WBBSE MADHYAMIK PPR PPS Result 2023
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE – West Bengal Board of Secondary Education) 27-06-2023 তারিখ মাধ্যমিক পরীক্ষা 2023 এর পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) রেজাল্ট সংক্রান্ত প্রেস নোট প্রকাশ করেছে।
WBBSE (MADHYAMIK) PPR / PPS Result 2023 Date
এই প্রেস নোটে বলা হয়েছে WBBSE (MADHYAMIK) PPR / PPS 2023 এর রেজাল্ট প্রকাশিত হবে 30-06-2023 তারিখ বিকাল 4 টার সময় ।
যে সমস্ত পরীক্ষার্থীরা PPR / PPS এর জন্য আবেদন করেছিল তারা মাধ্যমিক 2023 PPR PPS রেজাল্ট নিজের বিদ্যালয় থেকে সংগ্রহ করে নিতে পারবে।
এছাড়াও অনলাইনে PPR / PPS রেজাল্ট দেখে নিতে পারবে 30-06-2023 তারিখ বিকাল 5 টার সময় থেকে।
WBBSE (MADHYAMIK) PPR / PPS Result 2023 দেখার ওয়েবসাইট
আবেদনকারীরা দুটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের রিভিউ / স্ক্রুটিনি এর রেজাল্ট জানতে পারবে।
বিদ্যালয়গুলি রিজিওনাল অফিস থেকে 03 জুলাই, 2023 থেকে MADHYAMIK PPR / PPS এর ফলাফল সংগ্রহ করতে পারবে।
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও