2023 সালে আর উৎসশ্রী পোর্টাল এর মাধ্যমে বদলি হবে না | Utsashree Portal Latest Update

উৎসশ্রী প্রকল্প বা উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) -এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা নিজেরা কিছু শর্ত সাপেক্ষে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারতেন।

এই পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ আরম্ভ হয়েছিল 02-08-2021 তারিখ।

উচ্চ-প্রাথমিক (Upper Primary /  মাধ্যমিক (Secondary) / উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে আওনেকেই সাধারণ বদলির সুযোগও পেয়েছেন।

2023 সালে আর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি হবে না (Utsashree Latest Update)

উৎসশ্রী পোর্টাল 2023 (Utsashree Latest Update)

মেমো নং : 448-SE(EE)/10M-45/2021 & তারিখ : 29-09-2022

বিদ্যালয় শিক্ষা দপ্তর (School Education Department) 29-09-2022 তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল 31-12-2022 তারিখ পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

মেমো নং : 585-SE(EE)/10M-45/2021 & তারিখ : 29-12-2022

29-12-2022 তারিখ বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর জানিয়েছিল 30-06-2023 তারিখ পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা সংসদের আবেদনের ভিত্তিতে 30 জুন, 2023 পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রেখেছিল শিক্ষা দফতর। কারণ হিসাবে বলা ছিল চলতি নিয়োগ পদ্ধতিতে অসুবিধা হচ্ছে।

Utsashree Portal Latest Update

মেমো নং : 341-SE(EE)/10M-45/2021 & তারিখ : 30-06-2023

30-06-2023 এর বিজ্ঞপ্তি অনুসারে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার মেয়াদ বেড়ে হল 31-12-2023. ফলে 2023 সালে সারা বছরই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বন্ধ থাকল।

নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পোর্টাল চালু হওয়ার সম্ভাবনাও কম।

দফতরের দাবি, রাজ্য সরকার শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিতে চাইছে। সেজন্য সমস্ত জেলায় শূন্যপদের সঠিক সংখ্যা জানা প্রয়োজন। শিক্ষক বদলি চালু থাকলে নির্দিষ্ট সংখ্যা পাওয়া সম্ভব নয়। তাই বন্ধ থাকবে পোর্টাল।

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি সম্বন্ধে আরও জানতে ক্লিক করুন

Leave a Comment