Pradhan Mantri KIsan SAmman Nidhi (PM-KISAN)
প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি (Pradhan Mantri KIsan SAmman Nidhi) বা সংক্ষেপে পি এম–কিষান ( PM-KISAN) হল একটি সেন্ট্রাল সেক্টর স্কীম যা দেশের সকল ভূস্বামী কৃষকদের পরিবারকে কৃষিকাজ ও সম্পর্কিত কার্যক্রমের পাশাপাশি গৃহস্থালির প্রয়োজন সম্পর্কিত বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য তাদের আর্থিক প্রয়োজনের পরিপূরক হিসাবে আয়ের সহায়তা প্রদান করে।
Table of Contents
প্রতিটি কৃষক পরিবারকে (Farmer Family*) বছরে 6,000/- টাকা তবে তা তিনটি সমান ইনস্টলমেন্টে দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর 2,000/- টাকা করে।
* কৃষক পরিবার (Farmer Family) – স্বামী, স্ত্রী এবং মাইনর ছেলেমেয়ে যার নামে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভূমি দপ্তরের রেকর্ড অনুসারে চাষযোগ্য জমি আছে।
নিজের নামে চাষ যোগ্য জমি আছে (01-02-2019 তারিখের হিসাবে) এমন সমস্ত কৃষক পরিবার এই স্কীমে সুবিধা পাওয়ার যোগ্য। যদি না ওই কৃষক পরিবারের এক বা একাধিক সদস্য নিম্নলিখিত ক্যাটাগরীর অন্তর্ভুক্ত না হয় –
প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি এর অফিসিয়াল ওয়েব-পোর্টালের (https://pmkisan.gov.in/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।
প্রশ্ন : মাইনর ছেলেমেয়ে মেজর হওয়ার ক্ষেত্রে কাট-অফ তারিখ কত?
উত্তর : 01-02-2019
আরও সরকারী প্রকল্পগুলি সম্বন্ধে জানতে ক্লিক করুন https://www.banglaweb.in/
West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025 SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত…
উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…
জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…
High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…
সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…
রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…