনিম্ন মার্ক   

উচ্চ মাধ্যমিকে কিছু কিছু বিষয় নিয়ে পড়তে হলে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষাতে কমপক্ষে যা নম্বর প্রয়োজন তা নিচের তালিকাতে দেওয়া হল।

ইলেকটিভ_বিষয় মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষাতে সর্বনিম্ন নম্বর
Physics (PHYS)ভৌতবিজ্ঞানে 35% 
Chemistry (CHEM)ভৌতবিজ্ঞানে 35% 
Mathematics (MATH)গণিতে 35% 
Biological Science (BIOS)জীবনবিজ্ঞানে 35% 
Computer Science (COMS)গণিতে 35% 
Cyber Security (CBST)গণিতে 35% 
Artificial Intelligence (ARTI)গণিতে 35% 
Data Science (DTSC)গণিতে 35% 
Geography (GEGR)ভূগোলে 35% 
Accountancy (ACCT)গণিতে 35% 
Statistics (STAT)গণিতে 35% 
Costing and Taxation (CSTX)গণিতে 35% 

✅ একাডেমিক সেশন

সেমিস্টারআরম্ভ শেষ
I ও IIIমে অক্টোবর 
II ও IVনভেম্বর এপ্রিল 

✅ ভর্তি পদ্ধতি 

সেমিস্টার I : মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সেমিস্টার I এ ভর্তি হবে। যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস আরম্ভ করতে হবে বিদ্যালয়গুলিকে। পরীক্ষাসহ প্রমোশনের কাজটি 30 অক্টোবরের মধ্যে স্কুলকে সম্পূর্ণ করতে হবে। 

সেমিস্টার II : আলাদাভাবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। সেমিস্টার I এ ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করেছে এরকম ছাত্রছাত্রীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রমোশনের মাধ্যমে সেমিস্টার II তে চলে যাবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস আরম্ভ হবে। 

সেমিস্টার III : একাদশ শ্রেণির সেমিস্টার I এবং সেমিস্টার II উত্তীর্ণ হলে 30 এপ্রিলের মধ্যে বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির  সেমিস্টার III তে ভর্তি হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস আরম্ভ হবে। 

সেমিস্টার IV : আলাদাভাবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। সেমিস্টার III এ ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছে এরকম ছাত্রছাত্রীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রমোশনের মাধ্যমে সেমিস্টার IV তে চলে যাবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস আরম্ভ হবে। 

## প্রতিটি সেমিস্টারে উপস্থিতির নির্দিষ্ট হার (%) রয়েছে যার কম উপস্থিতি থাকলে অথবা সংসদ নির্ধারিত ফি না দিলে পরবর্তী সেমিস্টারে পড়তে পারবে না। 

সেমিস্টারভর্তির_তারিখক্লাস_আরম্ভের_তারিখ 
Iমে মাসের মাঝামাঝিমে মাসের মাঝামাঝি
IIপ্রয়োজন নেইনভেম্বরের প্রথম সপ্তাহে
IIIমে মাসের প্রথম সপ্তাহেমে মাসের প্রথম সপ্তাহে
IVপ্রয়োজন নেইনভেম্বরের প্রথম সপ্তাহে

✅ আসন সংখ্যা 

একটি বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে সর্বোচ্চ 275 জন ভর্তি হতে পারবে। 275 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি নিতে গেলে WBCHSE এর অনুমতি নিতে হবে।

✅ রেজিস্ট্রেশন

প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের মধ্যে শুধুমাত্র প্রথম সেমিস্টারেই রেজিস্ট্রেশন করতে হবে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে রেজিস্ট্রেশন না করলে কোনো সেমিস্টার পরীক্ষাতে বসতে পারবে না। 

রেজিস্ট্রেশন বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে হবে। তবে তার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ফি যথাসময়ে বিদ্যালয়ে জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন প্রক্রিয়া ভর্তির বছরের 30 জুনের মধ্যে হবে।  

মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার ফলাফল বেরানোর তিন বছরের (ফলাফল যে বছর বেরিয়েছে সেই বছরসহ) মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। না হলে কোনোভাবেই রেজিস্ট্রেশন করা যাবে না। 

✅ এনরোলমেন্ট 

একাদশ শ্রেণি অর্থাৎ সেমিস্টার I এবং সেমিস্টার II তে পাশ করা ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবে। তাদেরকে 30 জুনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (সেমিস্টার III এবং সেমিস্টার IV) -এর জন্য এনরোলমেন্ট (ফর্ম ফিল-আপ) করতে হবে। এ বিষয়ে কাউন্সিল নোটিফিকেশন প্রকাশ করবে। 

✅ একাদশ শ্রেণির পরীক্ষা পদ্ধতি (সেমিস্টার I এবং সেমিস্টার II) 

একাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষার (তাত্ত্বিক ও ব্যবহারিক) সমস্ত ব্যবস্থাপনা বিদ্যালয়কে করতে হবে। তবে পরীক্ষা WBCHSE এর দেওয়া রুটিন অনুসারে হবে। 

সেমিস্টার_I সেমিস্টার_II
কখন হবে? সেপ্টেম্বর মাসে মার্চ মাসে
কে পরিচালনা করবেন?নিজ বিদ্যালয় নিজ বিদ্যালয় 
কে প্রশ্নপত্র তৈরি করবেন?নিজ বিদ্যালয়ের শিক্ষক নিজ বিদ্যালয়ের শিক্ষক 
কে মূল্যায়ণ করবেন?নিজ বিদ্যালয়ের শিক্ষক নিজ বিদ্যালয়ের শিক্ষক 
পরীক্ষার সেন্টার নিজ বিদ্যালয় নিজ বিদ্যালয় 
প্রশ্নের ধরণ MCQSAQ & DQ
কে উত্তরপত্র সরবরাহ করবেন?নিজ বিদ্যালয় নিজ বিদ্যালয় 

WBCHSE নির্ধারিত সময়ের মধ্যে সেমিস্টার I এবং সেমিস্টার II এর রেজাল্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করতে হবে। 

পাশ মার্ক : প্রতিটি বিষয়ে পাশ করার জন্য মোট নম্বরের 30% নম্বর পেতে হবে। থিয়োরি পরীক্ষা এবং প্রোজেক্ট / প্রাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। দুটি সেমিস্টারের প্রতিটিতে যেকোনো 5 টি বিষয়ে পাশ করলে একাদশ শ্রেণি উত্তীর্ণ হতে পারবে। তবে প্রতি সেমিস্টারে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষাতে পাশ করা বাধ্যতামূলক। 

মোট প্রাপ্ত নম্বর : 5 টি বিষয়ের সর্বোচ্চ নম্বর যোগ করে Grand Total হিসাব করা হবে। 

সেমিস্টার I এ ফেল করা ছাত্রছাত্রীরা সেমিস্টার II তে পড়ার সুযোগ পাবে। তবে তাদেরকে ফেল করা বিষয়গুলিতে (Backlog / Supplementary Subjects) একাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই সেশনের সেমিস্টার II এর সঙ্গে হবে। 

সেমিস্টার II তে ফেল হলে বা সেমিস্টার I এর সাপ্লিমেন্টারি পরীক্ষাতে ফেল হলে পরের শিক্ষাবর্ষে আবার সমস্ত বিষয়েই নতুনভাবে সেমিস্টার I এবং সেমিস্টার II পরীক্ষা দিতে হবে। 

✅ দ্বাদশ শ্রেণির বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি (সেমিস্টার III এবং সেমিস্টার IV) 

দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষার (তাত্ত্বিক ও ব্যবহারিক) সমস্ত ব্যবস্থাপনাই করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) । 

সেমিস্টার_III সেমিস্টার_IV
কখন হবে? সেপ্টেম্বর মাসে এপ্রিল মাসে
কে পরিচালনা করবেন?WBCHSEWBCHSE
কে প্রশ্নপত্র সরবরাহ করবেন?WBCHSEWBCHSE
কে মূল্যায়ণ করবেন?WBCHSE নির্বাচিত পরীক্ষক WBCHSE নির্বাচিত পরীক্ষক 
পরীক্ষার সেন্টার WBCHSE নির্বাচিত সেন্টার WBCHSE নির্বাচিত সেন্টার 
প্রশ্নের ধরণ MCQSAQ & DQ
উত্তরপত্রের ধরণOMRউত্তরপত্র
কে OMR / উত্তরপত্র সরবরাহ করবেন?WBCHSEWBCHSE

প্রাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র WBCHSE যোগান দেবে। তবে প্রাকটিক্যাল পরীক্ষা হবে নিজের বিদ্যালয়ে এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন নিজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। প্রোজেক্টের মূল্যায়নও করবেন নিজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। 

WBCHSE নির্ধারিত সময়ের মধ্যে সেমিস্টার II এর প্রাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্টের নম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করতে হবে। 

পাশ মার্ক : প্রতিটি বিষয়ে পাশ করার জন্য মোট নম্বরের 30% নম্বর পেতে হবে। থিয়োরি পরীক্ষা এবং প্রোজেক্ট / প্রাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। দুটি সেমিস্টারের প্রতিটিতে যেকোনো 5 টি বিষয়ে পাশ করলে দ্বাদশ শ্রেণি পাশ বলে ধরা হবে। তবে প্রতি সেমিস্টারে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষাতে পাশ করা বাধ্যতামূলক। 

