সরকারি প্রকল্প

ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা | Inter Caste Marriage in West Bengal

যদি আপনি অসবর্ণ বিবাহ বা ইন্টার কাস্ট ম্যারেজ স্কিম (Inter Caste Marriage Scheme in West Bengal) কী, যোগ্যতা, সুবিধা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজ পত্র সম্বন্ধে জানতে চান তবে এই পোস্টটি আপনার জন্য খুব উপযোগী হতে পারে।

পশ্চিমবঙ্গে অসবর্ণ বিবাহ বা ইন্টার কাস্ট ম্যারেজের জন্য উৎসাহ ভাতা (Incentive for Inter Caste Marriage in WB) দেওয়া হয়।

এটি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের একটি স্কিম।

অসবর্ণ বিবাহ বা ইন্টার কাস্ট ম্যারেজ কথার অর্থ (inter caste marriage meaning in Bengali)

ইন্টার কাস্ট ম্যারেজ এর বাংলাতে মানে হল অসবর্ণ বিবাহ। এক জাতির মানুষের সঙ্গে অন্য জাতির মানুষের বিবাহ। তবে এই ধরণের বিবাহের জন্য উৎসাহ ভাতা পেতে গেলে বর এবং কনের মধ্যে একজনকে অবশ্যই তপশীল জাতি (SC) এবং অপরজনকে সাধারণ (General) শ্রেণীর অন্তর্ভুক্ত হতেই হবে।

ইন্টার কাস্ট ম্যারেজ (Inter Caste Marriage) উৎসাহ ভাতা পাওয়ার যোগ্যতা

(১) স্বামী ও স্ত্রী দুজনের মধ্যে একজনকে অবশ্যই তপশীল জাতি (SC) এবং অপরজনকে সাধারণ (General) শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের জাতিগত শংসাপত্র থাকা আবশ্যিক।

(২) হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ (Hindu Marriage Act, 1955) অথবা বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) অনুসারে বিবাহটিকে স্বীকৃত হতে হবে। বিবাহ নিবন্ধন শংসাপত্র (Marriage Registration Certificate) এর স্ব-প্রত্যয়িত কপি দাখিল করতে হবে।

(৩) স্বামী ও স্ত্রী উভয়েরই একমাত্র প্রথম বিবাহের ক্ষেত্রে ‘ইন্টার কাস্ট বিবাহ’ এর উৎসাহ ভাতা পাওয়া যায়। পরবর্তী বিবাহের ক্ষেত্রে এই উৎসাহ ভাতা পাওয়া যায় না।

(৪) স্বামী ও স্ত্রীর Joint Bank Account থাকা বাধ্যতামূলক এবং 1st Account Holder স্ত্রীকে হতে হবে।

(৫) উভয়ের মোট বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

ইন্টার কাস্ট ম্যারেজ উৎসাহ ভাতার পরিমাণ (inter caste marriage benefits in West Bengal)

স্বামী ও স্ত্রীর এর Joint Bank Account এ এই ভাতা সরাসরি দেওয়া হয়। ইন্টার কাস্ট ম্যারেজ উৎসাহ ভাতার পরিমাণ ৩০,০০০ টাকা। এটি একবারই দেওয়া হয়।

ইন্টার কাস্ট ম্যারেজ উৎসাহ ভাতা পাওয়ার আবেদন পদ্ধতি (inter caste marriage online apply)

কখন আবেদন করতে হয়?

বিবাহের এক বছর পর পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যান দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (www.anagrasarkalyan.gov.in) আবেদন করতে হয়।

কিভাবে আবেদন করতে হয়?

আবেদন করার আগে যে কথাগুলি মনে রাখতে হবে সেগুলি হল –

  • ১) স্বামী ও স্ত্রীর এর মধ্যে যিনি তপশীল জাতির (SC) হবেন তিনি আবেদনকারী / আবেদনকারিনী হবেন। অন্যজন স্পাউস বা কো-অ্যাপ্লিক্যান্ট হবেন।
  • ২) উভয়েরই ভোটার কার্ড, আধার কার্ড এবং ফোন নম্বর থাকতে হবে।
  • ৩) আবেদনকারী / আবেদনকারিনীর জাতিগত শংসাপত্র (Caste Certificate) থাকতে হবে।

Step-1 : প্রথমে অনগ্রসর কল্যান দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ডানদিকে থাকা ICM অপশনে ক্লিক করতে হবে।

Step-2 : ইন্টার কাস্ট ম্যারেজ উৎসাহ ভাতার আবেদনপত্রটি আসবে। তা পুরণ করে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

Step-3 : অনলাইনে পূরণ করা আবেদনপত্রটি ডাউনলোড করে তাতে আবেদনকারী/আবেদনকারিনীকে স্বাক্ষর করতে হবে।

Step-4 : আবেদনপত্রটির সঙ্গে নিম্নিলিখিত লিস্টে থাকে ডকুমেন্টগুলি সহ নিজ জেলার PO-cum-DWO/DWO এর অফিসে জমা দিতে হবে।

inter caste marriage scheme in West Bengal documents required

কী কী আপলোড করতে হবে?

  • স্বামী ও স্ত্রী উভয়ের Joint Photo
  • বিবাহ নিবন্ধন শংসাপত্র (Marriage Registration Certificate)
  • বয়সের প্রমাণ হিসাবে উভয়ের জন্ম শসাংপত্র (Birth Certificate) অথবা বিদ্যালয় শংসাপত্র (School Certificate) অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • উভয়ের জাতিগত শংসাপত্র (Caste Certificate)
  • পরিচয় পত্রের প্রমাণ হিসাবে উভয়ের ভোটার কার্ড।
  • আবেদনকারীর ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড

কী কী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে?

(১) উভয়ের জন্ম শসাংপত্র (Birth Certificate) অথবা বিদ্যালয় শংসাপত্র (School Certificate) অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ব-প্রত্যয়িত কপি।

(২) Joint Photo উভয়ের স্বাক্ষরিত ২ কপি।

(৩) উভয়ের পরিচয় পত্রের স্ব-প্রত্যয়িত কপি দাখিল করতে হবে।

(৪) উভয়ের ঠিকানার উপযুক্ত প্রমান পত্রের স্ব-প্রত্যয়িত কপি দাখিল করতে হবে।

(৫) বিবাহ নিবন্ধন শংসাপত্র (Marriage Registration Certificate) এর স্ব-প্রত্যয়িত কপি।

(৬) উভয়ের জাতিগত শংসাপত্র (Caste Certificate)

banglaweb

View Comments

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

2 days ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

4 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago