দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) – পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন জনসংযোগ প্রকল্প। রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পের সুযোগ সুবিধা। আর তাতে সাহায্য করবে সাড়ে তিন লক্ষ ‘দিদির দূত‘ ।
সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে। জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি।
কর্মসূচির নামাঙ্করণ করেছেন দলের যুব আইটি সেলের কর্মীরা।
Table of Contents
কবে থেকে আরম্ভ হবে এবং কতদিন চলবে?
আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে শুরু হবে এই কর্মসূচি। এই কর্মসূচি চলবে দু’মাস।
এই প্রকল্পে কারা সুবিধা পাবে ?
পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি পরিবার অর্থাৎ ১০ কোটি মানুষ।
দিদির সুরক্ষা কবচ -এর উদ্দেশ্য :
বাংলার ১০ কোটি মানুষ এবং ২ কোটি বাড়ির সমস্যা, অভাব, অভিযোগের কথা দলের শীর্ষ স্তরে, এমনকি নেত্রীর কাছে পৌঁছে দেওয়া।
রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে তাঁদের কোথায় কী অসুবিধা রয়েছে, পরিষেবা আদৌ পাচ্ছেন কিনা, তা সম্যকভাবে জানা।
দিদির সুরক্ষা কবচ -এর অন্তর্ভুক্ত প্রকল্প :
সামাজিক সুরক্ষা, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, খাদ্য এবং উপার্জন – এই ৬ টি ক্ষেত্রে ১৫ টি প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে ‘দিদির সুরক্ষা কবচ’ এ।
বিভাগের_নাম | প্রকল্পের_নাম |
১) সামাজিক সুরক্ষা | ১) লক্ষ্মীর ভান্ডার, ২) কৃষক বন্ধু, ৩) সামাজিক সুরক্ষা যোজনা, ৪) বিধবা ভাতা, ৫) মানবিক পেনশন ৬) জয় বাংলা (জয় জোহার ও তপসিলি বন্ধু) |
২) শিক্ষা | ৭) স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ৮) কন্যাশ্রী, ৯) ঐক্যশ্রী, ১০) শিক্ষাশ্রী |
৩) আবাস | ১১) বাংলার আবাস যোজনা, ১২) নিজ গৃহ নিজ ভূমি |
৪) স্বাস্থ্য | ১৩) স্বাস্থ্য সাথী |
৫) খাদ্য | ১৪) খাদ্য সাথী |
৬) উপার্জন | ১৫) যুবশ্রী |
‘দিদির সুরক্ষা কবচ’ কারা কার্যকর করবেন?
তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবী যারা দিদির দূত হিসাবে কাজ করবেন এবং ৩৫০ রাজ্য নেতা।
অংশগ্রহণকারী নেতাদের কাজ :
- প্রতিটি অঞ্চলে দশ দিন করে রাত্রিযাপন করবেন। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা যাতে নেত্রীর কাছে পৌঁছয়, তার ব্যবস্থা করবেন।
- এলাকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যাতে জানা যায় তার জন্য সারপ্রাইজ় ভিজ়িটও করতে হবে। ।
- রাজনৈতির স্তরের নেতারা যখন দশ দিনের সফরে যাবেন, তখন সফর শুরু করতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
- প্রতিটি এলাকার মাহাত্ম্যপূর্ণ স্থান দর্শন করতে হবে।
- সমাজের প্রভাবীদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে, যাতে তাঁরা এলাকার ভালমন্দ সম্পর্কে নিজেদের মতামত জানাতে পারেন।
- এলাকার মানুষের সঙ্গে মধ্যাহ্ণভোজ সেরে এর পর জনসংযোগ করতে হবে নির্দিষ্ট বুথে।
- এলাকার মানুষজনকে দিদির সুরক্ষাকবচের ১৫টি প্রকল্পের কথা জানানো, দশ দিনের সফর শেষে দিদির দূতেরা কী কী করবেন, সে ব্যাপারেও অবগত করা।
- সন্ধ্যায় দলের কর্মীদের নিয়ে বৈঠক করবেন রাজ্য স্তরের নেতারা। দিদির দূত হিসাবে যাঁরা কাজ করবেন, তাঁদের কী কী করতে হবে তা বুঝিয়ে দেবেন তাঁরা।
দিদির দূত – এর কাজ :
- নেতারা চলে আসার পরের দিন থেকে দিদির দূতেরা গিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে দেখবেন, জনগণ সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না।
- বাড়ি বাড়ি ঘুরে দিদির সুরক্ষাকবচ দেওয়ার ক্যালেন্ডার ও ডোর স্টিকারও বিতরণ করা।
- ব্যান্ড এবং দিদির দূত লেখা ব্যাজ নিজে পরবেন এবং যাঁদের বাড়িতে যাচ্ছেন, তাঁদেরও পরাতে পারেন।
- প্রত্যেক বাড়িতে ৩০ মিনিট করে সময় কাটানো।
- দিদির যোগ্য দূত হিসাবে আচরণ করা। বিনম্র আচরণ করার ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া।
- কাজের বাইরে অন্তত ২ ঘণ্টা করে দলকে সময় দেওয়া।
- প্রত্যেক বুথ থেকে ৫টি করে টিম তৈরি করতে হবে। প্রতিটি টিমে থাকবেন ৪ থেকে ৫ জন। তাঁদের কাজ হবে, মাসে দশ দিন অন্তত ৫টি করে বাড়িতে যাওয়া। বাড়ি ম্যাপ করা থাকবে।
- প্রত্যেক জেলা হেড কোয়ার্টার থেকে প্রত্যেককে একটি করে কিট ব্যাগ সংগ্রহ করা।
কিট ব্যাগে কী কী থাকবে?
- ৮ তারিখ থেকে জেলার হেড কোয়ার্টারে পাওয়া যাবে কিট ব্যাগ। দিদির দূতেদের তা সংগ্রহ করতে হবে।
- ‘দিদির সুরক্ষা কবচ’ সংক্রান্ত নির্দেশিকা।
- দিদির অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি।
- কিউ আর কোড থাকবে। স্ক্যান করে ‘দিদির দূত’ অ্যাপটি ডাউনলোড করা যাবে।
- ২০২৩ এবং ২০২৪ দু’বছরের ক্যালেন্ডার যা বাড়িতে বাড়িতে দিতে হবে।
- ব্যান্ড এবং দিদির দূত লেখা ব্যাজ।
একনজরে ‘দিদির সুরক্ষা কবচ’ ২০২৩
প্রকল্পের নাম | দিদির সুরক্ষা কবচ |
বর্ষ | ২০২৩ |
আরম্ভ হওয়ার তারিখ | ১১-০১-২০২৩ |
শেষ হওয়ার তারিখ | আরম্ভ থেকে ৬০ দিন |
সুবিধাভোগী | বাংলার ১০ কোটি মানুষ |
উদ্দেশ্য | জনসংযোগ |
দুয়ারে সরকার ২০২২ – স্কিম লিস্ট, ক্যাম্পের তারিখ | Duare Sarkar 2022
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও