চাকরিহারা শিক্ষাকর্মীদের (Group C ও Group D) ভাতা দেওয়ার স্কিম

West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025

SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত Group C ও Group D কর্মী যারা 03-04-2025 তারিখের সুপ্রিম কোর্টের অর্ডার (Civil Appeal No. 4800 of 2025 (State of West Bengal v. Baisakhi Bhattacharyya & Ors.)) অনুসারে চাকরি হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা করার কথা পশ্চিমবঙ্গ সরকার আগেই ঘোষনা করেছিল। 

সেই আর্থিক সহায়তা করার জন্য ভারতের সংবিধানের 162 Article অনুসারে সরকার এক নতুন স্কিম ঘোষণা করেছে যার নাম West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025।  

এই স্কিম 01-04-2025 থেকে কার্যকর। 

চাকরিহারা শিক্ষাকর্মীদের Group C ও Group D ভাতা দেওয়ার স্কিম (West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025)

কারা এই স্কিমে আবেদন যোগ্য? 

West Bengal Central School Service Commission এর নেওয়া 2016 সালের Selection Process এর মাধ্যমে নির্বাচিত Group C এবং Group D কর্মী, যারা চাকরি হারিয়েছেন এবং বেতন বন্ধ হয়েছে তারা এই স্কিমে আবেদন করতে পারবে। 

তবে লক্ষ্য রাখতে হবে 

i) আবেদন জমা দেওয়ার তারিখে অবসরের বয়স অতিক্রম করেনি।

ii) আবেদনের সময় অন্য কোনও সংস্থায় লাভজনকভাবে নিযুক্ত না হওয়া।

Group C ও Group D কর্মীদের ভাতার পরিমাণ

স্কিমের জন্য যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত হারে মাসিক ভাতা পাবে 

Group C25,000/- টাকা
Group D20,000/-  টাকা

কীভাবে আবেদিন করতে হবে?

প্রয়োজনীয় সহায়ক নথিপত্রসহ, নির্ধারিত ফর্ম্যাটে (Annexure-A) স্কুল শিক্ষা বিভাগের প্রধান সচিব বা অতিরিক্ত মুখ্য সচিব এর কাছে আবেদন করতে হবে। তবে তিনি যে স্কুলে শেষবার নিযুক্ত ছিলেন, সেই জেলার সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে একটি আবেদন জমা দিতে হবে। আবেদনটি স্কুল শিক্ষা দপ্তর শ্রম দপ্তরের কাছে পাঠাবে। 

আপিল কর্তৃপক্ষ

শ্রম দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব/প্রধান সচিব/সচিব এই প্রকল্পে আপিল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। আপিল কর্তৃপক্ষ সরকারি আদেশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে কার্য সম্পাদন করবে। 

কখন ভাতা বন্ধ হবে?

নিম্নলিখিত যেকোনো ঘটনা ঘটলে সুবিধাটি বন্ধ করে দেওয়া হবে – 

i) আবেদনকারীর মৃত্যু হলে;

ii) আবেদনকারীর অবসরকালীন বয়স পূর্ণ হওয়ার তারিখে;

iii) Review Petition (পশ্চিমবঙ্গ রাজ্য বনাম বৈশাখী ভট্টাচার্য ও অন্যান্য) এর চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ততা অর্জনের পর, যেটি আগে ঘটে;

iv) রাজ্য সরকার কর্তৃক সময়ে সময়ে প্রকল্পে নির্ধারিত অন্য কোনও বিধানের কারণে;

v) আবেদনকারী অন্য কোনো জীবিকা্তে নিযুক্ত হলে; অথবা

vi) রাজ্য সরকারের বিবেচনার ভিত্তিতে; 

যেটি আগে ঘটবে।

কীভাবে টাকা পাবে?

প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে ক্রেডিট হবে।

Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 year ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

2 years ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

2 years ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

2 years ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

2 years ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

2 years ago