মোট প্রাপ্ত নম্বর : 5 টি বিষয়ের সর্বোচ্চ নম্বর যোগ করে Grand Total হিসাব করা হবে। 

সেমিস্টার III এ ফেল করা ছাত্রছাত্রীরা সেমিস্টার IV এ পড়ার সুযোগ পাবে। তবে তাদেরকে ফেল করা বিষয়গুলিতে (Backlog / Supplementary Subjects) দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই সেশনের সেমিস্টার IV এর সঙ্গে হবে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবে সেমিস্টার III এবং সেমিস্টার IV এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। 

সেমিস্টার IV এ ফেল হলে পরের শিক্ষাবর্ষে আবার নতুনভাবে শুধুমাত্র ফেল করা বিষয়গুলিতে (Backlog / Supplementary Subjects) সেমিস্টার IV পরীক্ষা দিতে হবে। সেমিস্টার III এর সাপ্লিমেন্টারি পরীক্ষাতে ফেল হলে পরের শিক্ষাবর্ষে আবার শুধুমাত্র ফেল করা বিষয়গুলিতে সেমিস্টার III পরীক্ষা দিতে হবে।

রেজিস্ট্রেশন করার 7 বছরের (রেজিস্ট্রেশন যে বছর হয়েছে সেই বছরসহ) মধ্যে সমস্ত সেমিস্টার উত্তীর্ণ হতে হবে না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে। কোনোভাবেই পুনরায় ভর্তি বা রেজিস্ট্রেশন করা যাবে না। 

✅ সাপ্লিমেন্টারি পরীক্ষা (Supplementary Examination) 

একাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা

কাদের জন্য? সেমিস্টার I এ একটি বা একাধিক বা সমস্ত বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের জন্য।
কখন হবে? একই শিক্ষাবর্ষে সেমিস্টার II এর সঙ্গে। 
কোন্‌ বিষয়গুলি পরীক্ষা দিতে হবে? ফেল করা বিষয়গুলি। 
কোথায় পরীক্ষা হবে? নিজ বিদ্যালয়ে। 
ফেল করলে কি হবে? পরের শিক্ষাবর্ষে সেমিস্টার I থেকে পড়তে হবে। 
কতবার দেওয়া যাবে? সর্বোচ্চ 7 বার। 

দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা

কাদের জন্য? সেমিস্টার III এ একটি বা একাধিক বা সমস্ত বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের জন্য।
কখন হবে? একই শিক্ষাবর্ষে সেমিস্টার IV এর সঙ্গে। 
কোন্‌ বিষয়গুলি পরীক্ষা দিতে হবে? ফেল করা বিষয়গুলি। 
কোথায় পরীক্ষা হবে? WBCHSE নির্বাচিত সেন্টারে। 
ফেল করলে কী হবে? পরের শিক্ষাবর্ষে সেমিস্টার III তে ফেল করা বিষয়গুলির পরীক্ষা দিতে হবে। এতে ফেল করলে সেই শিক্ষাবর্ষে সেমিস্টার IV এর সঙ্গে হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এইভাবে চলতে থাকবে। 
কতবার দেওয়া যাবে? সর্বোচ্চ 6 বার। 

✅ পরীক্ষার সময়সূচী 

প্রতিটি সেমিস্টারের পরীক্ষার রুটিন WBCHSE প্রকাশ করবে। একাদশ শ্রেণির দুটি সেমিস্টার অর্থাৎ সেমিস্টার I এবং সেমিস্টার II হবে নিজের বিদ্যালয়ে। দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টার অর্থাৎ সেমিস্টার III এবং সেমিস্টার IV হবে নির্দিষ্ট সেন্টারে (পার্শ্ববর্তী বিদ্যালয়ে) তবে তা ঠিক করবে কাউন্সিল। 

✅ পরীক্ষার নম্বর বিভাজন

পূর্ণমান (Theory)সেমিস্টার I & সেমিস্টার IIIসেমিস্টার II & সেমিস্টার IV
8040
1 ঘন্টা 15 মিনিট 
40
2 ঘন্টা
7035
1 ঘন্টা 15 মিনিট 
35
2 ঘন্টা
5020
45 মিনিট 
30
1 ঘন্টা 15 মিনিট 
# 30(#15) 30
45 মিনিট 
(#15) 30
45 মিনিট 

# যে সমস্ত ভোকেশনাল বিষয়ের থিওরির পূর্ণমান 30 সেক্ষেত্রে প্রতিটি সেমিস্টারে 30 নম্বরের পরীক্ষা হবে। তারপর 2 দিয়ে ভাগ করে 15 নম্বরের হিসাবে নিয়ে যাওয়া হবে। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment