নিপা ভাইরাসঃ মৃত্যুর পরোয়ানা
BanglawebByKB
নিপা ভাইরাসঃ নামকরণের কারণ
1999 সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপাহ নামক গ্রামে উৎপত্তির কারণে নাম নিপা।
নিপা ভাইরাসঃ কী
নিপা ভাইরাস এক ধরনের আর এন এ (RNA) ভাইরাস। যার
পরিবারঃ প্যারামিক্সোভিরিডি;
গণঃ হেনিপাহ।
নিপা ভাইরাসঃ
উপসর্গ
সংক্রমণের ৩-১৪ দিনের মধ্যে প্রাথমিক ভাবে মাথাব্যথা, পেশীতে ব্যথা, বমি, গলা ব্যথা বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ এছাড়াও শ্বাসকষ্ট, বিভ্রান্তি।
নিপা ভাইরাসঃ
উপসর্গ
২৪-৪৮ ঘন্টার মধ্যে অচেতন অবস্থায় চলে যেতে পারে রুগী। পরবর্তীতে হতে পারে মস্তিস্কে সংক্রমণ।
নিপা ভাইরাসঃ
মৃত্যুর হার
উদ্বেগ জনক ভাবে ৪০% - ৭৫% পর্যন্ত হতে পারে।
নিপা ভাইরাসঃ বাহক
বাদুড় ও রুগ্ন শূকর থেকে ছড়ায় এই রোগ।
নিপা ভাইরাসঃ প্রতিরোধ
বাদুড়ের বর্জ্যমিশ্রিত কুয়োর জল, খেজুর রস বা ভক্ষিত ফল না খাওয়া। রিগ্ন শূকরের মাংস না খাওয়া
নিপা ভাইরাসঃ
রোগ নির্ণায়ক পদ্ধতিঃ
প্রস্রাব, রক্ত, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থেকে পলিমারেজ চেন প্রতিক্রিয়া (আর. টি. পিসিয়ার), এলাইসা, কোষ কালচার দ্বারা ভাইরাসটিকে শনাক্ত করা যায়।
নিপা ভাইরাসঃ প্রাদুর্ভাব
ভারতের কেরালার কোঝিকোড় জেলায়, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এর প্রার্দুভাব দেখা যায়।
Visit
BanglawebByKB