শিক্ষা

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ | West Bengal Student Internship Scheme 2022

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ (West Bengal Student Internship Scheme 2022) আবেদন যোগ্যতা, ভাতার পরিমাণ, কতজন নেওয়া হবে? আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি।

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ (West Bengal Student Internship Scheme 2022) হল উচ্চ শিক্ষা দফতরের উদ্যোগে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্নাতক ছাত্রছাত্রীদের জন্য এক নতুন প্রকল্প।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর রাজ্যের পড়ুয়াদের জন্য এটি নতুন একটি প্রকল্প।   

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় আসার যোগ্যতা

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতাভুক্ত হতে গেলে

  • ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
  • ন্যূনতম স্নাতক হতেই হবে। আইটিআই (ITI) বা পলিটেকনিক বা সমতুল্য যোগ্যতার ছাত্রছাত্রীরাও এই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় আসতে পারেন।
  • কমপক্ষে ৬০% নম্বর থাকা অত্যাবশ্যক।

স্নাতক পাশ করা ছেলে মেয়েরাও যেমন প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিতে পারবেন স্নাতক পড়ুয়ারাও। তবে পড়তে পড়তে যাঁরা প্রশিক্ষণ নিতে চান, তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ আনতে হবে।

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের সুবিধা

১) প্রশিক্ষণ চলাকালীন ইন্টার্ন বা শিক্ষানবিশরা মাসিক ৫,০০০ টাকা করে ভাতা পাবেন। এক বছরের জন্য এই ইন্টার্নশিপ হবে।

২) প্রত্যেককে প্রশিক্ষণ শেষে শংসাপত্রও দেওয়া হবে।

৩) পরবর্তীকালে যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের বিভিন্ন অফিসে, রাজ্য সরকারের আওতাধীন অফিসে, ব্লক অফিস, মহকুমা অফিস, জেলা অফিসে কাজ পাবেন।

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কতজন নেওয়া হবে?

এই স্কিমের আওতায় প্রতি বছর ৬,০০০ জনকে ইন্টার্নশিপে নেওয়া হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

আবেদন এখনো চালু হয়নি। আবেদন পদ্ধতিকে সহজ করে তুলতে ওয়েবসাইট চালু করা হবে। সেখানেই অনলাইনে আবেদন করা যাবে। সিলেকশন কমিটি থাকবে। তারাই বেছে নেবে ইন্টার্নদের।

কাজ কী হবে?

শিক্ষানবিশদের জানানো হবে সরকারি প্রকল্পের বিষয়ে। শেখানো হবে কীভাবে সরকারি প্রকল্পগুলি কার্যকর হয়। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে হবে রাজ্য সরকারের অফিসে। কর্মী নিয়োগ করা হবে ব্লক, জেলাস্তরেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে এলাকায় যিনি থাকেন তার কাছেই তাকে কাজ দেওয়া হবে। এক বছরের জন্য নেওয়া হবে প্রাথমিকভাবে। ভালো কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ বাড়বে। উপযুক্ত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হবে। যা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন

banglaweb

Recent Posts

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

3 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

4 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO)

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO) সূর্য সৌরজগতের নিকটতম এবং বৃহত্তম…

8 months ago