দিদির দূত
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন জনসংযোগ প্রকল্প
আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে শুরু
চলবে দু’মাস অর্থাৎ ৬০ দিন চলবে এই কর্মসূচী
পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি পরিবার অর্থাৎ ১০ কোটি মানুষ
তৃণমূলের সাড়ে তিন লক্ষ দিদির দূত এবং ৩৫০ রাজ্য নেতা এটি কার্যকর করবেন
বাংলার মানুষের সমস্যা, অভাব, অভিযোগের কথা নেত্রীর কাছে পৌঁছে দেওয়া।
রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে তাঁদের কোথায় কী অসুবিধা রয়েছে, পরিষেবা আদৌ পাচ্ছেন কিনা, তা সম্যকভাবে জানা।
সামাজিক সুরক্ষা, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, খাদ্য এবং উপার্জন – এই ৬ টি ক্ষেত্রে ১৫ টি প্রকল্প থাকবে ‘দিদির সুরক্ষা কবচ’ এ
১) লক্ষ্মীর ভান্ডার, ২) কৃষক বন্ধু, ৩) সামাজিক সুরক্ষা যোজনা, ৪) বিধবা ভাতা, ৫) মানবিক পেনশন ৬) জয় বাংলা (জয় জোহার ও তপসিলি বন্ধু)
প্রতিটি অঞ্চলে দশ দিন করে রাত্রিযাপন
প্রতিটি এলাকার মাহাত্ম্যপূর্ণ স্থান দর্শন এলাকার মানুষের সঙ্গে মধ্যাহ্ণভোজ
দিদির দূতেরা গিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে দেখবেন, জনগণ সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না।
ক্যালেন্ডার ও ডোর স্টিকার বিতরণ করা