স্কলারশিপ

জি পি বিড়লা স্কলারশিপ ২০২৩ আবেদন যোগ্যতা, শেষ তারিখ, স্কলারশিপের পরিমাণ | GP Birla Scholarship 2023

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ (GP Birla Scholarship 2023) হল পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনাতে আর্থিক সহায়তা করার জন্য একটি স্কলারশিপ।

শিক্ষার প্রসার, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের যুবকদের ক্ষমতায়নের জন্য প্রখ্যাত শিল্পপতি এবং জনহিতৈষী প্রয়াত শ্রী জি পি বিড়লার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য GP বিড়লা ফাউন্ডেশন এই স্কলারশিপের শুরু হয়েছিল।

স্নাতক স্তরে (আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স) অধ্যয়নরত শিক্ষার্থীদের GP বিড়লা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিসিন কোর্সে এই স্কলারশিপ দেওয়া হয়।

কোন্কোন্কোর্সে পড়াশোনা করলে GP বিড়লা স্কলারশিপ ২০২৩ পাওয়ার জন্য আবেদন করা যাবে ?

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ এর জন্য আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীকে ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কলেজ / প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যেকোনো একটিতে পড়াশোনা করতে হবে। তবে প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড আছে।

বিভাগ (Category)কোর্স_(Courses)
স্নাতক১) B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM, Bachelor of Business Economics/Finance, B.Sc. (Ag.), ৫ বছরের ইন্টিগ্রেটেড BVSC কোর্স
২) Environment Scientist, Environment Engineer, Environment Journalist Micro Biology, Forensic Sciences ও Social Work বিষয়ে স্নাতক
ইঞ্জিনিয়ারিংস্নাতক ইঞ্জিনিয়ারিং – Architecture সহ সমস্ত স্ট্রিম
মেডিসিনস্নাতক মেডিসিন – Naturopathy, M.B.B.S, Dental, B. Pharma, Homeopathy ও Ayurveda সহ সমস্ত
আইন পেশাগত কোর্সচার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ এবং কস্ট অ্যাকাউন্ট্যান্সি সহ যেকোনো স্ট্রিমে স্নাতক

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ (GP Birla Scholarship 2023) পাওয়ার যোগ্যতা

১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) পারিবারিক ইনকাম ক্রাইটেরিয়া : শিক্ষার্থীর বার্ষিক মোট পারিবারিক উপার্জন ৩ লাখ টাকার কম হতে হবে। তবে অতিরিক্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টিদের বিবেচনার ভিত্তিতে নির্দিষ্ট ক্ষেত্রে ইনকাম ক্রাইটেরিয়াতে ছাড় পাওয়া যেতে পারে।

৩) অ্যাকাডেমিক মেরিট – ২০২৩ সালে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।

বোর্ডের_নামপরীক্ষার_প্রাপ্ত_নম্বর%_হিসাব_করার_পদ্ধতি
WBCHSE৮৫% বা তার বেশিBest of Five অর্থাৎ
মোট ৫০০ নম্বর
ISC৯০% বা তার বেশিBest of Four অর্থাৎ
মোট ৪০০ নম্বর, একটি
Language Paper আবশ্যক
CBSE৯০% বা তার বেশিBest of Four অর্থাৎ
মোট ৪০০ নম্বর, একটি
Language Paper আবশ্যক

৪) ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কলেজ / প্রতিষ্ঠান থেকে উপরে দেওয়া কোর্সগুলির যেকোনো একটিতে পড়াশোনা করতে হবে।

৫) শিক্ষার্থীর বয়স – বয়সের কোনো উর্দ্ধ বা নিম্ন সীমা নেই।

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ প্রতি মাসে টাকার পরিমান (GP Birla Scholarship Amount)

প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত GP বিড়লা স্কলারশিপ দেওয়া হয়। অতিরিক্ত এককালীন ৭,০০০/- টাকা দেওয়া হয় প্রথম বছরে বই কেনার জন্য।

বিভিন্ন কোর্সের টিউশন ফি এবং হোস্টেল ফি (যেখানে প্রযোজ্য) এর উপর নির্ভর করে টাকার পরিমাণ ঠিক করা হয়। সীমিত সংখ্যক নির্বাচিত ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপ মঞ্জুর করা হয়।

স্কলারশিপের পরিমাণ প্রতি বছর একবার দেওয়া হয়। পূর্ববর্তী বছরে শিক্ষার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরের বছরের জন্য স্কলারশিপ মঞ্জুর করা হয়।

এটি চলতে থাকে কোর্সটি শেষ হওয়া পর্যন্ত। তবে সর্বোচ্চ ৪ বছর এই স্কলারশিপ দেওয়া হয়।

GP বিড়লা স্কলারশিপএর ছাত্রছাত্রী নির্বাচন পদ্ধতি

বৃত্তি কে পাওয়ার যোগ্য তা বাছাই করার জন্য, একটি বিশেষজ্ঞ প্যানেল আছে। ওই বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা প্রাপ্ত আবেদনগুলি পর্যালোচনা করবেন এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার (Interview) নেবেন।

এই সাক্ষাৎকারের মাধ্যমেই নির্বাচিত হবে কে স্কলারশিপ পাবে। বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

বিশেষজ্ঞ প্যানেলের বর্তমান সদস্যগন হল –

  • অধ্যাপক সুমন্ত বসু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা
  • ড. রাজীব দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ আবেদনের শেষ তারিখ (GP Birla Scholarship 2023 Last Date)

২০২৩ সালের জন্য আবেদন আরম্ভ হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ৩১-০৭-২০২৩ ।

আবেদন পদ্ধতি

আবেদনের মোড – আবেদন অনলাইন বা অফলাইন মোডে করা যেতে পারে।

অফলাইনে আবেদন পদ্ধতি –

আবেদনের জন্য আবেদন পত্র সংগ্রহ – GP বিড়লা ফাউন্ডেশন -এর ওয়েবসাইট থেকে বিনামূল্যে আবেদন পত্র ডাউনলোড করতে হয়।

তা সঠিকভাবে পূরণ করে তাতে পাসপোর্ট সাইজের ছবি মাড়াতে হবে এবং আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হয়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – G.P. Birla Educational Foundation, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019 (Landmark – Calcutta Ice Skating Rink)

GP বিড়লা স্কলারশিপ ২০২৩এর আবেদন পত্রের সঙ্গে কী কী জমা দিতে হয়?

  • দ্বাদশ শ্রেণীর (XII) পরীক্ষার মার্কশীট
  • ইনকাম সার্টিফিকেট (তহসিলদার / কাউন্সিলার / BDO / গ্রাম-প্রধান ইত্যাদির দ্বারা প্রদত্ত) অথবা চাকুরীজীবিদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট বা Form 16 ।
  • কলেজে ভর্তির রসিদ

অনলাইনে আবেদন পদ্ধতি –

অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে GP বিড়লা ফাউন্ডেশন -এর ওয়েবসাইট ভিজিট করতে হবে। অনলাইন ফর্মটি ফিল আপ করে রঙিন পাসপোর্ট ছবি ও স্বাক্ষরসহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে হার্ডকপি পাঠানোর দরকার নেই।

FAQ

GP বিড়লা স্কলারশিপ ২০২৩ আবেদনের শেষ তারিখ কবে?

৩১-০৭-২০২৩

GP বিড়লা স্কলারশিপের টাকার পরিমাণ কত?

প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা এবং প্রথম বছর ৭,০০০/- টাকা বই কেনার জন্য।

জিপি বিড়লা বৃত্তি কত বছর দেওয়া হয়?

সর্বোচ্চ চার বছর

জিপি বিড়লা বৃত্তি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য?

হ্যাঁ।

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কি জিপি বিড়লা স্কলারশিপ পাওয়া যায়?

না।

GP বিড়লা স্কলারশিপ কে পাবে তা কিভাবে নির্বাচিত হয়?

পরীক্ষার রেজাল্ট এবং Interview এর মাধ্যমে।

একনজরে GP বিড়লা স্কলারশিপ ২০২৩

স্কলারশিপের নামজিপি বিড়লা স্কলারশিপ
প্রদানকারী কর্তৃপক্ষজি পি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন
আবেদনের বর্ষ২০২৩
যোগ্যতাXII উত্তীর্ণ
স্কলারশিপ প্রাপকআন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রী
স্কলারশিপের পরিমাণপ্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা
কত বছর দেওয়া হয়?সর্বোচ্চ চার বছর
আবেদনের শেষ তারিখ৩১-০৭-২০২৩
আবেদন মোডঅনলাইন বা অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.gpbirlaedufoundation.com/

আরও পড়ুন

ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম | West Bengal Bhabishyat Credit Card Scheme in Bengali – WBBCCS

Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 week ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

5 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago