WB College (UG) Admission 2023-2024 : স্নাতক স্তরে কলেজে ভর্তির আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ
2023-2024 শিক্ষাবর্ষ থেকে কলেজে চালু হচ্ছে 4 বছরের স্নাতক কোর্স। পাশাপাশি পরিবর্তন হতে চলেছে স্নাতক স্তরে ভর্তির (WB College (UG) Admission 2023-2024) প্রক্রিয়াও।
এইবার থেকে উচ্চ-শিক্ষা দফতর (Higher Education Department) অনুমোদিত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে (UG) ভর্তির জন্য চালু হওয়ার কথা ছিল একটি কেন্দ্রীয় পোর্টাল (Centralized Web Based Online Admission Portal) । কিন্তু এবারে পোর্টালটি চালু হবে না।
তাই 2023-2024 শিক্ষাবর্ষ থেকে এই পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবে না উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে।
কলেজে ভর্তির আবেদন 2023 – শেষ তারিখ : WB College (UG) Admission 2023-2024 last date
বিষয় | তারিখ_Date |
---|---|
অনলাইনে আবেদন আরম্ভ | 01-জুলাই-2023 |
অনলাইনে আবেদন শেষ | 15-জুলাই-2023 |
মেরিট লিস্ট প্রকাশ | 20-জুলাই-2023 |
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন | 31-জুলাই-2023 |
ক্লাস আরম্ভ | 01-আগষ্ট-2023 |
যদি সিট খালি থাকে কলেজগুলি প্রয়োজনে আরও দুটি ফেজে ভর্তির অনলাইন পোর্টালটি খুলতে পারে। সেক্ষেত্রেও 31 আগষ্ট, 2023 এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্নাতক স্তরে ভর্তির আবেদন পদ্ধতি সম্বন্ধে কিছু কথা
1. মেরিটের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। মেরিট লিস্টে থাকা ছাত্রছাত্রীদেরও কাউনসেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে না। এককথায় ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কলেজে যাওয়ার কোন দরকার নেই।
2. ভর্তির কেন্দ্রীয় পোর্টালে ডকুমেন্ট আপলোড করার জন্য কোনোরকমের ফি লাগবে না। সমস্ত প্রমাণপত্র আবেদনের সময় আপলোড করতে হবে। যদি আপলোড করা ডকুমেন্টগুলি যাচাই করার প্রয়োজন হয় তবে তা করতে হবে ছাত্রছাত্রীরা যখন কলেজে ক্লাস করার জন্য আসবে। ডকুমেন্টের তথ্য ও অনলাইনে আবেদন ফর্মের তথ্য আলাদা হলে ভর্তি বাতিল হবে।
3. ভর্তির জন্য নির্বাচিত হলে তা ছাত্রছাত্রীদের চিঠি বা ই-মেল বা মেসেজের মাধ্যমে জানানো হবে। জানানোর কাজটি করবে কলেজ কর্তৃপক্ষ।
4. ফি পেমেন্টে করতে হবে অনলাইনে অথবা মনোনীত ব্যাংকের মাধ্যমে। কলেজে উপস্থিত হয়ে ফি দেওয়ার কোনো নিয়ম থাকবে না।
5. ব্যাংকের মাধ্যমে ফি দেওয়ার জন্য মনোনীত ব্যাংকগুলিকে মেরিট লিস্ট দেওয়া থাকবে।
FAQ : কলেজে ভর্তির আবেদন 2023
2023 শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তর কত বছরের কোর্স?
4 বছরের
2023 সালে কলেজে ভর্তির আবেদন কত তারিখ আরম্ভ হবে?
01-07-2023
2023 সালে কলেজে ভর্তির আবেদনের শেষ কত তারিখ কবে?
15-07-2023
ভর্তির আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে হবে?
কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে
স্নাতকে ভর্তি সংক্রান্ত কোনো ব্যাপারে কলেজে যাওয়ার প্রয়োজন আছে কি?
না
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও