সরকারি প্রকল্প

পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন | PM CARES for Children in Bengali

পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন (PM CARES for Children) হল ছেলেমেয়েদের ( যারা Covid-19 এর কারণে পিতামাতাকে হারিয়েছে) সাহায্য করার জন্য কেন্দ্র সরকারের  একটি স্কিম।

কোন শিশুরা পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন স্কিমের আওতায় আসার যোগ্য ?

কোভিড-১৯-এর কারণে যে সমস্ত শিশু তাদের পিতা-মাতা (parents) অথবা আইনি অভিভাবক (legal guardian) /দত্তক পিতা-মাতাদের (adoptive parents) হারিয়েছে, তাদের পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন (PM CARES for Children) কর্মসূচির মাধ্যমে সবরকম সাহায্য করা হবে।

পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন (PM CARES for Children) স্কিমে কী কী সুযোগ সুবিধা রয়েছে?

শিশুর নামে ফিক্সড ডিপোজিট

প্রতিটি শিশুর ১৮ বছর বয়স পূর্ণ হলে তার নামে ১০ লক্ষ টাকার তলবিল তৈরি করা হবে। পিএম কেয়ার্স কর্মসূচি এই তহবিল গঠনে সাহায্য করবে। এই টাকা নিম্নলিখিত উপায়ে ব্যবহার করা যাবে –

  • শিশুর ১৮ বছর বয়স পূর্ণ হলেই প্রতিমাসে আর্থিক সহায়তা / ভাতা পাবে। ২৩ বছর বয়স পর্যন্ত  তাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনীয়তা মেটানোর জন্য।
  • শিশুর বয়স ২৩ বছর হলেই, সে এককালীন ব্যক্তিগত বা পেশাদারি কাজে ব্যবহারের জন্য আর্থিক সহায়তা পাবে।

বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সাহায্য

১০ বছরের কম বয়সী শিশুদের জন্য

  • শিশুদের বয়স ১০ বছরের কম হলে তাদেরকে নিকটবর্তী কেন্দ্রীয় বিদ্যালয়ে অথবা দিনের বেলায় পড়াশুনার সুবিধা আছে এমন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করা হবে।
  • যদি শিশুদেরকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করা হয়, সেক্ষেত্রে শিক্ষার অধিকার আইন অনুযায়ী যা স্কুল ফি হয় তা পিএম কেয়ার্স তহবিল থেকে দেওয়া হবে।
  • সংশ্লিষ্ট শিশুদের জন্য বিদ্যালয়ের পোশাক, পাঠ্যপুস্তক এবং নোটবুক কেনার খরচ এই তহবিল থেকে দেওয়া  হবে।

PM CARES for Children in Bengali

১১-১৮ বছর বয়সী শিশুদের জন্য :

  • এই বয়সী শিশুদের কেন্দ্রীয় সরকারি আবাসিক বিদ্যালয়ে (যেমন – সৈনিক স্কুল, নবোদয় বিদ্যালয়) ভর্তি করা হবে।
  • যদি কোন শিশু তার অভিভাবক/দাদু-দিদা/পরিবারের অন্যান্য সদস্যের তত্ত্বাবধানে থেকে পড়াশুনো চালিয়ে যেতে চায়, সেক্ষেত্রে তাকে নিকটবর্তী কেন্দ্রীয় বিদ্যালয় বা দিনের বেলায় পড়াশুনো হয় এমন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করা হবে।
  • যদি শিশুদেরকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করা হয়, সেক্ষেত্রে শিক্ষার অধিকার আইন অনুযায়ী যা স্কুল ফি হয় তা পিএম কেয়ার্স তহবিল থেকে দেওয়া হবে।
  • সংশ্লিষ্ট শিশুদের জন্য বিদ্যালয়ের পোশাক, পাঠ্যপুস্তক এবং নোটবুক কেনার খরচ এই তহবিল থেকে দেওয়া  হবে।

উচ্চ-শিক্ষার ক্ষেত্রে সাহায্য

  • ভারতে যেকোনো পেশাদারি কোর্সে (Professional courses) / উচ্চ-শিক্ষার (Higher Education) জন্য শিক্ষা ঋণ বিধি অনুযায়ী শিক্ষা ঋণে সাহায্য দেওয়া হবে। ঋণের সুদ পরিশোধ করা হবে এই কর্মসূচির মাধ্যমে।
  • কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মসূচির আওতায় এধরণের শিশুদের স্নাতক স্তরে (Undergraduate) / বৃত্তিমূলক (Vocational) কোর্সে পড়াশুনোর জন্য টিউশন ফি / কোর্স ফি (সরকারি নিয়মানুসারে যা হয়) -র সমতুল্য স্কলারশিপ দিয়ে পঠন-পাঠনে সাহায্য করা হবে। যে সমস্ত শিশু বর্তমান নিয়মে স্কলারশিপ পাওয়ার যোগ্য নয়, তাদের  পিএম কেয়ার্স ফর চিল্ড্রেন কর্মসূচির মাধ্যমে সমতুল্য স্কলারশিপ দেওয়া হবে।

স্বাস্থ্য বিমা

  • সমস্ত শিশুকে আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় (Ayushman Bharat Scheme (PM-JAY)) নিয়ে আসা হবে এবং তাদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা থাকবে।
  • শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দেওয়া হবে পিএম কেয়ার্স তহবিল থেকে।

Join Our Facebook Page

  Join Our Telegram Channel

PM CARES for Children in Bengali

আরও পড়ুন – OBC / SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২১ | WB Post-Matric Scholarship 2021 to OBC / SC / ST students

Admin

Recent Posts

চাকরিহারা শিক্ষাকর্মীদের (Group C ও Group D) ভাতা দেওয়ার স্কিম

West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025 SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত…

4 months ago

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 year ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

2 years ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

2 years ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

2 years ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

2 years ago