স্কলারশিপ

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ | Sitaram Jindal Scholarship 2021

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ (Sitaram Jindal Scholarship 2021) হল ভারতবর্ষে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনাতে সহায়তা করার জন্য সীতারাম জিন্দাল ফাউন্ডেশন দ্বারা শুরু করা একটি স্কলারশিপ।

একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের সীতারাম জিন্দাল স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ITI কোর্স, ডিপ্লোমা কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিসিন কোর্সে এই স্কলারশিপ দেওয়া হয়।

বছরে প্রায় বিভিন্ন বিভাগের ১২,০০০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

কোন্‌ কোন্‌ কোর্সে পড়াশোনা করলে সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ পাওয়ার জন্য আবেদন করা যাবে ?

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ এর জন্য আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীকে সরকারী বা সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, কলেজ / প্রতিষ্ঠান অথবা প্রাইভেট বিদ্যালয়, কলেজ / প্রতিষ্ঠান (যেখানে প্রচুর ফি নেওয়া হয় না) থেকে নিম্নলিখিত যেকোনো একটিতে পড়াশোনা করতে হবে। তবে প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড আছে।

বিভাগ (Category) কোর্স (Courses)
Category ‘A’ একাদশ (XI) ও দ্বাদশ (XII) শ্রেণি
Category ‘B’ ITI (Govt. & Private)
Category ‘C’ স্নাতক –
১) B.A., B. Com, B.Sc., BFA, BCA, BBA, BBM, Bachelor of Business Economics/Finance, B.Sc. (Ag.), ৫ বছরের ইন্টিগ্রেটেড BVSC কোর্স (প্রথম ৩ বছর)
২) Environment Scientist, Environment Engineer ও Environment Journalist.
৩) Micro Biology, Forensic Sciences ও Social Work.
স্নাতকোত্তর –
১) M.A., M. Phil, M. Com, M. Lib (Science), MBA, Master of Business Economics/Finance/ Human Resources Management/ International Business/ M.Sc. / MVSc, M.Sc. (Agriculture), MCA, Organic Agriculture, Solar Energy, Rural/Urban Management, ৫ বছরের ইন্টিগ্রেটেড BVSC কোর্স (শেষ ২ বছর)
২) Environment Scientist, Environment Engineer ও Environment Journalist.
৩) Micro Biology, Forensic Sciences ও Social Work.
Category ‘D’ ডিপ্লোমা কোর্স –
১) সমস্ত স্ট্রিম,
২) Environment Scientist, Environment Engineer ও Environment Journalist.
৩) Nursing, Pharmacy & Physiotherapy
৪) Medical Laboratory, X Ray Technology, Operation Theatre Technology, Dialysis Technology, Opthalmic Technology, Dental Mechanics
Category ‘E’ ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন কোর্স –
১) স্নাতক ইঞ্জিনিয়ারিং – Architecture সহ সমস্ত স্ট্রিম
২) স্নাতক মেডিসিন – Naturopathy, M.B.B.S, Dental, B. Pharma, Homeopathy ও Ayurveda সহ সমস্ত
৩) স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং – সমস্ত স্ট্রিম
৪) স্নাতকোত্তর মেডিসিন – Homeopathy, Naturopathy, M. Pharma, Surgery (MDS বাদে) সহ সমস্ত

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ (Sitaram Jindal Scholarship 2021) পাওয়ার যোগ্যতা

পারিবারিক ইনকাম ক্রাইটেরিয়া

  • চাকুরীজীবি – শিক্ষার্থীর বার্ষিক মোট পারিবারিক উপার্জন ৪ লাখ টাকার বেশি হবে না।
  • অন্যান্য – শিক্ষার্থীর বার্ষিক মোট পারিবারিক উপার্জন ২.৫ লাখ টাকার বেশি হবে না।

অ্যাকাডেমিক মেরিট – পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের শেষ পরীক্ষার প্রাপ্ত নম্বর (%)

বিভাগ পুরুষ মহিলা
Category ‘A’ (XI ও XII) ৬৫% ৬০%
Category ‘B’ (ITI) Govt. – পাস মার্কস
Private – ৪৫%
Govt. – পাস মার্কস
Private – ৩৫%
Category ‘C’ (স্নাতক  ও স্নাতকোত্তর) স্নাতক – ৬০%
স্নাতকোত্তর – ৬০%
স্নাতক – ৫৫%
স্নাতকোত্তর – ৫৫%
Category ‘D’ (ডিপ্লোমা কোর্স) ৫৫% ৫০%
Category ‘E’ (ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন কোর্স) ৬৫% ৬০%

বি.দ্র. – ১) শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্ত বিভাগে সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ পাওয়ার জন্য পাস নম্বর প্রয়োজন।

২) স্কলারশিপ চালিয়ে যাওয়ার জন্য নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় থাকে।

