ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (West Bengal Bhabishyat Credit Card – WBBCC) এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ১৮-৪৫ বছর বয়সীরা স্ব-নির্ভর হওয়ার জন্য খুব সহজে ব্যাঙ্ক থেকে ঋণ (সর্বোচ্চ ৫ লক্ষ টাকা) নিতে পারে।
WBBCC “কর্মসাথী” প্রকল্পেরই অন্য রূপ। এটি ০১-০৪-২০২৩ থেকে আরম্ভ হয়েছে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও আবেদনপত্র জমা দেওয়া যায়।
অনলাইনে আবেদন করার সময় কি কি কাগজপত্র (Document) এবং তথ্য (Information) লাগবে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে।
ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (WBBCC) – কি কি কাগজপত্র / তথ্য লাগবে?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য
- আবেদনকারীর পুরো নাম
- পিতার / মাতার / অভিভাবকের নাম
- আবেদনকারীর জন্ম তারিখ
- লিঙ্গ : পুরুষ বা মহিলা বা অন্য
- আবেদনকারীর আধার নং
- আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম (বিবাহিত হলে)
- যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা ( ফোন নং সহ ) : গ্রাম, ডাকঘর, থানা, গ্রাম পঞ্চায়েত, পৌরনিগম / পৌরসভা / ব্লক, জেলা, ফোন নং, ই-মেইল
- প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা ( ফোন নং সহ ) : গ্রাম, ডাকঘর, থানা, গ্রাম পঞ্চায়েত, পৌরনিগম / পৌরসভা / ব্লক, জেলা, ফোন নং (OTP যাবে)
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ নয় / মাধ্যমিক পাশ / উচ্চ-মাধ্যমিক পাশ বা উচ্চশিক্ষিত
- ক্যাটাগরি : তপ: জাতি (SC) / তপ: উপজাতি (ST) / ও. বি. সি. (OBC) / বিশেষভাবে সক্ষম (PHC) / সংখ্যালঘু / সাধারণ
- প্রকল্পের নাম :
- প্রকল্প মূল্য
- ব্যাঙ্কের নাম ও ঠিকানা
- কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন ? : হ্যাঁ / না
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র
- নিজের সচিত্র পরিচয়পত্র (যেকোনো একটি)
- ১) আধার কার্ড
- ২) ভোটার কার্ড
- ৩) ডিজিটাল রেশন কার্ড
- ৪) প্যান কার্ড
- ৫) ড্রাইভিং লাইসেন্স
- ৬) ভারতীয় পাশপোর্ট
- ৭) শারীরিক প্রতিবন্ধকতার পরিচয় পত্র
- ৮) কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত সচিত্র পরিচয় পত্র (যেমন- ডোমিসাইল শংসাপত্র, আবাসিক শংসাপত্র, জন আধার, MGNREGA / NREGS জব্ কার্ড, লেবার কার্ড ইত্যাদি)
- ৯) কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত তপঃ জাতি/তপঃ উপজাতি/ ও বি সি শংসাপত্র
- ১০) ট্রান্সজেন্ডার পরিচয় পত্র
- ১১) ছবিসহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সাম্প্রতিক পাশ বই
- ১২) আর্টিসান/তত্ত্ববায় পরিচয় পত্র
- ১৩) CGHS /ECHS কার্ড
- ১৪) সরকারি সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/নিয়ন্ত্রক সংস্থা প্রদত্ত সচিত্র পরিচয় পত্র
- ১৫) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বিদ্যালয়/শিক্ষা/কারিগরি শিক্ষা/ গবেষণা প্রতিষ্ঠান প্রদত্ত সচিত্র পরিচয় পত্র
- ১৬) কর্তৃপক্ষ নির্ধারিত/স্বীকৃত অন্য যে কোনো সচিত্র পরিচয় পত্র
- বসবাসের প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র।
- প্রকল্পের বিবরণ।
অনলাইনে আবেদনের সময় কী কী আপলোড করতে হবে?
ডকুমেন্টের_নাম | ফর্মাট | ডিজিটাল_সাইজ | রিজোলিউশান_(Wdt_x_Hgt) |
আবেদনকারীর ছবি | JPEG | 20 KB – 100 KB | 350 x 350 pixels |
স্বাক্ষর | JPEG | 20 KB – 50 KB | 200 x 230 pixels |
সচিত্র পরিচয়পত্র | সর্বোচ্চ 2 MB A4 পেপার সাইজ | ** | |
বসবাসের প্রমাণপত্র | সর্বোচ্চ 2 MB A4 পেপার সাইজ | ** | |
বয়সের প্রমাণপত্র | সর্বোচ্চ 2 MB A4 পেপার সাইজ | ** | |
প্রকল্পের বিবরণ | সর্বোচ্চ 2 MB A4 পেপার সাইজ | ** | |
প্যান কার্ড | সর্বোচ্চ 2 MB A4 পেপার সাইজ | ** |
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও