অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য
এক লক্ষ নবম শ্রেণির ছাত্র-ছাত্রীকে বার্ষিক ১২,০০০ টাকা বৃত্তি
1) সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ৫৫% বা তার বেশি নম্বর (SC, ST, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 5% ছাড়)
2) পিতামাতার বার্ষিক আয় ৩,৫০,০০০ /- টাকার কম
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বার্ষিক ১২,০০০ টাকা।
প্রতি বছর রিনিউয়্যাল করতে হবে।
পরীক্ষার তারিখ : ১৮-১২-২০২২
আবেদন আরম্ভ : ২৫-০৮-২০২২ আবেদন শেষ : ২০-০৯-২০২২
আবেদন অনলাইনে করতে হয়
অফিসিয়াল ওয়েবসাইট : scholarships.wbsed.gov.in