শিক্ষার্থীর বয়স

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের করার সময় শিক্ষার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। স্কলারশিপ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৩০ বছর পেরিয়ে গেলে স্কলারশিপ বন্ধ হয়ে যায়।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ প্রতি মাসে টাকার পরিমান

বিভাগ পুরুষ মহিলা
Category ‘A’ (XI ও XII) ৫০০ ৭০০
Category ‘B’ (ITI) Govt. – ৫০০
Private – ৭০০
Govt. – ৫০০
Private – ৭০০
Category ‘C’ (স্নাতক) জেনারেল – ১১০০
PWD – ১৪০০
বিধবা ও Ex-Servicemen এর অবিবাহিত সন্তান – ১৫০০
জেনারেল – ১৪০০
PWD – ১৪০০
বিধবা ও Ex-Servicemen এর অবিবাহিত সন্তান – ১৫০০
Category ‘C’ (স্নাতকোত্তর) জেনারেল – ১৫০০
PWD – ১৮০০
বিধবা ও Ex-Servicemen এর অবিবাহিত সন্তান – ১৮০০
জেনারেল – ১৮০০
PWD – ১৮০০
বিধবা ও Ex-Servicemen এর অবিবাহিত সন্তান – ১৮০০
Category ‘D’ (ডিপ্লোমা কোর্স) ১০০০ ১২০০
Category ‘E’ (ইঞ্জিনিয়ারিং) স্নাতক – ২০০০
স্নাতকোত্তর – ২৮০০
স্নাতক – ২৩০০ স্নাতকোত্তর – ৩২০০
Category ‘E’ (মেডিসিন) স্নাতক – ২৫০০
স্নাতকোত্তর – ২৮০০
স্নাতক – ৩০০০ স্নাতকোত্তর – ৩২০০

যে সমস্ত শিক্ষার্থীরা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অতিরিক্ত টাকা (প্রতি মাসে) নিম্নহারে দেওয়া হয়।

বিভাগ অতিরিক্ত টাকা (প্রতি মাসে)
Category ‘A’ (XI ও XII) ০ (Nil)
Category ‘B’ (ITI) ১২০০
Category ‘C’ (স্নাতক  ও স্নাতকোত্তর) ১২০০
Category ‘D’ (ডিপ্লোমা কোর্স) ১২০০
Category ‘E’ (ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন কোর্স) ১৮০০

সীতারাম জিন্দাল স্কলারশিপ -এর আবেদনের তারিখ

বছরের যেকোনো সময় আবেদন করা যায়। তবে একই কোর্সে পড়া চলাকালীন একবারই আবেদন করতে হয়।

আবেদন পদ্ধতি

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১-এর আবেদন পত্রের সঙ্গে কি কি জমা দিতে হয়?

  • শেষ পরীক্ষার মার্কশীট
  • SSLC / HSC Marks Card (যদি তাতে জন্ম তারিখ না থাকে তবে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে অন্য ডকুমেন্ট দিতে হবে।
  • ইনকাম সার্টিফিকেট (তহসিলদার / রেভিনিউ অফিসার / BDO / গ্রাম-প্রধান ইত্যাদির দ্বারা প্রদত্ত) অথবা চাকুরীজীবিদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট ইংরেজি বা হিন্দি ছাড়া অন্য ভাষায় হলে তার ইংরেজি বা হিন্দি ভাষাতে অনুবাদ কপি প্রতিষ্ঠানের প্রধান / অথারাইজড সিগনেটরি দ্বারা সার্টিফাই করে দিতে হবে। অনাথদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট এর পরিবর্তে পিতা-মাতার মৃত্যুর সার্টিফিকেট দিতে হবে।
  • বার্ষিক ফি সার্টিফিকেট (Annexure – VIII)
  • ভর্তির সার্টিফিকেট (Annexure – VII) (B. Sc (Ag), B. Sc (Forestry), BVSC, Diploma, Engineering, Medical & MBA এর জন্য)
  • হোস্টেলের আবাসিক হলে হোস্টেল সুপার / ওয়ার্ডেন এর সার্টিফিকেট (Annexure – IV) অথবা প্রাইভেট  বাড়ির ক্ষেত্রে বাড়ির মালিক প্রদত্ত সার্টিফিকেট (Annexure – IX)
  • প্রতিবন্ধিদের ক্ষেত্রে PWD সার্টিফিকেট
  • বিধবা ও Ex-Servicemen এর ক্ষেত্রে ১) PPO, ২) Ex-servicemen Widow I-Card ৩) সম্পর্কের নির্ভরতা সার্টিফিকেট (Relationship Dependency Certificate)।

স্কলারশিপ রিনিউয়াল

  • স্কলারশিপ চালিয়ে যাওয়ার জন্য নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় থাকে।
  • জিন্দাল স্কলারশিপ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৩০ বছর পেরিয়ে গেলে স্কলারশিপ বন্ধ হয়ে যায়।

 

Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

4 days ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

5 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago