জওহর নবোদয় বিদ্যালয় : কী, উদ্দেশ্য, ভর্তি পদ্ধতি, পড়ানোর খরচ | Jawahar Navodaya Vidyalaya in Bengali

জওহর নবোদয় বিদ্যালয় : কী, উদ্দেশ্য, ভর্তি পদ্ধতি, পড়ানোর খরচ (Jawahar Navodaya Vidyalaya in Bengali) ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

জওহর নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya – JNV) : 1986 সালের জাতীয় শিক্ষানীতি (National Policy of Education) অনুযায়ী কেন্দ্রীয় সরকার জওহর নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya – JNV) স্থাপন করে।

দেশের 27 টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে 649 টি জওহর নবোদয় বিদ্যালয় চালু আছে। এইসব বিদ্যালয়গুলি সহ-শিক্ষামূলক (co-educational) ও আবাসিক (Residential)। 

নবোদয় বিদ্যালয় সমিতি নামক স্বশাসিত সংস্থার মাধ্যমে এই বিদ্যালয়গুলি শাসিত হয় এবং কেন্দ্রীয় সরকার এই বিদ্যালয়গুলির ব্যয় ভার বহন করে। জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট (JNVST) এর মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়।

Table of Contents

জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য

(i) ছাত্র-ছাত্রীদের বিশেষত গ্রামীণ প্রতিভা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের, সাংস্কৃতিক মূল্যবোধ এবং পরিবেশের প্রতি সচেতনতা, আডভেঞ্চার মূলক কার্য এবং শারীরিক শিক্ষাসহ এক উচ্চমানের শিক্ষাদান। 

(ii) তিনটি ভাষায় ছাত্র-ছাত্রীদের মোটামুটিভাবে দক্ষ করে তোলা।

(iii) হিন্দী ভাষী ও অহিন্দী ভাষী রাজ্যের মধ্যে ছাত্র-ছাত্রীদের আদান প্রদানের মাধ্যমে জাতীয় সংহতির বিকাশ। 

(iv) প্রতিটি জেলাকে মুখ্য কেন্দ্র হিসাবে ধরে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উচ্চমান স্থাপন এবং উৎকর্ষতার  বিকাশ।

কোন্‌ কোন্‌ শ্রেণি পড়ানো হয়?

ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় কেন্দ্রীয় মধ্য শিক্ষা পর্ষদের (Central Board of Secondary Education – CBSE) অধীনে।  

নবোদয় বিদ্যালয় -এ কোন্‌ ভাষাতে পড়ানো হয়?

অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষার মাধ্যমে পাঠদান করা হয়। পরবর্তী শ্রেণি থেকে গণিত ও বিজ্ঞানের শিক্ষাদান হয় ইংরাজীতে এবং সমাজ বিজ্ঞান বিষয়গুলি পড়ানো হবে হিন্দী ভাষাতে।

জওহর নবোদয় বিদ্যালয়ে পড়ানোর খরচ কত?

নবোদয় বিদ্যালয়ে থাকা, খাওয়া, ইউনিফর্ম এবং বইসহ বিনামূল্যে শিক্ষাদান করা হয়। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদ্যালয় বিকাশ নিধি হিসাবে মাসে নূন্যতম 600 টাকা ফি নেওয়া হয়।

অবশ্য ছাত্রীদের এবং তপশীলি জাতি (SC)  / তপশীলি উপজাতি (ST) / প্রতিবন্দ্বী (PH) এবং দারিদ্র্য সীমার নিচে (BPL) থাকা ছাত্রদের জন্য এই ফি দিতে হয় না।

যে সকল শিক্ষার্থীর অভিভাবক সরকারী চাকরী করেন এবং সন্তানের পঠন-পাঠনের ভাতা পান (Children Education Allowance – CEA) তাদের ক্ষেত্রে বিকাশ নিধি হিসাবে মাসিক ফি ধার্য করা হয়েছে সর্বোচ্চ 1500 টাকা অথবা তার থেকে যে কম ভাতা তিনি পান তা দিতে হবে। কিন্তু কোনো ক্ষেত্রেই তা মাসিক 600 টাকার কম নয়। 

কয়টি জওহর নবোদয় বিদ্যালয় আছে?

নবোদয় বিদ্যালয় স্কিম অনুসারে ক্রমপর্যায়ে প্রতিটি জেলাতে একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করা হবে। বর্তমানে সারা দেশে 27 টি রাজ্যে ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে 649 টি নবোদয় বিদ্যালয়

এগুলির মধ্যে 649 টিই বর্তমানে  কার্যকর। দেশের বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে নবোদয় বিদ্যালয়গুলির বর্তমান তালিকা নিচে দেওয়া হলো।

রাজ্য অনুসারে JNV সংখ্যা

রাজ্য_StateJNV_সংখ্যা
অন্ধ্রপ্রদেশ13 + 02**
অরুণাচল প্রদেশ17
আসাম26 + 01**
বিহার38 + 01**
ছত্তিশগড়27 + 01**
গোয়া 02
গুজরাট33 + 01**
হরিয়ানা21
হিমাচল প্রদেশ12
ঝাড়খন্ড24 + 02
কর্নাটক30 + 01**
কেরালা14
মধ্যপ্রদেশ51 + 02** + 01*
মহারাষ্ট্র33 + 01**
মণিপুর09 + 02**
মেঘালয়11 + 01**
মিজোরাম08
নাগাল্যান্ড11
ওড়িষ্যা 30 + 01**
পাঞ্জাব22 + 01**
রাজস্থান33 + 02**
সিকিম04
তেলেঙ্গানা09
ত্রিপুরা08
উত্তর প্রদেশ75 + 01**
উত্তরাখন্ড 13
পশ্চিমবঙ্গ 17 + 01**

কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে JNV সংখ্যা

কেন্দ্রশাসিত_অঞ্চল_UTJNV_সংখ্যা
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ (UT)03
চন্ডীগড় (UT)01
দাদরা ও নগর হাবেলী এবং দমন ও দিউ (UT)03
দিল্লী (UT)02
জম্মু ও কাশ্মীর (UT)19 + 01**
লাদাখ (UT)02
লাক্ষাদ্বীপ (UT)01
পন্ডিচেরী (UT)04

মোট : 626 + 20** + 03* = 649

  • ** তপশীলি জাতি ও তপশীলি উপজাতি প্রবন অঞ্চলে অতিরিক্ত JNV স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
  • * অতিরিক্ত বিশেষ জওহর নবোদয় বিদ্যালয়

কত জনকে ভর্তি নেওয়া হয়?

যোগ্য ছাত্রছাত্রী পাওয়া গেলে সর্বোচ্চ 80 জন ছাত্র-ছাত্রীকে নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পর্যাপ্ত থাকার ব্যবস্থা না হলে 40 জন ছাত্রছাত্রীকেও ভর্তি নেওয়া হতে পারে। এই অধিকার নবোদয় বিদ্যালয় সমিতির আছে।

এছাড়াও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে ফলাফল স্থগিত, ভর্তি প্রক্রিয়া স্থগিত এমনকি ভর্তির পরীক্ষাও বন্ধ থাকতে পারে।

জওহর নবোদয় বিদ্যালয়ে কীভাবে ভর্তি হওয়া যায়?

প্রতি বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট (JNVST) হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হয়।

FAQ : জওহর নবোদয় বিদ্যালয়

জওহর নবোদয় বিদ্যালয়ে কোন্‌ শ্রেণি থেকে ভর্তি হওয়া যায়?

ষষ্ঠ শ্রেণি থেকে।

জওহর নবোদয় বিদ্যালয়ে কীভাবে ভর্তি হওয়া যায়?

জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট (JNVST) এর মাধ্যমে।

ছাত্রছাত্রীদের কী বিদ্যালয়ের হোস্টেলেই থাকতে হবে?

হ্যাঁ। এই বিদ্যালয়গুলি সবই আবাসিক। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল আছে।

প্রতি বছর ষষ্ঠ শ্রেণিতে কত জনকে ভর্তি নেওয়া হয়?

সর্বোচ্চ 80 জন ছাত্র-ছাত্রীকে ।

ছাত্রীদের জন্য কি কোনো আসন সংরক্ষিত থাকে?

হ্যাঁ। কমপক্ষে 1/3 অংশ আসন সংরক্ষিত থাকে।

জওহর নবোদয় বিদ্যালয়গুলি কোন বোর্ডের অন্তর্গত?

Central Board of Secondary Education – CBSE

WBBSE (MADHYAMIK) PPR / PPS Result 2023

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment