Biswabina Scholarship 2023 : আবেদন করুন পেয়ে যান 15000 টাকা

বিশ্ববীণা স্কলারশিপ 2023  (Biswabina Foundation Scholarship 2023) : স্কলারশিপের টাকা পরিমাণ, যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদনের শেষ তারিখ ইত্যাদি নিয়ে লেখা হয়েছে।

এটি পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য একটি নতুন প্রাইভেট বা বেসরকারি স্কলারশিপ। Biswabina Foundation স্কলারশিপের টাকা সহ সমস্ত প্রক্রিয়া পরিচালনা করে।

উচ্চমাধ্যমিক পাশ করার পর গরিব পড়ুয়ারা যাতে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য আর্থিক সহায়তা করাই বিশ্ববীণা স্কলারশিপের উদ্দেশ্য।

বিশ্ববীণা স্কলারশিপে কারা আবেদনের যোগ্য? (Biswabina Scholarship 2023 Eligibility Criteria)

স্কলারশিপে আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীকে নিচের যোগ্যতাগুলো পূরণ করতে হবে –

নতুন আবেদনের ক্ষেত্রে

  • ছাত্র-ছাত্রীকে কমপক্ষে 80% নম্বরসহ উচ্চ-মাধ্যমিক পাশ করতে হবে।
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কোনো কলেজে পূর্ণ সময়ের জন্য স্নাতক (UG) বা স্নাতকোত্তর (PG) কোর্সে ভর্তি হতে হবে।
  • ছাত্রছাত্রীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

রিনিউয়ালের ক্ষেত্রে

  • আবেদনকারীদের তাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেতে হবে।

স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?

বিশ্ববীনা স্কলারশিপে একজন পড়ুয়াকে 15 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হতে পারে। এই স্কলারশিপে এককালীন টাকা দেওয়া হয় না। স্কলারশিপের টাকা প্রতি মাসের 10 তারিখের মধ্যে অ্যাকাউন্ট পেয়ী চেক বা নগদে (Cash) দেওয়া হয়।

বিশ্ববীনা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Application Process of Biswabina Scholarship)

এই স্কলারশিপ এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইন (Offline Application)। স্কলারশিপ আবেদনের ফর্ম Biswabina Foundation এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে

এই পেজে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

Biswabina Scholarship Application Form 2023

স্কলারশিপ ফর্মে ছাত্র বা ছাত্রীর নাম, জন্ম তারিখ, কাস্ট, বাবার নাম, ঠিকানা, পড়াশোনার ফলাফল (Academic Performance), ব্যাংক অ্যাকাউন্ট সহ ফিলাপ করে রঙিন পাসপোর্ট ছবি সহ জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে সংস্থার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে বা গিয়ে জমা দিয়ে আসতে হবে।

স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

এই স্কলারশিপ ফর্ম যথাযথভাবে পূরণ করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। সঙ্গে ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট লাগবে –

  • উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS) বা পূর্ববর্তী পরীক্ষার (রিনিউয়ালের ক্ষেত্রে) মার্কশিটের জেরক্স কপি
  • আধার কার্ডের জেরক্স কপি
  • জাতিগত শংসাপত্র (Caste Certificate) এর জেরক্স, যদি থাকে
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • চলতি শিক্ষাবর্ষের কলেজ / বিশ্ববিদ্যালয়ের ফি রসিদের জেরক্স
  • BPL হলে BPL কার্ডের জেরক্স
  • ব্যাংকের পাসবই এর জেরক্স

আবেদনপত্র পাঠানোর জন্য বিশ্ববীনা স্কলারশিপ ফাউন্ডেশনের ঠিকানা

Biswabina Foundation, (A Public Charitable Trust), M/9, Bidhannagar, P.O. – Midnapore, District- Paschim Medinipur, Pin – 721101, Phone : 03222-263918

স্কলারশিপ পাওয়ার জন্য কীভাবে নির্বাচিত হয়?

মেরিট এবং ইন্টারভিউ এর ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। বাছাই করে বিশ্ববীনা স্কলারশিপ ফাউন্ডেশনের পেসিডেন্ট। তারপর নাম প্রকাশিত হওয়ার পর স্কলারশিপ দেওয়া হয়।

Biswabina Scholarship 2023 Interview Date : এখনও ঘোষণা করা হয়নি।

আবেদনের সময়সীমা:

প্রতি বছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার পর Biswabina Scholarship স্কলারশিপের আবেদন শুরু হয়। যেসমস্ত পড়ুয়া ইতিমধ্যেই কলেজে ভর্তি হয়েছে, তারা আবেদন করতে পারবেন। নতুন আবেদন চলবে 30 আগস্ট, 2023 পর্যন্ত। রিনিউয়াল করার জন্য শেষ তারিখ 30 সেপ্টেম্বর, 2023.

বিশ্ববীনা স্কলারশিপ রিনিউয়াল পদ্ধতি

এই স্কলারশিপ প্রতি বছর রিনিউয়াল করতে হয়। রিনিউয়ালের জন্য আবেদনের পত্র Biswabina Foundation এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে অথবা এই পেজে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

ফর্মটি পূরণ করে উপরে দেওয়া বিশ্ববীণা ফাউন্ডেশনের ঠিকানাতে পাঠাতে হবে। সঙ্গে যে ডকুমেন্টগুলি দিতে হবে তা হল –

  • চলতি শিক্ষাবর্ষের কলেজ / বিশ্ববিদ্যালয়ের ফি রসিদের জেরক্স
  • পূর্ববর্তী পরীক্ষার অ্যাডমিট ও মার্কশিটের জেরক্স কপি
  • আপডেটেড ব্যাংকের পাসবই এর জেরক্স

দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট

  • প্রত্যেক স্কলারশিপ প্রাপককে ট্রাস্টের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
  • এই স্কলারশিপের সঙ্গে Biswarup Scholarship পেতে গেলে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে সপ্তাহে 2 ঘন্টা কোচিং বা Tuition পড়াতে হবে।

একনজরে বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ (Biswabina Scholarship) 2023

স্কলারশিপের নামবিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ
প্রদানকারী কর্তৃপক্ষবিশ্ববীনা ফাউন্ডেশন
স্কলারশিপের ধরণপ্রাইভেট স্কলারশিপ
আবেদনের মোডঅফলাইন
আবেদন আরম্ভের তারিখইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ30-08-2023
যোগ্যতাউচ্চমাধ্যমিক পাশ
স্কলারশিপের পরিমাণসর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত
অফিসিয়াল ওয়েবসাইটhttps://biswabinafoundation.in/

আরও পড়ুন

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৩ | Sitaram Jindal Scholarship 2023

Leave a Comment