ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম | West Bengal Student Credit Card Scheme in Bengali – WBSCCS
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Student Credit Card Scheme – WBSCCS) হল পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্যে বা বিদেশে পড়াশোনা করার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত নামমাত্র সুদে ঋণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।
WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাঙ্ক
West Bengal State Co-operative Bank এবং West Bengal State Co-operative Bank দ্বারা অনুমোদিত Central Co-operative Bank / District Central Co-operative Bank অথবা Public / Privet Sector Bank ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর বাস্তবায়নের দায়িত্বে আছে।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সুবিধা
- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট করা হবে।
- নামমাত্র সুদ, বার্ষিক সুদের হার ৪%।
- পড়াশোনা চলাকালীন সম্পুর্ণ সুদ দিয়ে থাকলে সুদের হারে ১% ছাড় (Rebate) থাকে।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
- ছাত্রছাত্রীকে ভারতীয় হতে হবে। ছাত্রছাত্রীকে অথবা তার পরিবারকে (পিতামাতা বা লিগাল গার্ডিয়ান) শেষ ১০ বছর (আবেদনের তারিখ থেকে) পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। ছাত্রছাত্রীকে একটি স্ব-ঘোষণাপত্র (Annexure-I) আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
- ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্যে বা বিদেশে মাধ্যমিক (Secondary) / উচ্চ-মাধ্যমিক (Higher Seceodary) / স্নাতক (Under Graduate) / স্নাতকোত্তর (Post Graduate) / প্রফেশনাল (মেডিসিন, সার্জারি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইন, ব্যবসা, অর্থনীতি, অ্যাকাউনট্যান্সী, ফিজিওথেরাপি, সাইকোলজি, টেকনোলজি ইত্যাদি) / ডিপ্লোমা কোর্স / ডক্টরাল বা পোস্ট ডক্টরাল রিসার্চ ইত্যাদিতে ভর্তি হতে হবে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Examination) যেমন Engineering / Medical / Law, IAS, IPS, WBCS, SSC, UPSC, PSC ইত্যাদির কোচিং প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এই কোর্সগুলি কোনো স্বীকৃত বিদ্যালয় / মাদ্রাসা / কলেজ / ইউনিভার্সিটি / অন্যান্য প্রতিষ্ঠান যেমন – IIT, IIM, IIS, IIEST, ISI, NLU, AIIMS, NIT, XLRI, BITS, SPA, NID, IIFT, ICFAI Business School ইত্যাদি থেকে করতে হবে।
- আবেদন করার সময় ছাত্রছাত্রীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কোন কোন কোর্স বা কোন প্রতিষ্ঠানে পড়লে পাওয়া যায়?
WBSCC পাওয়ার জন্য আবেদন করতে গেলে উপরে উল্লিখিত কোর্সগুলির মধ্যে যেকোনো একটিতে ভর্তি হতে হবে। এছাড়াও ছাত্রছাত্রী যে প্রতিষ্ঠানে যে কোর্সটিতে ভর্তি হয়েছে তা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করে কিনা তা কিভাবে চেক করা যা তা হল –
- প্রথম ধাপ – WBSCC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট।
- দ্বিতীয় ধাপ – Student Registration এর উপর ক্লিক করতে হবে।
- তৃতীয় ধাপ – পেজটিকে একটু স্ক্রল করে Present Course of Study তে এসে Programme Type সিলেক্ট করার পর Programme Name Drop Down থেকে দেখতে হবে আপনার ভর্তি হওয়া কোর্সটি আছে কি নেই।
- চতুর্থ ধাপ – State of Institution এবং District of Institution সিলেক্ট করার পর Name of Institution Drop Down থেকে দেখতে হবে আপনার ভর্তি হওয়া প্রতিষ্ঠানের নাম আছে কিনা।

ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর টাকা কোন কোন ক্ষেত্রে খরচ করা যবে?
প্রতিষ্ঠানে খরচ (Institutional Expenses)
- কোর্স ফি – কলেজ / ইউনিভার্সিটি / অন্যান্য প্রতিষ্ঠানের কোর্স ফি যেমন টুইশন ফি, পরীক্ষার ফি, লাইব্রেরী ফি ইত্যাদি।
- অন্যান্য ফি – কশান মানি, বিল্ডিং ফান্ড, ফেরতযোগ্য জমা দেওয়া টাকা ইত্যাদি। এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিল প্রয়োজন।
প্রতিষ্ঠান বহির্ভুত খরচ (Non-Institutional Expenses)
- প্রতিষ্ঠানের হোস্টেলে থাকার খরচ।
- প্রতিষ্ঠানের বাইরে কোনো হোস্টেলে থাকলে তার ভাড়া।
- বই / কম্পিউটার / ল্যাপটপ / ট্যাবলেট ইত্যাদি কেনার খরচ। কোর্স শেষ করার অন্যান্য খরচ যেমন – স্টাডি টুর, প্রোজেক্টের কাজ, থিসিস
মোট ঋণের সর্বোচ্চ ৩০% প্রতিষ্ঠান বহির্ভুত খরচ (Non-Institutional Expenses) এবং ২০% থাকার জন্য খরচ (Living Expenses) হিসাবে ব্যয় করা যাবে।
আবেদনের সময়
ছাত্রছাত্রীরা কোর্স চলাকালীন যেকোনো সময় ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে হবে।
নিরাপত্তা (Security)
লোন মঞ্জুর করার সময় ব্যাঙ্ক Collateral Security এর জন্য কোনো প্রকার অপ্রয়োজনীয় বাধ্যকতা বা শর্তাবলি রাখবে না।
বীমা (Insurance)
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে ছাত্রছাত্রীর নামে একটি বীমা থাকবে যার প্রিমিয়াম ঋণের পরিমান থেকে কাটা হবে।
WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা দেওয়ার পদ্ধতি
- প্রতিষ্ঠানের কোর্স ফি বা অন্যান্য ফি এর টাকা সরাসরি প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
- অন্যান্য খরচ যেমন – কম্পিউটার / ল্যাপটপ / বই / হোস্টেলে থাকার খরচ সরাসরি ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর ঋণ পরিশোধ
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে নেওয়া ঋণ ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
- ছাত্রছাত্রী বা তার পিতামাতা / আইনি অভিভাবক ঋণ নেওয়ার ১৫ বছরের আগে যেকোনো সময় সম্পুর্ণ ঋণ পরিশোধ করতে পারে।
- পড়াশোনা চলাকালীন সম্পুর্ণ সুদ দিয়ে থাকলে সুদের হারে ১% ছাড় (Rebate) থাকে।
- ছাত্রছাত্রী বা কো-বরোয়ার যথাসময়ে ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবে।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের বিবরণ
স্কিমের নাম | ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Student Credit Card Scheme) |
প্রদানকারী কর্তৃপক্ষ | পশ্চিমবঙ্গ সরকার |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী |
উদ্দেশ্য | উচ্চ-শিক্ষার জন্য ঋণ দেওয়া |
আরম্ভ হওয়ার তারিখ | ৩০-০৬-২০২১ |
ঋণের পরিমান | সর্বোচ্চ ১০ লক্ষ টাকা |
পরিশোধের সময়সীমা | ১৫ বছর |
বার্ষিক সুদের হার | ৪% |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbscc.wb.gov.in অথবা https://banglaruchchashiksha.wb.gov.in |
আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন অনলাইনে করতে হয়। অনলাইনে আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদনটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে রেজিস্ট্রেশন তারপর লগইন। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন ID সহ একটি মেসেজ যাবে। তারপর লগইন অপশানে গিয়ে ঐ রেজিস্ট্রেশন ID এবং রেজিস্ট্রেশনের সময় দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনটি সম্পন্ন করতে হবে।

পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
নথির নাম | ফর্মাট | সাইজ (KB) |
---|---|---|
আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি | jpeg / jpg | ২০ - ৫০ |
সহ-আবেদনকারী বা Co-borrower এর রঙিন পাসপোর্ট ছবি | jpeg / jpg | ২০ - ৫০ |
আবেদনকারীর স্বাক্ষর | jpeg / jpg | ১০ - ৫০ |
সহ-আবেদনকারী বা Co-borrower এর স্বাক্ষর | jpeg / jpg | ১০ - ৫০ |
আবেদনকারীর আধার কার্ড | ১০০ - ৪০০ | |
আবেদনকারীর ১০ শ্রেণির বোর্ডের রেজিসট্রেশন সার্টিফিকেট (আধার কার্ড না থাকলে) | ১০০ - ৪০০ | |
Co-borrower এর ঠিকানার প্রমাণপত্র ( আধার কার্ড) | ১০০ - ৪০০ | |
প্রতিষ্ঠানে ভর্তির রসিদ ও ফি এর রসিদ | ১০০ - ৪০০ | |
আবেদনকারীর প্যান কার্ড বা প্যান কার্ড না থাকলে নির্দিষ্ট ফর্মাট (পোর্টালে থেকে প্রাপ্ত) | ১০০ - ৪০০ | |
Co-borrower এর প্যান কার্ড বা প্যান কার্ড না থাকলে নির্দিষ্ট ফর্মাট (পোর্টালে থেকে প্রাপ্ত) | ১০০ - ৪০০ |
FAQ
উত্তর – হ্যাঁ।
উত্তর – হ্যাঁ।
উত্তর – ছাত্রছাত্রীর স্ব-ঘোষণাপত্র, যা অনলাইনে আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে থাকে।
উত্তর – ১০ লক্ষ টাকা।
উত্তর – আবেদনকারীর পিতামাতা অথবা আইনী অভিভাবক।
উত্তর – পড়াশোনা চলাকালীন যেকোনো সময়ে।
উত্তর – হ্যাঁ।
উত্তর – না। তবে তা ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখতে হবে?
উত্তর – না।
উত্তর – না, অন্য যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই হবে।
আরও পড়ুন – পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন | PM CARES for Children in Bengali