ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Bhabishyat Credit Card Scheme – WBBCCS) হল পশ্চিমবঙ্গের ১৮-৪৫ বছর বয়সী তরুণ উদ্যোক্তাদের স্ব-কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগ । এর মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
রাজ্যের গ্রামীণ ও শহুরে এলাকায় আয় বৃদ্ধি, সম্পদ সৃষ্টি এবং আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবকদের স্বনির্ভর হওয়ার সুবিধা প্রদানের জন্যই ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ।
সারা রাজ্যের গ্রামীণ ও শহুরে এলাকার প্রতিবছর প্রায় ২ লাখ যুবক ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাবে।
আরম্ভ এবং স্থায়ীত্ব
WBBCCS ০১ এপ্রিল, ২০২৩ থেকে চালু হয়েছে এবং এটি চলবে ৫ বছর, যদি সরকার এটি তুলে না নেয়।
ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
- ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা (অন্ততপক্ষে শেষ ১০ বছর) হতে হবে।
- বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
- পরিবহন কাজে নিযুক্ত শ্রমিক এবং নির্মাণ কর্মীরাও আবেদন করতে পারবে।
- প্রতি পরিবার থেকে কেবলমাত্র একজন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন যোগ্য হবে। পরিবার বলতে স্বামী এবং স্ত্রী – দুজনকে বোঝানো হয়েছে।
- পারিবারিক বার্ষিক আয়ের কোনো সীমা নেই।
- কেন্দ্র / রাজ্য সরকারী / আধা-সরকারী কর্মীরা বা তার পরিবার আবেদন করতে পারবে না।
- যেকোনো ব্যাঙ্কের বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপকারীরা (Defaulter) আবেদন করতে পারবে না।
কোন্ কোন্ উদ্যোগের জন্য আবেদন করা যাবে?
আয় পাওয়া যাবে এমন যেকোনো প্রজেক্ট করার জন্য সাহায্য পাওয়া যাবে। যেমন – ডেয়ারি, পোল্ট্রি, ফিসারি, শুকর চাষ ইত্যাদি।
যারা আগে থেকে এই ধরণের লাভজনক প্রকল্প চালু রেখেছে তারাও আবেদন করতে পারবে।
যারা কর্মসাথী প্রকল্পের অধীনে স্পনসর হয়ে আছে কিন্তু ০১-০৪-২০২৩ এর মধ্যে অনুমোদিত হয়নি তারা এই প্রকল্পে আসতে পারে।
প্রকল্প মূল্য
সর্বাধিক প্রকল্প মূল্য হবে ৫ লক্ষ টাকা।
ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আর্থিক সহযোগিতা
দুই রকম সহযোগিতা পাওয়া যাবে – ব্যাঙ্ক ঋণ এবং সরকারি ভর্তুকি (Subsidy)
সরকারি ভর্তুকি : প্রকল্প মূল্যের ১০% । তবে সর্বোচ্চ ২৫,০০০ টাকা ভর্তুকি।
ব্যাঙ্ক ঋণ : প্রকল্প মূল্যে – সরকারি ভর্তুকি
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম গ্যারেন্টি কভারেজ
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়ার জন্য কোনো গ্যারেন্টার লাগে না। ১০০% পর্যন্ত ক্রেডিট গ্যারেন্টি থাকে যার দায়িত্বে থাকে ব্যাঙ্ক, রাজ্য সরকার এবং ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট ফান্ড (CGTMSE)
CGTMSE গ্যারেন্টি কভারেজ | সর্বোচ্চ ৮৫% |
রাজ্য সরকারের গ্যারেন্টি কভারেজ | সর্বোচ্চ ১৫% |
CGTMSE এই গ্যারেন্টি কভারেজের জন্য বার্ষিক গ্যারেন্টি ফি কাটবে।
আরও পড়ুন : ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (WBBCC) – কি কি কাগজপত্র / তথ্য লাগবে?
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও