ইনকাম সার্টিফিকেট (বিডিও) – কি কি কাগজপত্র / তথ্য লাগবে?

সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) এর থেকে ইনকাম সার্টিফিকেট (Income Certificate) নেওয়ার জন্য গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আনতে হয়।

ইনকাম সার্টিফিকেট এর জন্য West Bengal e-District পোর্টালে অনলাইনে আবেদন করতে হয়।

অনলাইনে আবেদন করার সময় কি কি কাগজপত্র (Document) এবং তথ্য (Information) লাগবে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে।

ইনকাম সার্টিফিকেট (বিডিও এর থেকে) – কি কি কাগজপত্র / তথ্য লাগবে?

বিডিও ইনকাম সার্টিফিকেট এর আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য

  • আবেদনকারীর পুরো নাম
  • আবেদনকারীর জন্ম তারিখ
  • লিঙ্গ : পুরুষ বা মহিলা বা অন্য
  • মোবাইল নম্বর
  • ই-মেল
  • আবেদনকারীর আধার নং
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা : গ্রাম বা ওয়ার্ড, ডাকঘর, থানা, ব্লক / পৌরনিগম / পৌরসভা, মহকুমা, জেলা, পিন কোড।
  • পিতা-মাতা বা স্বামীর নাম
  • বার্ষিক আয়
  • ইনকামের বর্ষ
  • ইনকাম সার্টিফিকেট নেওয়ার কারন।

ইনকাম সার্টিফিকেট এর আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র

বসবাসের প্রমাণপত্র : আধার কার্ড / প্যান কার্ড / ভোটার কার্ড (EPIC) / ডিজিটাল রেশন কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভারতীয় পাশপোর্ট / কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত সচিত্র পরিচয় পত্র (যেমন- ডোমিসাইল শংসাপত্র, আবাসিক শংসাপত্র, জন আধার, MGNREGA বা NREGS জব্ কার্ড, লেবার কার্ড ইত্যাদি)/ ডিফেন্স ID কার্ড / S.D.O. প্রদত্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ।

আয়ের শংসাপত্র : স্যালারি সার্টিফিকেট / ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট / ইনকাম সার্টিফিকেট (গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলার প্রদত্ত)

অন্য যেকোনো : এটি না আপলোড করলেও হবে।

West Bengal e-District পোর্টালে অনলাইনে আবেদনের সময় কী কী আপলোড করতে হবে?

ডকুমেন্টের_নামফর্মাটডিজিটাল_সাইজ
আবেদনকারীর ছবিjpg, jpegসর্বোচ্চ 100 KB
বসবাসের প্রমাণপত্রjpg, jpeg, pjpeg, pdfসর্বোচ্চ 100 KB
আয়ের শংসাপত্রjpg, jpeg, pjpeg, pdfসর্বোচ্চ 100 KB
অন্য যেকোনোjpg, jpeg, pjpeg, pdfসর্বোচ্চ 100 KB
ইনকাম সার্টিফিকেট – বিডিও এর থেকে (Income Certificate) – Document List